![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য প্রকাশে নির্ভীক মানুষ
মুক্তমনার একমাত্র বিজ্ঞানী জিতের বইমেলায় প্রকাশিত সর্বশেষ পুস্তক ছিল "শূন্য থেকে মহাবিশ্ব"। উঁহু, উনার নিজের লেখা না। কোন এক রাইটারের(নামটা মনে আসছে না) ইংরেজী "ভ্যাক্যুয়াম টু ইউনিভার্স" এর অনুবাদ করে দা-ছুরি দিয়ে কাটছাঁট করে প্রকাশিত পুস্তক এটা। ঠিক যেভাবে ইকবাল সাহেব বিদেশী গল্প অনুবাদ করে বিজ্ঞানী হয়ে যান!
যাহোক বইটায় বেশ কিছু পদার্থবিজ্ঞানের তত্ত্ব দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে মহাবিশ্ব আপনা থেকেই সৃষ্টি হয়েছে।
আমি আবারও বলছি, বিজ্ঞানে অপ্রমাণিত তত্ত্বের চেয়ে প্রমাণিত ফ্যাক্টের প্রাধান্য বেশি।
আসুন গাণিতিকবিধি অনুযায়ী দেখি মহাবিশ্বের সুনিয়ন্ত্রিত নীতিমালা, প্রাণের উদ্ভব সবকিছু কি আপনা থেকেই সম্ভব নাকি অসম্ভব।
সম্ভব বা অসম্ভবের প্রশ্নে আগে আপনাকে জানতে হবে বিজ্ঞান প্রাণের সৃষ্টির ব্যাপারে কি বলছে।
আজকের প্রতিটা প্রাণী, একটা পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত সবকিছুরই উৎপত্তি আদিকোষ থেকে(বিজ্ঞানের মতে)। আদিকোষ হল এককোষী নিম্ন শ্রেণীর প্রাণী যেমন অ্যামিবা। সময়ের সাথে বিবর্তনের ধারায় কিনা প্রাণী প্রকৃতকোষের উন্নত জীবে পরিণত হয়েছে। এটা পুরাতন মতবাদ।
বর্তমানে প্রচলিত মতবাদ হল প্রোটিন অনু থেকে আজকের এই বিশাল জীবজগৎ।
একটি প্রোটিন অনুতে বিদ্যমান পাঁচটি মৌলিক উপাদান হল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং সালফার।
এই পাঁচটি উপাদানের নির্দিষ্ট সংখ্যক অনু একটি সুনির্দিষ্ট বিন্যাসের মাধ্যমে গঠন করে একটি প্রাণহীন প্রোটিন অনু। একটু নোটিস করবেন, ১১২টি মৌলিক পদার্থ থেকে এই ৫টি মৌলিক পদার্থের যথাযথ বিন্যাসের মাধ্যমে আকস্মিকভাবে একটি প্রোটিন অনু গঠনের সাম্ভাব্যতা কত?
