নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সিনিয়র চিকিৎসক , আই সি ইউ ,মূমুর্ষু রোগীদের চিকিৎসা করে করে ক্লান্ত.....! ভালবাসি দেশ কে ,স্বাধীনতা সংগ্রামে সহযোগী শিশু যোদ্ধা..মুক্তমনা কিন্তু ধর্ম ভীরু.।!

ওসেল মাহমুদ

ওসেল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আসুন ডেংগু প্রতিরোধ করি! সচেতন হোন, জীবন রক্ষায় এগিয়ে আসুন

১২ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

ডেঙ্গু সমস্যার স্থায়ী সমাধানে মনোযোগ দিন

প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো-এ কথাটি আমরা প্রায়ই বলে থাকি। কিন্তু মুখে যতই বলি না কেন, বাস্তবে আমরা তা প্রয়োগ করি না। কোনো কোনো রোগ বা আপদ-বিপদ আমাদের বিবেক-বুদ্ধিকে নাড়া দিয়ে যায়। আতঙ্কিত করে। তখন আমরা অনন্যোপায় হয়ে হলেও কিছুটা সচেতন হই। ডেঙ্গুর কথাই ধরা যাক। সাম্প্রতিককালে পত্রপত্রিকায় ভয়াবহ ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাবের কথা পড়ে, মৃত্যুর সংবাদ শুনে আমরা সবাই আতঙ্কিত হই।

এ রোগের প্রতিকার ও প্রতিরোধে কম-বেশি সবাই তৎপর হয়ে উঠি। ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশা থেকে বাঁচতে হবে। তাই ছিটাও ওষুধ, মারও মশা। কিন্তু যতই ওষুধ ছিটানো হোক আর কামান দাগানো হোক, মশা কিন্তু খুব একটা মরছে না, মরলেও মরছে সামান্য ও সাময়িকভাবে। কারণ মশার ওষুধ অকার্যকর। আর এটি চিরস্থায়ী কোনো সমাধানও নয়। কয়েকদিন পর আবার মশা হবে। আবার ডেঙ্গু হবে, মানুষ মরবে।

মশা মারার জন্য আমরা ওষুধ ছিটানোর কথা বলছি, কিন্তু মশা প্রতিরোধের জন্য আমাদের পরিবেশ সংরক্ষণের কথা ক’জন বলছি? কর্তৃপক্ষই বা কী করছে? এ ঢাকা শহরসহ পুরো দেশটাকে নোংরা-আবর্জনাময় ও অস্বাস্থ্যকর করার পেছনে আমাদের সবার কম-বেশি অবদান রয়েছে। আমি বলি না, হাজার চেষ্টা করেও মশামুক্ত পরিবেশ সৃষ্টি করা যাবে। আমি মনে করি-আমরা সচেষ্ট হলে, যুক্তিসংগত আচরণ করলে, বিবেকবুদ্ধি খাটালে, বেশি স্বার্থপর না হলে, অন্যের সুবিধা-অসুবিধার প্রতি মমত্ববোধ থাকলে, পরিবেশ সংরক্ষণের মাধ্যমে স্বাস্থ্যসচেতন হলে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে থাকত।

