নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূর্ভাষী: [email protected]

দূর্ভাষী

আমি ভবঘুরে হবো, এটাই আমার এ্যাম্বিশন .............

দূর্ভাষী › বিস্তারিত পোস্টঃ

চল চল চল শাহবাগ চল

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

আগামীকাল শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন আর এই দিনেই কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাসির দাবীতে মহসমাবেশ। কর্মব্যস্ততার কারনে যারা এ ক'দিন অনলাইনে থেকে নৈতিক সমর্থন দিয়ে আসছেন তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আগামীকাল সকালের মহসমাবেশে স্বশরীরে অংশগ্রহণ করে আন্দোলনে শরীক হতে।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

মিলটন বলেছেন: আগামী শুক্রবার আমাদের অনেক পুরানো বন্ধু সমিতির একটা পিকনিক আছে। আমি হয়ত শনিবার যাবো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

দূর্ভাষী বলেছেন: দেখা হবে ইনশাল্লা

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

শরতের আকাশ বলেছেন: আমি আসছি শুক্রবার ।
দেখা হবে বন্ধু তোমাদের সাথে
কাদের মোল্লার ফাসির দাবিতে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

দূর্ভাষী বলেছেন: স্বাগতম

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

ফলাফল বলেছেন: ছাত্রলীগ ও সিপিবির তোড়জোড়ে উধাও হয়ে যায় আন্দোলন সূচনাকারী ব্লগাররা। গতকাল দুপুরের পর আর তাদের খুঁজে পাওয়া যায় নি।
কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে আওয়ামী বাম অবস্থান : সাজেদাকে বোতল নিক্ষেপ : তত্পর সশস্ত্র ছাত্রলীগ |-) |-) |-)
ব্যাপার কি ফসল কি আওয়ামীলীগের ঘরে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

দূর্ভাষী বলেছেন: শরীরে একবিন্দু রক্ত থাকতে এই আন্দোলনকে কোন রাজনৈতিক হীনস্বার্থে ব্যবহার করতে দেয়া হব না।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

এসএমফারুক৮৮ বলেছেন: ফাঁসি ফাঁসি চাই, সকল রাজাকাদের ফাঁসি চাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

দূর্ভাষী বলেছেন: সকল রাজাকাদের ফাঁসি চাই

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

আমিনুর রহমান বলেছেন: আগামীকাল সকলের মহসমাবেশে স্বশরীরে অংশগ্রহণ করে আন্দোলনকে শক্তিশালী করার আহবান করছি।

দাবী একটি রাজাকারের ফাঁসি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

দূর্ভাষী বলেছেন: যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, রাজাকার মুক্ত দেশ চাই

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

মহা ব্লগার বলেছেন: আসুন সকল অপরাজনীতি বর্জিত তরুণদের একটি রাজনীতি গড়ে তুলি। শাহবাগ কে করে তুলি সত্তিকারের তাহেরীর স্কয়ার

