![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি যেন আমায় তুলে ধরেছে ! হাতের তালুতে পা মুঠো করে নিয়ে উপরে বাড়িয়ে দিচ্ছে ক্রমশ ! এই তো থানকুনি লতা ছেড়ে গেল গোড়ালি ! কোমরের খাঁজে মুখ ডোবানো হরিণী ঝিরঝির কাঁপনে চমকালো খুব; তারপর এক দৃষ্টিতে তাকিয়েই রইলো, তাকিয়েই রইলো যেন এই আমাকে দেখেনি কখনও । আমি একটা পাখি শিকারীর তাক করা ডালটা দুলিয়ে উঠতে লাগলাম আরো উপরে । দেখা হয়ে গেল এক জেট পাইলটের সাথে, জানালায় মুখ নিয়ে হেসে হেসে জানালাম, শুভ হোক ! মঙ্গল হোক । হাত নাড়িয়ে সে কিছু বোঝাতে চাওয়ার আগেই এই হালকা পলকা হয়ে যাওয়া শরীর সেই অদৃশ্য হাতের ভিতর উড়তে লাগলো আরও উপরে । আমি নিচের ভারী ভারী বাহন আর দেখতে পাই না, দেখতে পাইনা ভারী ভারী শরীর । এখন আমার চারপাশে শুধু মেঘ আর আলো ; চিবুকে উষ্ণতা আর কোমলতার দুইটি আঙুল ।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬
প্রামানিক বলেছেন: সুন্দর কথামালা। ধন্যবাদ
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২
সকাল রয় বলেছেন: উত্তরাধুনিক সুন্দর লেখা
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
সরদার হারুন বলেছেন: কিছু বুঝলামনা ।সপ্নে দেখেছেন ?