নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্ম এবং বিজ্ঞানের দ্বন্দ ও সমর্থন

ডাঃ সাইদুল ইসলাম

ডাক্তার

ডাঃ সাইদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কিয়ামতের ভুমিকম্প কেমন হবে ?

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৩


গতকাল বাংলাদেশে ভুমিকম্প হওয়াতে আমরা সবাই আতংকিত হয়ে ঘর ছেড়ে বের হয়ে পড়েছি। এই ভুমিকম্পের মাত্রা ছিল মাত্র ৬.২ রিকটার স্কেল। ভাবুন তাহলে কিয়ামতের ভুমিকম্প কেমন হবে যাতে পাহাড়গুলো ধুনিত তুলোর মতো উড়তে থাকবে।
কেয়ামতের ভুমিকম্প কি সত্যিই এত ভয়াবহ হবে? আসুন দেখি বৈজ্ঞানিকরা কি বলে। আপনারা জানেন রিকটার স্কেলের সবোর্চ্চ মাপ ১০; এবং এর একটি মাত্রা পুরববরতি মাত্রার চেয়ে ১০ গুন বেশী শক্তিশালী। এপরযন্ত সবোচ্চ ৯.২ মাত্রার ভুমিকম্প রেকর্ড করা হয়েছে। যদি কোনদিন ১২.০ মাত্রার ভুমিকম্প হয় তবে পৃথিবী ভেংগে দু’টুকরা হয়ে যাবে। ভাবুন আল্লাহ যদি ২০ মাত্রার ভুমিকম্পের আদেশ দেন তবে কি তার ভবিষ্যত বানী সত্যি হবে না? তখন কোথাও পালাবার পথ পাওয়া যাবে না। সোবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তার আযাব থেকে রক্ষা করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.