![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিজিওথেরাপি প্র্যাক্টিশনার এবং স্বাস্থ্য বিষয়ক ব্লগ লেখক ।
কোমর ব্যথায় অস্থির হয়ে আমরা প্রায় সময়ই হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলি অপারেশন করে ফেলব । অপারেশন অবশ্যই প্রয়োজন হতে পারে, তবে এর আগে একজন ভাল ফিজিওথেরাপিস্টের শরনাপন্ন হওয়া । এই বিষয়টি নিয়ে ভিশন ফিজিওথেরাপি সেন্টার থেকে একজন সম্মানিত মানুষের সাক্ষাত দিয়েছি । উনাকে অনেক ধন্যবাদ । স্বতঃস্ফূতভাবে সাক্ষাতটি দিয়েছেন ।
ইঞ্জিনিয়ার মায়াজুল ইসলাম ভাই, ভিশন ফিজিওথেরাপি সেন্টারের একজন সম্মানিত রোগী । উনি দীর্ঘদিন যাবত PLID অর্থাৎ ডিস্ক প্রলাপসজনিত কোমর ব্যথায় ভুগছিলেন । উনার কোমরের দুই হাড়ের মাঝখান থেকে (লাম্বার ভাট্রিবা L4-L5) ডিস্ক বের হয়ে এসে নার্ভে চাপ দিচ্ছিল , সেই জন্য ব্যথাটা পায়ের দিকে চলে যেত । এই সমস্যার জন্য উনি অনেক বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন । সবার এক কথা অপারেশন করাতে হবে । সর্বশেষ ব্যাংককেও বলছিল , অপারেশন না করে উপায় নেই । কিন্তু ফিজিওথেয়াপির মাধ্যমে মায়াজুল ভাইয়ের সমস্যা ৮০% সমাধান হয়েছে, উনার ভাষ্যমতে । ভিশন ফিজিওথেরাপি সেন্টারে এই রকম অসংখ্য কেইস আছে, যারা অপারেশন করবেন মনস্থির করে ফেলছেন, কিন্তু ফিজিওথেরাপি নেওয়ার পর সম্পূর্ন ভালো হয়েছেন । সঠিক ফিজিওথেরাপি নিন, জীবন বাঁচান এবং আপনার মূল্যবান অর্থও বাঁচান ।
ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম (ফিজিওথেরাপিস্ট)
প্রতিষ্ঠাতা ও কো-অর্ডিনেটর , ভিশন ফিজিওথেরাপি সেন্টার
হাউজ ২৩, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭ , উত্তরা , ঢাকা ।
এপয়েনম্যান্ট - ০১৯৩২৭৯৭২২৯
। Click This Link
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪২
ডাঃ সাইফুল বলেছেন: ভিশন ফিজিওথেরাপি সেন্টার, হাউজ ২৩, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭, ঊত্তরা , ঢাকা ।
ফোন ০১৯৩২৭৯৭২২৯
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভিশন ফিজিওথেরাপি সেন্টার কোথায়?