ডেঙ্গুজ্বরের নায়ক দুজন। এক মশা। নাম এডিস এজিপ্টি (aedes aegypti)। দ্বিতীয় নায়ক ভাইরাস। এতদিন মানুষ জানত মশার কামড়ে ম্যালেরিয়া হয়। এখন প্রায় সবাই জানে, মশার কামড়ে শরীরে ভাইরাস সংক্রমিত হলে ডেঙ্গুজ্বর হয়। ডেঙ্গুজ্বরের উপসর্গের মধ্যে রয়েছে তীব্র জ্বর। তাপমাত্রা ১০৩-১০৫ ডিগ্রি ফারেনহাইট। জ্বর থাকে ৫-৭ দিন। প্রথম ২-৩ দিন ধরে জ্বরের উপসর্গ বাড়তে থাকে। এরপর একটু অবদমিত হয়। তারপর চতুর্থ বা পঞ্চম দিনে আবার উপসর্গ বৃদ্ধি পায়। মাথাব্যথা, চোখব্যথা, শরীরের বিভিন্ন অস্থি গ্রন্থিতে প্রদাহ এবং প্রচণ্ড ব্যথা, মাংসপেশির ব্যথা তীব্র হবে। জ্বরে গলা ফুলে যেতে পারে।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত খুব অল্পসংখ্যক রোগী (শতকরা ১-২ ভাগ) হেমোরেজিক জ্বরে আক্রান্ত হতে পারে। অনেকেরই ধারণা, ডেঙ্গুজ্বরে আক্রান্ত সব রোগী হেমোরেজিক জ্বরে আক্রান্ত হয়। এ ধারণা ঠিক নয়। মশার কামড়ের ৫-৭ দিনের মধ্যে ডেঙ্গুজ্বরের উপসর্গগুলো দৃশ্যমান হবে। সংক্রমণের জন্য দায়ী ভাইরাসের ইনকিউবেশন সময় (রোগ সঞ্চার থেকে প্রথম রোগের লক্ষণ দেখা দেওয়া পর্যন্ত কাল) হলো ৫-৭ দিন। এজন্য ৫-৭ দিন অপেক্ষা না করে তড়িঘড়ি করে প্যাথলজিক্যাল পরীক্ষা করা হলে তাতে কিছুই বোঝা যাবে না। ডেঙ্গুজ্বরে তীব্র ব্যথা-বেদনা ছাড়া অন্য কোনো উপসর্গ থাকে না। কিন্তু হেমোরেজিক জ্বরে মারাত্মক কিছু উপসর্গ দেখা যায়। এগুলোর মধ্যে রয়েছে জ্বর ও ব্যথা-বেদনা ছাড়াও পেটে তীব্র ব্যথা, নাক-মুখ ও দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ, রক্ত বমি, কালো কয়লার মতো পায়খানা ইত্যাদি।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীকে সজাগ দৃষ্টিতে রাখা বাঞ্ছনীয়। শরীরের বিভিন্ন জায়গায় রক্তক্ষরণের উপসর্গ দেখা দিলে জরুরি ভিত্তিতে রোগীকে হাসপাতালে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ডেঙ্গুজ্বর হেমোরেজিক জ্বরে রূপান্তরিতে না হলে ভয়ের বিশেষ কারণ নেই। মনে রাখা বাঞ্ছনীয়, এক্ষেত্রে জ্বরে আক্রান্ত হওয়ার ২-৩ দিনের মধ্যে রক্তক্ষরণের উপসর্গ পরিলক্ষিত হয়। শিশুদের জন্য হেমোরেজিক জ্বর ভয়ংকর হতে পারে। হেমোরেজিক ডেঙ্গু ফিভারে শিশুর মৃত্যুহার বেশি।

ডেঙ্গুজ্বর ভাইরাস সংক্রমণের কারণে হয়ে থাকে বলে এর প্রতিকারে কোনো ওষুধ কার্যকর নয়। তাই ডেঙ্গুজ্বরে অ্যান্টিবায়োটিক ব্যবহার একদম অযৌক্তিক। জ্বর ও ব্যথা-বেদনার জন্য সচরাচর অ্যাসপিরিন প্রয়োগের বিধান থাকলেও ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে অ্যাসপিরিন ব্যবহার নিষিদ্ধ। কারণ, অ্যাসপিরিন, আইবোপ্রুফেন বা ডাইক্লোফেনাক জাতীয় ওষুধগুলো রক্তক্ষরণের প্রবণতা ও মাত্রা বাড়িয়ে দিতে পারে। এর ফলে অবস্থার আরও অবনতি ঘটতে পারে। আমাদের মনে রাখা উচিত, সব রোগে ওষুধের প্রয়োজন হয় না। বরং কোনো কোনো রোগের বেলায় ওষুধ প্রয়োগ করলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। ডেংগু শক সিনড্রম ও মৃত্যুর অন্যতম কারণ! তাই শক সিনড্রম বা হেমোরেজিক জ্বরের ক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শক ও হেমোরেজিক ডেঙ্গুজ্বরের রোগীকে শিরাপথে স্যালাইন/ রক্ত বা জীবন রক্ষা কারী ওষুধ প্রয়োগ করে বাচিয়ে তুলতে অবশ্যই হাসপাতালে স্থানান্তর করতে হবে এবং প্রচুর পানীয় পান করতে দিতে হবে।

২.

