![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য প্রকাশে নির্ভীক মানুষ
আশ্চর্য্যজনকভাবে আজকাল খুব জোরেসোরে শোনা যায় ধর্ম যার যার উৎসব সবার। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে আজ আমরা সবাই এই কথা বলছি। আসলেই কি এর কোন ভিত্তি আছে।
ধরা যাক মুসলমানদের কুরবানীর ঈদ। এখন কোন হিন্দু কি এই উৎসবে অংশগ্রহণ করতে পারবে। তাহলে কিভাবে এই উৎসব সবার হল।
ধর্ম যার যার, ধর্মীয় উৎসবও যার যার, সবার নয়। ধর্মীয় ও সম্প্রদায়গত উৎসব বা পূজা-পার্বণের অনুষঙ্গ হিসাবে যে উৎসব তা সকলের হয় কী করে? তাছাড়া যে অসাম্প্রদায়িক উৎসবেও শরীয়তবিরোধী নাচ-গান, নারী-পুরুষ সম্মিলিত হৈ-হুল্লোড়, নানারকম অপসংস্কৃতি, কুসংস্কার, অপচয়, ইসলামী ভাবধারা বিরোধী কর্মকা-, আল্লাহর স্মরণ থেকে উদাসীন হওয়া, পাক-নাপাকির তোয়াক্কা না করে নামাজ ক্বাজা বা পরিত্যাগ করার সংযোগ থাকে সে উৎসবে যোগদানও মুসলমানের জন্য সমীচীন নয়। ধর্মীয় উৎসবে তো প্রশ্নই উঠে না। নবী করিম (সা.) বলেছেন, যারা অপর সম্প্রদায়ের অনুরূপ কর্মসূচি গ্রহণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত।
ঈদের আনন্দে অমুসলিমদেরও শামিল করা যায়। শুভেচ্ছা বিনিময় করা যায়। কিন্তু কেউ ঈমান না আনা পর্যন্ত সে মুসলমানদের কাতারে শামিল হয়ে ইবাদত করতে পারে না। ঠিক তেমনি অমুসলিমদের সামাজিক আনন্দে যুক্ত হওয়া যায়, কিন্তু তাদের দেব-দেবীর প্রতি বিশ্বাস ও ভক্তি স্থাপন বা পূজা-অর্চনা করে মুসলমান থাকা যায় না। মুসলমানদের একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। একমাত্র তার উপরই ভরসা করতে হবে। সাহায্য কেবল তারই নিকট প্রার্থনা করতে হবে। শিক্ষা স্বাস্থ্য সম্পদ সন্তান সুখ শান্তি নিরাপত্তা ইত্যাদি সবই কেবল তিনিই দিয়ে থাকেন। অন্য কেউ নয়। এতে আর কেউ শরিক নেই। কোন সৃষ্টজীবের উপাসনা করা মুসলমানের জন্য এক মুহূর্তের জন্যও জায়েজ নেই। এটা শিরক। মুসলমান থাকতে চাইলে আল্লাহ ছাড়া আর কারো পূজা-অর্চনা করা যাবে না। অমুসলিমদের উপাসনায় দৈহিক, মানসিক, সামাজিক, সাংস্কৃতিক বা আর্থিক কোনভাবেই অংশ নেয়া যাবে না। যদিও মানবিক দিক বিচারে তাদের সাথে উত্তম আচরণ ও সামাজিকতা অবশ্যই বজায় রাখতে হবে।
সকল ধর্মের নাগরিকদের সাথে সদাচরণ মুসলমানের দায়িত্ব। তাদের জীবন, সম্পদ, সম্মান ও সার্বিক স্বস্তি বজায় রাখা মুসলমানদের ঈমানী কর্তব্য। বিশেষ করে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের পূজা-পার্বণ বা ধর্মীয় কর্মকান্ড নির্বিঘ্নে সম্পন্ন করার ব্যবস্থা করা মুসলমানদের দায়িত্ব। কোন ধর্মীয় সম্প্রদায়ের অধিকার রক্ষায় মুসলমানদের জীবন দিয়ে হলেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এটিই শরীয়তের বিধান।
