নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেদুঈনের দরবার

উহারা প্রচার করুক হিংসা,বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য,শান্তি এক আল্লাহ জিন্দাবাদ

দুরন্ত বেদুঈন

সত্য প্রকাশে নির্ভীক মানুষ

দুরন্ত বেদুঈন › বিস্তারিত পোস্টঃ

নামাজ,সাহায্য না ফুল

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলাম। পথ আগলে দাঁড়ালো রফিক, সালাম, বরকত, শফিউর ...



রফিক: হাতে ফুল নিয়ে কই যাও চান্দু?



আমি: জী ভাই, শহীদ মিনার যাচ্ছি ।



সালাম: ফুল দিয়ে কি হবে?



আমি: না, মানে আপনাদের স্মরণ করবো। আপনাদের আত্মা শান্তি পাবে।



বরকত: হা হা হা! চান্দু, হাসাইলা মোরে। কুরআন হাদিসের কোথাও লেখা আছে, ফুল দিলে আত্মার শান্তি হয়?কখনো আমাদের কারও কবর জিয়ারত করেছো?কখনো দুই রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেছো??



আমি: জী..না… মানে…



রফিক: হুমম, প্রতি বছর এভাবে কত টাকার ফুল দিয়ে আমাদের শ্রদ্ধা জানাও?



আমি: না মানে…কোটি টাকার বেশী হয়ত ।



শফিউর: আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে, কেউ কি খোঁজ নিয়েছো?



সালাম: আমার আত্মীয় স্বজনরা যে রিকশা চালিয়ে, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে, তার কি কোন খবর কেউ রেখেছো?



আমি: না মানে…ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা। আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই।

তাদের খোঁজ কেন নিবো?



বরকত: যুদ্ধ তো করেছে মুক্তিযোদ্ধারা তাহলে তাদের নাতি পুতিরা কেন এত সুযোগ সুবিধা পায়?



শফিউর: বাদ দাও তো বরকত ! ওদেরকে বেশি কিছু বইলো না। বেশি উস্কালে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামে ওরা আরেকটা পার্টি বানাবে ...



[ফুল দেয়া হলো না,বাসায় ফিরে আসলাম। আর কোনদিন ফুল দিতে যাব না।]



সংগৃহিত...

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

কলাবাগান১ বলেছেন: ২১শে ফেব্রয়ারী, ১৬ই ডিসেম্বর, ১৯৭১ এগুলিকে যতভাবে পারা যায় প্রশ্নবিদ্ধ করার জন্য জামাতি-রাজাকার রা উঠে-পড়ে লেগেছে......।

আমরা শহীদ মিনারে ফুল দেই ১৯৫৩ সন থেকে.....আপনি যেনে খুশী হবেন যে ১৯৫৩ সনে শুধু তখনকার 'বাংলাদেশে' দেওয়া হত আর এখন ফুল দেওয়া হয় পুরা বিশ্বব্যাপি...... আপনাদের এই সমস্ত কথায় আর চিড়ে ভিজবে না ......আপনারা সব কিছুকেই ধর্মের চশমা পরে দেখেন তাই কোনটা রিচুয়াল আর কোনটা ধর্ম তা গুলিয়ে ফেলেন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮

দুরন্ত বেদুঈন বলেছেন: মুসলিম বাঙালি বলে একটা আলাদা সত্তা আছে । তাই বলে আপনি শিরক করবেন এটা তো হয়না ।
আর সম্মান জানাতে দেখানো আচার অনুষ্ঠানের দরকার নেই ।
ফুল দিয়ে পূজা করে হিন্দুরা ।এটা হিন্দুদের সংস্কৃতি । এটা তারা করবেই বাধা দেওয়ার কেউ নেই ।
আর এই বেদীতে ফুল দেওয়াটা কি কোন মুসলিম সংস্কৃতি । যদি আমরা তাদের জন্য ওইখানে দোয়া মাহফিল করতাম তাহলে কি হত ।
ধর্ম পালন করলেই আজকাল রাজাকার উপাধি দেওয়া একটা বদঅভ্যাসে পরিণত হয়েছে ।
বাংলাদেশের লাখ লাখ মসজিদের ইমামকে ,মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করুন । কি উত্তর দেবে তারা দেবে শুনুন । ওরা সবাই কি রাজাকার ।
লেজুড়বৃত্তি ছারুন তাতে আপনারও উপকার দেশেরও ।
আর ইসলাম সমন্ধে পড়াশোনার ব্যাপ্তি বাড়ান

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

এইচ. ইমরান বলেছেন: ভাই আপনার সাথে আমিও আছি। সব অপসংস্কৃতি।

শ্রদ্ধা এমনভাবে জানাতে হবে যাতে, তাদের আত্মা শান্তি পায়। পূজা করে নয়...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

দুরন্ত বেদুঈন বলেছেন: জেনে ভাল লাগল

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

নাজমুল আহসান সৈকত বলেছেন: আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন............আর কলাবাগান১ এর মত গরু ছাগল অনেক থাকবে...বেপার না......এদেরকে কেও গোনে না তো ...তাই এগুলা করেই প্রচার পেতে চায়.........এগুলা সব মায়ের ছেলে

১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২০

দুরন্ত বেদুঈন বলেছেন: জাযাকামুল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.