মশা ম্যালেরিয়ার বাহক আবার মশা ডেঙ্গু ভাইরাসেরও বাহক। কোন মশা কোন রোগের বাহক, তা আপাতদৃষ্টিতে জানা মুশকিল। আবার কোন মশা ভাইরাসের বাহক, আবার কোনটি নয়, তা-ও জানা সম্ভব নয়। তাই সব মশাই আমাদের শত্রু। সব মশাই আমাদের টার্গেট। তাই ‘যেখানেই মশা পাও, সেখানেই মশা তাড়াও। মশা সমূলে বিনাশ করো’-এই হোক আমাদের স্লোগান। এতে সুবিধা দ্বিমুখী। ম্যালেরিয়ার মশা, ডেঙ্গুর মশা সবই নির্বংশ হবে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর দেহ থেকে এ ভাইরাস অন্য সুস্থ লোকের দেহে বহন করে নিয়ে সংক্রমিত করে এডিস মশা। তাই সংক্রমণ বন্ধ বা প্রতিরোধ করার জন্য ডেঙ্গু আক্রান্ত রোগীকে মশার কামড় থেকে রক্ষা করা অতি জরুরি। ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীকে না কামড়ালে এবং মশা ডেঙ্গু ভাইরাস বহন না করলে তার কামড়ে ডেঙ্গু হওয়ার আশঙ্কা নেই।

মশা কোথায় জন্মায়, কীভাবে এর বংশবিস্তার ঘটে-এসব আমরা অনেকেই জানি। তারপরও প্রসঙ্গক্রমে বলা প্রয়োজন, মশা ঘরবাড়ির আনাচে-কানাচে জমে থাকা পানিতে ডিম পাড়ে। মশার ডিমপাড়ার উপযোগী জায়গাগুলোর মধ্যে রয়েছে-পানিসমৃদ্ধ ড্রাম, মাটির ভাঙা হাঁড়িপাতিল বা তার ভগ্নাংশ, বিভিন্ন ছোট-বড় পাত্র, বালতি, ফুলের টব, ফুলদানি, পরিত্যক্ত বোতল, টায়ার, পলিথিন ব্যাগ, ছোট-বড় গর্ত, নালা, পুকুর ইত্যাদি। ডেঙ্গুজ্বর প্রতিরোধে যেসব স্থানে মশা জন্মায় এবং বংশবিস্তার করে সেসব স্থান পরিষ্কার-পরিছন্ন করে ফেলতে হবে। জলাবদ্ধ জায়গা শুকিয়ে ফেলতে হবে। প্রয়োজনমতো মশার ওষুধ ছিটাতে হবে। পরিবেশদূষণ থেকে বিরত থাকতে হবে, অন্যকেও বিরত রাখতে হবে। এ পদক্ষেপগুলো বর্ষা শুরুর আগে ও পরে করাটা উত্তম।

ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব দেখা যায় যেসব দেশে, সেগুলো হলো- সাউথ প্যাসিফিক, ক্যারিবিয়ান অঞ্চল, দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল, পাকিস্তান, ভারত, বাংলাদেশ,ভিয়েত্অন আম, কম্বোডিয়া,ফিলিপাইন, জাপান ইত্যাদি।

পরিশেষে ডেঙ্গুজ্বর সম্পর্কিত কিছু পরামর্শ উপস্থাপন করছি :