নবী করিম (সা.) বলেছেন, মুসলিম সমাজ ও রাষ্ট্রে যদি কোন অমুসলিম নির্যাতিত হয় তাহলে রোজ হাশরের দিন আমি মুহাম্মদ (সা.) স্বয়ং অমুসলিমদের পক্ষ নিয়ে অত্যাচারী মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে ফরিয়াদী হব। (আল-হাদীস) আল্লাহর নবী (সা.) এর এমন কঠোর নির্দেশ ও সতর্ক বাণীর ফলে কোন ধর্মপ্রাণ মুসলমানই সাম্প্রদায়িক হন না। শতকরা ৯২ ভাগ মুসলমানের এই দেশে পৃথিবীর শ্রেষ্ঠতম অসাম্প্রদায়িক ঐতিহ্য ও প্রবাদপ্রতিম সম্প্রীতি মহানবী (সা.) এর শিক্ষা ও আদর্শেরই প্রতিফলন। যেসব পাপী ও অবাধ্য মানুষ মুসলমান নামধারী হয়েও ক্ষমতা ও রাজনীতির হীণ স্বার্থে অমুসলিমদের উপর নির্যাতন করে দুনিয়াতে তারা মানুষের চোখকে ফাঁকি দিতে পারলেও শেষ বিচারের দিন কঠিন সাজার সম্মুখীন হবে।
মুসলমানরা এক আল্লাহর ইবাদত করেন। তারা আল্লাহর সাথে কাউকে শরিক করেন না। কোন সৃষ্টজীবের পূজা-অর্চনা করা মুসলমানের জন্য শিরক। অন্য কোন ধর্মের অনুসারীদের মত উপাসনা, আরাধনা করা মুসলমানের জন্য অবৈধ, হারাম ও কঠিন গুনাহের কাজ। এতে মুসলমানরা ঈমানহারা হতে বাধ্য। কোন মুসলমানই অন্য কোন ধর্মের দেব-দেবী বা উপাস্য বস্তুর ইবাদত করতে পারেন না। কেননা, ইসলামের মতে আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নাই। মুসলমানের বিশ্বাসও এটিই। তাই অমুসলিমদের পূজা-অর্চনা ও ধর্মীয় কার্যক্রমে কোন মুসলমানের অংশগ্রহণ জায়েজ নেই। দৈহিক, আর্থিক, মানসিক বা অন্য যে কোন অংশগ্রহণই নিষিদ্ধ। অন্য ধর্মের পূজা-অর্চনার অনুরূপ বা অনুষঙ্গ স্বরূপ কোন সাংস্কৃতিক কর্মকা-েও মুসলমানের অংশগ্রহণ তাদের ঈমানের জনক্ষতিকর। পূজা-অর্চনা সংশ্লিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক কর্মকা-ে অংশগ্রহণও তদ্রুপ ঈমানের জন্য ক্ষতিকর। নবী করিম (সা.) বলেছেন, ‘যে মুসলমান অন্য সম্প্রদায়ের ধর্মীয় উৎসব-পার্বণের সমাবেশকে সমৃদ্ধ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। পূজায় অর্থ সাহায্য, চাঁদা প্রদান, দর্শন, উপস্থিতি ইত্যাদি সবই নিষিদ্ধ হওয়ার কথাই এ হাদীসে বলা হয়েছে।
মুসলিম রাষ্ট্র যখন দায়িত্ব দেবে তখন মুসলিম কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষীরা অমুসলিমদের নিরাপত্তা ও পূজা-ব্যবস্থাপনায় অর্পিত দায়িত্ব পালন করবেন। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা তথা শিরকের প্রতি তাদের আদর্শিক বৈপরীত্য বজায় থাকতে হবে। অমুসলিমদের পূজা-পার্বণের দিকে বিশ্বাসগত নমনীয়তা বা আন্তরিকতার কোন অবকাশ নেই। এটা ঈমানের পক্ষে মারাত্মক ক্ষতিকর।
অনেককেই বলতে শোনা যায়, ধর্ম যার যার উৎসব সবার। এ কথাটি কি সর্বাংশে ঠিক? এ প্রশ্নের জবাবে দীনি পরামর্শ কেন্দ্র ফতওয়া বোর্ড জানায়, ধর্ম যার যার, ধর্মীয় উৎসবও যার যার, সবার নয়। ধর্মীয় ও সম্প্রদায়গত উৎসব বা পূজা-পার্বণের অনুষঙ্গ হিসাবে যে উৎসব তা সকলের হয় কী করে? তাছাড়া যে অসাম্প্রদায়িক উৎসবেও শরীয়তবিরোধী নাচ-গান, নারী-পুরুষ সম্মিলিত হৈ-হুল্লোড়, নানারকম অপসংস্কৃতি, কুসংস্কার, অপচয়, ইসলামী ভাবধারা বিরোধী কর্মকা-, আল্লাহর স্মরণ থেকে উদাসীন হওয়া, পাক-নাপাকির তোয়াক্কা না করে নামাজ ক্বাজা বা পরিত্যাগ করার সংযোগ থাকে সে উৎসবে যোগদানও মুসলমানের জন্য সমীচীন নয়। ধর্মীয় উৎসবে তো প্রশ্নই উঠে না। নবী করিম (সা.) বলেছেন, যারা অপর সম্প্রদায়ের অনুরূপ কর্মসূচি গ্রহণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত।