এখন এই সাম্ভাব্যতাটা নির্ণয় করে দেখিয়েছেন সুইজারল্যান্ড এর বিখ্যাত গণিতবিদ চার্লস ইউজিন গাই।
তাঁর হিসেবমতে আকস্মিক ভাবে একটি প্রাণহীন প্রোটিন অনুর গঠনের সাম্ভাব্যতা দাঁড়ায় 'দশমিক'র পরে ১৬০ টি 'শূন্য' বসালে যেই অতি ক্ষুদ্র সংখ্যা আসে তার সমান। ক্যালকুলাসের ভাষায় এই সংখ্যা "টেন্ডস টু জিরো" বা শূন্য প্রায়। দশমিকের পরে পঞ্চাশটা শূন্য থাকলেই গাণিতিকভাবে তার মান শূন্য। অর্থাৎ আকস্মিক ভাবে কোন সৃষ্টিকর্তা ছাড়া একটি প্রোটিন অনুর সৃষ্টিই অসম্ভবপ্রায়।
এবার হিসেব কষা যাক এই একটি প্রাণহীন প্রোটিন অনু তৈরির প্রয়োজনীয় সময়। বিজ্ঞানী গাইয়ের হিসেবানুযায়ী এই একটি প্রাণহীন প্রটিন অনুর সৃষ্টির প্রয়োজনীয় সময় ১ এর পরে ২৪৩টা শূন্য বসালে যে অকল্পনীয় ভাষায় অপ্রকাশযোগ্য সংখ্যা হয় সে পরিমাণ বছর লাগবে কেবলমাত্র একটি প্রাণহীন প্রোটিন অনু সৃষ্টিতে।
তাহলে ভেবে দেখুন পাঠকগণ আকস্মিকভাবে কোন সৃষ্টিকর্তার হস্তক্ষেপ ব্যাতিত মাত্র একটি প্রাণহীন অনু তৈরি হওয়াটাও কতটা অসম্ভবপর।
এখানেই শেষ না। আকস্মিকভাবে যদি একটি প্রাণহীন প্রোটিন তৈরি হয়েও যায় সেটায় প্রাণের অনুপ্রবেশ কিভাবে ঘটল সে প্রসঙ্গে বিজ্ঞানী খামোশ।
১৩ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২২
দুরন্ত বেদুঈন বলেছেন: চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ
২| ১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৪
তার ছিড়া আমি বলেছেন: আপনার মেলা সাহস দেখছি, সত্যি কথা বলছেন বাংলায় বসে? তাও আবার মুক্তমনা ????????????? র বিরুদ্ধে ?
মুক্তমনা মানে কি, তা জানেন?
মুক্তমনা মানে হল ইসলামের বিরুদ্ধে কথা বলা। তাহলেই আপনি প্রগতিশীল, বুদ্ধিজীবি, মুক্তমনা, উদার, মানবতাবাদী আরো কত কি!!!!!!!!!!
১৩ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
দুরন্ত বেদুঈন বলেছেন: তাদের আসল চরিত্র আজ জাতির কাছে পরিষ্কার হয়ে উঠছে
৩| ১৩ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
প্রামানিক বলেছেন: বিজ্ঞানী গাইয়ের হিসেবানুযায়ী এই একটি প্রাণহীন প্রটিন অনুর সৃষ্টির প্রয়োজনীয় সময় ১ এর পরে ২৪৩টা শূন্য বসালে যে অকল্পনীয় ভাষায় অপ্রকাশযোগ্য সংখ্যা হয় সে পরিমাণ বছর লাগবে কেবলমাত্র একটি প্রাণহীন প্রোটিন অনু সৃষ্টিতে।
তাহলে ভেবে দেখুন পাঠকগণ আকস্মিকভাবে কোন সৃষ্টিকর্তার হস্তক্ষেপ ব্যাতিত মাত্র একটি প্রাণহীন অনু তৈরি হওয়াটাও কতটা অসম্ভবপর।
অনেক চিন্তা ভাবনার পোষ্ট।
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২২
দুরন্ত বেদুঈন বলেছেন: সৃষ্টিকর্তার অপার মহিমা এইখানেই নিহিত
৪| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩১
বিধ্বস্ত পথিক বলেছেন: ডঃ জাকির নায়েকের একটা লেকচার এ ঠিক আপনার এই পোস্ট এর কথাগুলো আছে, পাশাপাশি আরও অনেক তথ্য রয়েছে ঐ লেকচার এ।
আপনাকে ধন্যবাদ, আপনার সুন্দর, সাজানো একটি পোস্ট এর জন্য।
১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:২১
দুরন্ত বেদুঈন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৮
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: হুম অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ, ভবিষ্যতে আরো বিস্তারিত লেখে এদের মুখোশ উন্মোচন করবেন আশা করি বিজ্ঞানের অপব্যাখ্যা কারী মুক্তমনার নাম ভাংগানো ব্যবসায়ীদের৷