১. এডিস মশা মানুষকে সাধারণত দিনে কামড়ায় (এখন শুনছি রাতেও কামড়ায়)। তাই মশার কামড় থেকে নিজকে রক্ষা করে চলুন;
২. ঘরদুয়ারে বা কর্মস্থলে মশা তাড়ানোর জন্য রিপেলেন্ট ব্যবহার করুন;
৩. বাজার থেকে মশার কয়েল এনে দিনেও ব্যবহার করা যেতে পারে;
৪. দিনে ঘুমাতে চাইলে মশারি খাটিয়ে ঘুমানো উচিত;
৫. মশা ধ্বংসের জন্য উপযোগী জীবাণুনাশক বাজারে পাওয়া যায়। এগুলো ব্যবহার করে মশা তাড়ানো বা ধ্বংস করা সম্ভব;
৬. ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীকে মশার কামড় থেকে রক্ষা করুন। তা না হলে মশায় আক্রান্ত রোগীর দেহ থেকে ভাইরাস সুস্থ মানুষের দেহে ছড়াতে পারে;
৭. বাসস্থানের আশপাশে স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণে সচেষ্ট হোন। আবদ্ধ পানি সরিয়ে বা শুকিয়ে ফেলুন। ময়লা-আবর্জনা বা ঝোপঝাড় পরিষ্কার করে ফেলুন। এসব জায়গায় মশা লুকিয়ে থাকে;
৮. সিটি করপোরেশন বা মিউনিসিপ্যাল করপোরেশনের সঙ্গে যোগাযোগ রাখুন। মশা নির্মূলে তাদের সাহায্য নিন এবং তাদের প্রয়োজনমতো সাহায্য দিন। নিজেও কিছু টাকা খরচ করে এ কাজটি করতে পারেন এবং মশার ওষুধ ছিটাতে পারেন। ওষুধ না পেলে কেরোসিন ছিটিয়ে দিন জলাবদ্ধ জায়গায়;
৯. ডেঙ্গুজ্বরের রোগীকে সজাগ দৃষ্টিতে রাখা উচিত। শিশুর ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা বাঞ্ছনীয়। রোগাক্রান্ত শিশুর অবস্থার অবনতি দ্রুত হয়;
১০. অবস্থার অবনিত দৃষ্টিগোচর হলে দেরি না করে রোগীকে হাসপাতালে ভর্তি করুন এবং সুচিকিৎসার ব্যবস্থা করুন; ১১. বাড়ির ছাদ বা বারান্দার ফুল বা গাছের টবে জমে থাকা পানি মশা জন্মানোর উপযুক্ত স্থান। টবে পানি জমতে দেবেন না; ১২. ময়লা পানিতে মশা জন্মায় না, পরিষ্কার পানিতে জন্মায়-এ কথাটি সত্য নয়। সবাই সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। ( সংগৃহীত ও পরিমার্জিত)

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২৩ রাত ৮:২৩

শায়মা বলেছেন: ডেঙ্গু ভয়ংকর এক মৃত্যুঘাতি রোগ যা আমি চোখের সামনেই দেখেছিলাম। মশা থেকে যতদূর পারি বাড়ি প্রটেক্ট করি। ছাদ বাগানে পানি জমতে দেই না। স্যুইমিং পুলের পানি অনবরত ফিল্টার হতেই থাকে। আর চারটা বাঁজতেই বাড়ির দরজা জানালা বন্ধ মানে মশাদের প্রবেশ নিষেধ!

১৭ ই জুলাই, ২০২৩ রাত ৮:০৬

ওসেল মাহমুদ বলেছেন: একদম ! আপনার মত যদি সবাই সচেতন হত , তাহলে তো কথাই ছিল না !

২| ১২ ই জুলাই, ২০২৩ রাত ৯:২১

এইযেদুনিয়া বলেছেন: এই মশার চরিত্রও দেখলাম বদলে যাচ্ছে!

১৭ ই জুলাই, ২০২৩ রাত ৮:০১

ওসেল মাহমুদ বলেছেন: প্রশ্নের জন্য ধন্যবাদ! তবে এ ব্যাপারে কীটতত্ববীদরা ভালো বলতে পারবেন!

৩| ১২ ই জুলাই, ২০২৩ রাত ৯:২২

বিষাদ সময় বলেছেন: তথ্য বহুল এবং চমৎকার সচেতনাতা মূলক পোাস্ট। অনেক অনেক ধন্যবাদ আপনার প্রাপ‌্য। পোস্টে +
একটি প্রশ্ন, সম্ভব হলে উত্তর আশা করি।
মশার মধ্যে এই জীবানুর ইনকুবেশন পিরিয়ড এবং মশা কামড়ানোর সাথে সাথে সেখানে কোন এন্টিসেপ্টিক বা অন্য কোন ওষুধ ব্যাবহার করলে কোন সুফল পাওয়া যেতে পারে কিনা?