ঈদের আনন্দে অমুসলিমদেরও শামিল করা যায়। শুভেচ্ছা বিনিময় করা যায়। কিন্তু কেউ ঈমান না আনা পর্যন্ত সে মুসলমানদের কাতারে শামিল হয়ে ইবাদত করতে পারে না। ঠিক তেমনি অমুসলিমদের সামাজিক আনন্দে য্ক্তু হওয়া যায়, কিন্তু তাদের দেব-দেবীর প্রতি বিশ্বাস ও ভক্তি স্থাপন বা পূজা-অর্চনা করে মুসলমান থাকা যায় না। মুসলমানদের একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। একমাত্র তার উপরই ভরসা করতে হবে। সাহায্য কেবল তারই নিকট প্রার্থনা করতে হবে। শিক্ষা স্বাস্থ্য সম্পদ সন্তান সুখ শান্তি নিরাপত্তা ইত্যাদি সবই কেবল তিনিই দিয়ে থাকেন। অন্য কেউ নয়। এতে আর কেউ শরিক নেই। কোন সৃষ্টজীবের উপাসনা করা মুসলমানের জন্য এক মুহূর্তের জন্যও জায়েজ নেই। এটা শিরক। মুসলমান থাকতে চাইলে আল্লাহ ছাড়া আর কারো পূজা-অর্চনা করা যাবে না। অমুসলিমদের উপাসনায় দৈহিক, মানসিক, সামাজিক, সাংস্কৃতিক বা আর্থিক কোনভাবেই অংশ নেয়া যাবে না। যদিও মানবিক দিক বিচারে তাদের সাথে উত্তম আচরণ ও সামাজিকতা অবশ্যই বজায় রাখতে হবে।
আল্লাহ সকল মুসলমানকে প্রকৃত ঈমানী বোধ ও চেতনা দান করুন।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৭
দুরন্ত বেদুঈন বলেছেন: আর আপনাদের জঙ্গলে
২| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৪
মঞ্জু রানী সরকার বলেছেন: যত মত তত পথ
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৮
দুরন্ত বেদুঈন বলেছেন: বাগানে অনেক ফুল থাকবে,সবাই মিলেই একট বাগান। হিন্দু মুসলিম মিলেই বাংলাদেশ
৩| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নবী করিম (সা.) বলেছেন, যারা অপর সম্প্রদায়ের অনুরূপ কর্মসূচি গ্রহণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮
দুরন্ত বেদুঈন বলেছেন: যথার্থই
৪| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৪
রোষানল বলেছেন: নবীজি পবিত্র ক্বাবা শরীফ থেকে ৩৬০ টি মূর্তি অপসারণ করেছিলেন । সাম্প্রদায়িকতার আর অসাম্প্রদায়িক এর অজুহাতে তিনি পারলে মূর্তি রেখেই ক্বাবায় ইবাদত করতে পারতেন । তিনি তা করেননি ।এই কর্মকাণ্ডের মাধ্যমে তিনি উদাহরন রেখে গেছেন যে,মূর্তি পুজা কোন মুসলিমের উৎসবের অংশ হতে পারেনা । একিই রকম ঘটনা ঘটেছিল মুসা (আ ) সময় ।নবী মুসা যখন চল্লিশ রাত্রি উজ্জাপনের জন্য তুর পর্বতের নিকটে গেলেন তখন তারই দলের সামেরি নামের এক বাক্তি অলংকার দিয়ে গড়া একটি বাছুর নির্মাণ করে পুজা শুরু করেছিল ।মুসা যখন এই বিষয় জানতে পারে তখন রাগে আক্রোশে তার ছোট ভাই হারুন (আ) কে মাথার চুল আর দাড়ি টেনে অপমান করেছিল । সেই সাথে সেই মূর্তি ভেঙ্গে চুরমার করেছিল ।পবিত্র কোরআনে বলা আছে মদ,জুয়া ,মূর্তিপূজা অপবিত্র শয়তানের কাজ ।আর যেসব শয়তানের কাজক্রম সে গুলো মুসলমানের উৎসব হতেই পারেনা। আর এই সামান্য বিষয়টা বুঝার জন্য ডিগ্রী ধারী হবার প্রয়োজন নেই ।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৪
