![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে কোন মন্তব্য বা জবাবের নোটিফিকেশন আসছে না...! নিজের ব্লগে (কখনো যদি) ঢুকি, তখন দেখতে পাই কিছু নতুন মন্তব্য এসেছে। নাহলে জানার কোন উপায় নেই যে, কেউ আমাকে মন্তব্য করেছেন কি না.... এভাবে উত্তর দিতে অনেক দেরীও হয়ে যায়..
আবার এ পদ্ধতিতে নিজের কোন পোস্টে করা মন্তব্য খুঁজে বের না হয় করা গেল, কিন্তু অন্য কারো পোস্টে করা মন্তব্যের জবাব আমি কীভাবে পাই??????!!
সুতরাং জনাব, বিজ্ঞ মডারেটর দয়া করুন....!
আমাকে এ যন্ত্রণা থেকে মুক্তি দিন..
একটা মন্তব্য পেলে যে কী ভাল লাগে, সেটা বোঝাতে পারবনা। সুতরাং প্লীজ, অতি দ্রুত আমার এ সমস্যা টা সমাধান করে দিন..
# আফসানা যাহিন চৌধুরী
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২০
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অদেখা মন্তব্য তো দেখায় না আর আমি নোটিফিকেশন না আসলে আমার পোস্টে যাইনা। নির্বাচিত পোস্ট বা সকল পোস্ট পড়তে থাকি।
বাই দ্যা ওয়ে আমি ডেস্কটপ থেকে ব্রাউজ করি তো...
ধন্যবাদ। সুমন কর।
২| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২২
এম এম করিম বলেছেন: নিজের ব্লগে ঢুকলে ডান কলামে স্ক্রল ডাউন করলে পাবেন ব্লগার পরিসংখ্যান, আমার গ্রুপসমূহ এবং ব্লগ ইনফরমেশন প্যানেল...। ব্লগ ইনফরমেশন প্যানেলের 'অদেখা মন্তব্যসমূহ' আপনাকে জানান দিবে কতগুলো মন্তব্য দেখা হয়নি। ওখানে ক্লিক করুন।
আশা করি সমাধান হবে। শুভকামনা।
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১৭
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ এম এম করিম সাহায্য করবার জন্য
৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৯
কলমের কালি শেষ বলেছেন: এই সমস্যা আমারও । প্রতিউত্তর দেখার জন্য অনেক সময় একাদিকবার ব্লগে ডুকতে হয় ।
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১৭
আফসানা যাহিন চৌধুরী বলেছেন:
৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আহারে
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১১
আফসানা যাহিন চৌধুরী বলেছেন:
৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৭
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এ সমস্যা দেখি অনেকেরই হচ্ছে !
দ্রুত সমাধান চাই !
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১০
সুমন কর বলেছেন: নিজের ব্লগে অদেখা মন্তব্য কয়টি দেখায়। সেখানে গিয়ে উত্তর দিবেন। অার অামরা তো অাগে নিজের ব্লগেই ঢুকি।
নোটিফিকেশন কম অাসছে, এটা সত্য। সাময়িক সমস্যা হতে পারে।