১৭ ই জুলাই, ২০২৩ রাত ৮:০৩

ওসেল মাহমুদ বলেছেন: জ্বী, যথার্থ বলেছেন! যেহেতু এ রোগটি মূলতঃ নগরকেন্দ্রিক তাই এগুলো নগর পরিকল্লপনাবিদ ও কীটতত্ববিদ গণ একত্রে নগরপিতার সাথে বসে স্বল্প ও দীর্ঘমেয়াদী উভয় পরিকল্পনা নিয়ে অনতিবিলম্বে কার্ পদক্ষেপ নিতে হবে!ধন্যবাদ!

৪| ১২ ই জুলাই, ২০২৩ রাত ৯:২৫

শায়মা বলেছেন: মশার মধ্যে এই জীবানুর ইনকুবেশন পিরিয়ড এবং মশা কামড়ানোর সাথে সাথে সেখানে কোন এন্টিসেপ্টিক বা অন্য কোন ওষুধ ব্যাবহার করলে কোন সুফল পাওয়া যেতে পারে কিনা?

ভাইয়া আমি যতটুকু জানি উত্তর না। তবে অনেক বয়স্ক মানুষেরা বলেন সাবান দিয়ে ধুয়ে দিতে। আল্লাহ জানে তাতে মানুষ ডেঙ্গু থেকে বাঁচে কিনা।

১৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

ওসেল মাহমুদ বলেছেন: মশা নিরোধোক ক্রীম/লোশন বাজারে পাওয়া যায় যা ব্যবহার করলে মশা কামড়ায় না বলে জানি, তবে কখোনো ব্যবহার করে দেখিনি! যারা ব্যবহার করেছেন তারা ভালো বলতে পারবেন!

৫| ১২ ই জুলাই, ২০২৩ রাত ১০:৩৮

আহমেদ জী এস বলেছেন: ওসেল মাহমুদ,




ডেঙ্গু পরিস্থিতি কোন অবস্থায় গেছে তা ব্লগে ডেঙ্গু নিয়ে পরপর দু'দুটো পোস্ট আসা থেকেই বোঝা যাচ্ছে।
সচেতনতার পাশাপাশি পরিবেশের উন্নয়নও জরুরী। এই দুটোর জন্যে মানুষই দায়ী। মানুষ সচেতন নয় এবং পরিবেশ দূষনেও কম যায়না।
ব্লগের পোস্টগুলো মানুষকে সচেতন করবে বটে কিন্তু দেশে স্বাস্থ্যসম্মত পরিবেশ (মশাবিহীন) আনয়নে আমাদের করনীয় কি সেটাও ব্লগ পোস্টে আসা উচিৎ। আপনি দু'একটি পয়েন্ট লিখেছেন বটে কিন্তু শহর-গ্রামের পরিচ্ছন্নতার বিষয়ে আরও জবরদস্ত লেখা চাই।
মশার বিস্তার রোধের জন্যে পরিবেশকে পরিশোধিত করতেই হবে।

১৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

ওসেল মাহমুদ বলেছেন: সঠিক বলেছেন! তবে আমরা অনেক দেরী করে ফেলেছি!
বাংলাদেশের প্রথম ডেংগু রোগীকে ২০০০ সালে হবিগঞ্জ জেলায় আমি সনাক্ত করি, কিন্তু উর্ধ্বতন চিকিতসক ও প্রশাসন এটাকে সেদিন উড়িয়ে দেয়, কিন্তু আমি হাল ছাড়িনি, পরবর্তীতে প্রাইভেট পরীক্ষাগারে ডেংগু প্রমানিত হয় ও স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকায় লেখালেখি শুরু হয় এবং সেই থেকে শুরু,সরকার ও এরপর গুরুত্বের সাথে বিবেচনা করে, তবে ভয়ের এর প্রকোপে মৃত্যুহার ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সকল পক্ষের সচেতনতা ও সর্বোপরি পরিচ্ছন্নতা এই রোগের নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখবে আশা করি!

৬| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: সিটি কর্পোরেশনের উচিৎ একটু সজাগ হওয়া।
শুনেছি, গত বছরের চেয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা কম।

১৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

ওসেল মাহমুদ বলেছেন: রোগী কম নয় বরং বেশী ! এর প্রকোপে মৃত্যুহার ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.