![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিজিওথেরাপি প্র্যাক্টিশনার এবং স্বাস্থ্য বিষয়ক ব্লগ লেখক ।
ধূমপায়ীদের জন্য শুধুই দু:সংবাদ,,,,
ধূমপান কোমর ব্যথার অন্যতম কারন!!!
ধূমপানের কারনে মেরুদন্ডের ডিস্কে পুষ্টিগুণ সমৃদ্ধ রক্ত চলাচলে বাধা প্রাপ্ত হয়, যেটা ইনজুরির জিন্য ঝুঁকিপূর্ণ।
ধূমপানের কারনে কাশি হলে, সেই কাশির জন্য ডিস্ক প্রলাপস হতে পারে।
ধূমপানের কারনে হাড্ডির মিনারেল শেষ হয়ে যেতে পারে।
ধূমপানের কারনে টিসু ইনজুরি রিফেয়ার হতে বাধাগ্রস্ত হয়। যার জন্য প্রদাহ হয় পরবর্তীতে কোমর ব্যথা হয়।
এবার বলেন,,, কোমর ব্যথার রোগীরা সিগারেট খাবেন কি!!!!????
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যতই করনা বাপু
হীন ষড়যন্ত্র;
ছড়বোনা ধূমপান
জীবনেরি মন্ত্র।
বিড়ি খেলে তাকত হয়
বাড়ে মগো মনোবল;
বিড়িটা খায়না যারা
হাফ লেডিসের দল।
ধূমপানে শৌর্য
ধূমপানে মর্দানি;
ভালো থাকি ধূমপানে
ভালো আছে হার্টখানি।