দুরন্ত বেদুঈন বলেছেন: এই গুরুত্বপূর্ণ জিনিসটি জানানোর জন্য ধন্যবাদ
৫| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৩
চলন বিল বলেছেন: বামদের প্রতিবাদ আসতে পারে, কিন্তু এটাই সত্য যে ইসলাম ও মূর্তিপুজা একত্রে চলতে পারে না, তা তাদের কাছে যত অপছন্দনীয়ই হোক না কেন।
একজন মুসলিম কোনভাবেই আল্লাহর সাথে অংশীদারদের উৎসবে যোগ দিতে পারে না
আমাকে হাজার বার ছাগু ডাকা হোক, পরোয়া করি। দিন শেষে আমি মুসলিম এবং কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে বলে বিশ্বাস রাখি।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০
দুরন্ত বেদুঈন বলেছেন: হাশরের ময়দানেই হবে এরা বুঝতে পারবে
৬| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৪
অথঃপর আমি বলেছেন: ধর্ম যার যার, উৎসব সবার- এটা কোন মুসলমানের কথা নয়- মোছ ওয়ালা ম্যানের কথা। এরা পারলে নিজেদের কর্তিত পুরুষাঙ্গে কসমেটিক সার্জারির মাধ্যমে পূর্বাবস্থায় ফিরিয়ে এনে অসাম্প্রদায়িকতার চূড়ান্ত নমুনা দেখাতে চায়।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২
দুরন্ত বেদুঈন বলেছেন: অসাম্প্রদায়িকতার আড়ালে থাকে নাস্তিকতা
৭| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৬
আমি আবুলের বাপ বলেছেন: ধর্ম যার যার উৎসব সবার হলে, আমিও দাবী করতে পার্ ঈদ যার যার,কুরবানীর গরুর গোশত সবার।
এই সব আধুনিক মানুষের কাছে , ঈদ উদযাপন করা প্রতিক্রিয়াশীলতা আর পুজা উদযাপন করা প্রগতিশীলতা।(ধার করা মন্তব্য)
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২
দুরন্ত বেদুঈন বলেছেন: ঠিক বলেছেন
৮| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৮
মাঘের নীল আকাশ বলেছেন: উৎসবে অংশ নেয়া আর প্রার্থনা করা এক জিনিষ নয়!
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪১
দুরন্ত বেদুঈন বলেছেন: সীমার মাঝে থাকা উচিৎ তাতে। শিরক করা কবিরা গুনাহ
৯| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখানে অনেকেই বলছেন যে, পূজা মন্ডপে গেলে আর প্রসাদ খেলেই তো আর সনাতন ধর্ম পালন হয় না। কৌতুহল বশত আমিও অনেক আগে দেখেছি মন্ডপ, পূজা। কিন্তু আপনি যখন 'উৎসব সবার' নাম করে রেডি হয়ে সেখানে যাবেন। আপনাকে নিয়ে তাদের ধর্মীয় রীতি নীতি অনুযায়ী কপালে কিছু লাগিয়ে দিবে, মুখে রং লাগাবে, তাদের দেবীর পায়ের নীচ থেকে খাবার দিবে তখন তো পরোক্ষ ভাবে অংশ নেয়াই হয়ে যায়।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২
দুরন্ত বেদুঈন বলেছেন: আস্তে আস্তে আসলে তাই হয়
১০| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৪
সকাল>সন্ধা বলেছেন: ধর্ম যার যার গরুর গোস্ত সবার!!!!!!!
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২
দুরন্ত বেদুঈন বলেছেন: ঠিক এই কথাটিই উপরে কিছু লোকজন বুঝলনা
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৬
কলাবাগান১ বলেছেন: আপনাদের মত ধর্মান্ধদের উচিত গুহায় বসবাস করা.......