![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য প্রকাশে নির্ভীক মানুষ
ওরা মৌলবাদী বা জঙ্গী ছিল না। ওরা রাজাকারও ছিল না। অভিজিতের মৃত্যুতে ওরাই করে টিএসসি'তে মানববন্ধন। মানবতা আর স্বাধীনতার চেতনা ওদের গোডাউনে উচ্চচাপে ঠেঁসে ঠেঁসে ভরা। ওরাই হিজাব আর দাঁড়ি-টুপি দেখে নাক সিঁটকায়।
দেখলেন, কত ভদ্র ছেলে?
সেই ভদ্রছেলেগুলোই কিনা বেচারী মেয়েগুলোকে উলঙ্গ করে ছাড়ল টিএসসি'তে!
রসমালাই খাইসেন? দুধের ভেতর যেভাবে ছানার গোল্লাগুলো ডুবানো থাকে একইভাবে দেশপ্রেমের রসে ডোবানো সোনার ছেলেরা ।
কতটা সত্য জানিনা, শুনলাম উহারাও কিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লাল-সাদা টিপ-শাড়ি পড়া ধার্মিক ললনাদের যৌন হয়রানি করেছেন শারদীয়(বৈশাখীয় হবে) বর্ষবরণ পূজাপাঠ কালে।
এ ব্যাপারে মহান সাইকোলজিস্ট আসিফ মহিউদ্দীন বললেন, "মুসলিমরা বলবে" ছোট পোশাক পড়লে তো উত্যক্ত করাই উচিৎ। আমি ঠিক জানি না, "মুসলিমরা কি বলবে" সেটা আসিফ সাহেব কিভাবে অগ্রিম জানলেন। মানে, মুসলিমদের মনের কথাগুলো কোন গায়েবী পন্থায় উনি জেনে ফেলেন?
এখন ইসলাম এ ব্যাপারে কি বলে তা জানতে চান?
ভাই ইসলাম তো 'বাঙাল' ধর্মীয় পূজা-পার্বনকেই হারাম ঘোষণা করছে।
এরপরেও সূরা নূর অধ্যায়:২৪ আয়াত:৩০-৩১ অনুযায়ী পুরুষের প্রথম দায়িত্ব নিজের দৃষ্টিকে অবনত রাখা। অতঃপর নারীদের দায়িত্ব নিজেকে আবৃত রাখা।
অর্থাৎ, কোন ললনা একটা মুসলিমের সামনে উলঙ্গ হয়ে দৌঁড়াইলেও ঐ মুসলিম তার দৃষ্টিকে অবনত রাখবে।
কিন্তু সোনার ছেলেরা তো দেশপ্রেমিক। ওরা তো আর জঙ্গী মুসলিম না। ওদের সামনে শাড়ি উপতাইয়া দিলে ভরে দিবে বৈকি!
আর বিচার চাইছেন মানববন্ধন করে? ভাই এটা তো আর শরীয়াহ শাসিত আইএস বা তালেবান সম্রাজ্য না যে ধর্ষক বা উত্যক্তকারীদের কল্লা যাবে! এটা তো সোনার বাঙলা। এদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গী নির্মূলে ব্যাস্ত। বিবস্ত্র করার বিচার-টিচার চেয়ে ডু'নট ওয়েস্ট দেয়ার টাইম।
১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৩
দুরন্ত বেদুঈন বলেছেন: হুম সেটাই
২| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১১
ওয়ালী আশরাফ বলেছেন: নারীবাদীরা কোথায় আজ!!!!!
১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১২
দুরন্ত বেদুঈন বলেছেন: এখানে তো তাদের ফায়দা পায়নাই তাই তারা আজ নীরব
৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:২৯
জিনিয়াস পাগল বলেছেন: এরা বিশেষ একটি চেতনাকে বুকে
ধারন করে রাজনীতি করেন,
যে চেতনা বুকে ধারন করলে
অস্রবাজি, খুন, গুম, ধর্ষন সহ
সকল অপকর্ম করলেও তা ম্যাগনিফাইং
গ্লাস দিয়েও খুঁজে পাওয়া যায়না!!!
১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১২
দুরন্ত বেদুঈন বলেছেন: ঠিক বলেছেন
৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ২:০৬
নীল জানালা বলেছেন: সবাই চামে থাকে। এইযে আপনে চামে আইএস আর তালেবান সাম্রাজ্যের গুনগান গায়া ফেল্লেন। আমার পরিচিত একজন, আপনের ঠিক বিপরিত, সে আবার এই ঘটনা নিয়া ধর্মরে দোষ দিয়া ফেবু স্টয়াটাস লেইখা ফালাইসে। সবার আসলে নিজস্ব নন্দঘোষ আছে।
১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৪
দুরন্ত বেদুঈন বলেছেন: গুনগান না বাস্তবতা দেখাইলাম । কেউ কল্লা ফালাইলে কত মানবিকতা দেখা যায় আর আজ কোথায় সবাই । এখন কি মানবিকতার মৃত্যু হইছে ।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: এ বিষয়ে যুক্তি তর্ক গল্প অনেক করা যায় কিন্তু এর সটিক সমাধানে পৌঁছানো দুষ্কর ।
তবে এইভাবে আর লাজ লজ্জাহীন ঘটনার ২য়বার জন্ম দেওয়া যায়না । এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে । অন্যায় কে প্রশ্রয় দেওয়া বা সমর্থন করা আরও বড় অন্যায় ।