জীবনে এত খুশীর একটি দিন আসবে কখনও কল্পনা ও করিনি। আজ আমরা প্রমান করতে পেরেছি আমরা শুধু লাইক কমেন্ট করার নয় প্রয়োজনে মাঠেও নামতে পারি। মুখে নয় দেশের জন্য প্রয়োজনে আমরা ও আর একটি মুক্তি যুদ্ধ করতে পারি। আমাদের মাঝেই আছে লুকিয়ে মাহাথির, গান্ধী, লিংকন। আমরা তরুণ, আমরা সবই পারি। আমাদের দের দিকেই আজ তাকিয়ে আজ সারা দেশবাসী একটু সুবিচার পাওয়ার আশাই। জমাত, লীগ, বি এন পি সবাই আমাদের কে নিয়েই খেলা করে। আমরাই তাদের প্রধান আস্ত্র। ৪২ বছর কেটে গেল কেও কথা রাখিনি। আমরাই পারি দেশকে সত্যিকারের স্বাধীন করতে। জমাত, লীগ, বি এন পি নয় বরং সকল অপরাজনীতি বর্জিত তরুণদের একটি রাজনীতি গড়ে তুলি। শাহবাগ কে করে তুলি সত্তিকারের তাহেরীর স্কয়ার। শাহবাগ থেকেই আমরা আজ সত্যিকারের স্বাধীনতার ডাক দেব। আমরা আর কোনও দলের হাতিয়ার হতে চাই না। আমরা আজ সত্যিকারের একাত্তর এর হাতিয়ার। যাদের গর্জন শুনে সকল দুরনিতিবাজ দের ঘুম হারাম হয়ে যাবে। এই দেশ আমার দেশ। ৩০ লক্ষ শহীদ কারো বাপ, কারো বর এর জন্য হইনি। হয়েছিল দেশটাকে সোনার বাংলা করার জন্য। সেদিনও আমরা তরুণরাই স্বাধীন করেছি এই দেশ। আমরাই পারি কোনও অপশক্তির কাছে মাথা নত না করে দেশটাকে সত্যিকারের স্বাধীন করতে। জানি আমরা এক হলে সমস্ত অপরাজনীতি এক হয়ে যাবে। এত ভেদাভেদ ভুলে তারা অস্তিত্ব রক্ষাই এক হয়ে আমাদের বিরুদ্ধে তাদের হায়েনা বাহিনী লেলিয়ে দিবে। আমরা ভঁয় পাই না। সারা দেশ আজ মুক্তি চাই, সত্যিকারের মুক্তি। সকল সন্ত্রাস, রাজাকার, ধর্ষণ, হত্যা, গুম, লীগ, বি এন পি, জামত থেকে তারা মুক্তি চায়। আমরাই পারি এনে দিতে পারি তাদের সেই মুক্তি। আসুন শাহবাগ থেকেই গড়ে তুলি এমন একটি মুক্তি বাহিনী যারা কারো বাপ, কারো বর এর জন্য নয় বরং দেশের মানুষের জন্য , দেশের উন্নয়ন এর জন্য কাজ করবে।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

মঙ্গল গ্রহের যাত্রী বলেছেন: শাহবাগের ছবির হাটে প্রতিদিন সন্ধ্যায়
যে গঞ্জিকা সেবিদের হাট বসত সে হাট আজ
বসেছিল চার রাস্তার মোড়ে। ওহারা গাঁজা টানিতে টানিতে মনের
সুখে আবল-তাবল বকিতেছিল। কিন্তু মাঝখান
দিয়ে এসে ভেজালটা লাগাইল বোতল
সেবি ছত্রলীগ।
তাহারা আসিয়া সামনে যাহা পাইল তাহাই
চাটিয়া চুটিয়া খাইয়া উজাড় করিয়া দিল! ইহাতেই শুরু হইল টানাপোড়েন। বাম-
ভাদারা একপাশে গিয়ে গান শুরু করল। আর
ছাত্রলীগের ছাগুগুলো শুরু করল মুজিরের
(যিনি মুক্তিযুদ্ধের সময় জামাই
আদরে পাকিস্তানে ছিলেন) নামে স্লোগান। চলতে থাকল পাল্টাপাল্টি বক্তব্য। লাঞ্ছিত
হলেন সাজেদা ও বাআলের কিছু নেতা। এক সময়
বামদের মাইক কেড়ে নেয়া হলো। ছাত্রলীগ
জোড়ে সোরে শোডাউন দেয়া শুরু করল। সন্ধ্যা পর্যন্ত মোটামুটি চলল এমনভাবে। কিন্তু রাত-অবধি আবার বামদের দু'গ্রুপের
মধ্যে শুরু
হলো কে উপস্থাপনা করবে তা নিয়ে দ্বন্ধ।
সামু ব্লগের জানা মাউথফিশ ধরিলে তাহার
হাত থেকে তা কেড়ে নেয়া হলো। মাউথফিস
নিল ছাত্র ইউনিয়নের এক ভাদা জুনায়েদ। তারপর ভাগ হয়ে গেল এই ছাগুর দল।
তাহারা এখন শাহবাগের কোনায়
বসে লেদাচ্ছে আর গঞ্জিকা টানছে। আসুন
আমরা যারা ভাল মানুষ তাদের থেরাপি দেই।
ওদের থেরাপি নিশ্চিত করে প্রিয়
দেশটাকে নিরাপদ করি..

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

দূর্ভাষী বলেছেন: এতক্ষনে ল্যাঞ্জার গন্ধ পাইলাম

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

ভুভুজিলা বলেছেন: সামুর মডু শরৎ আগেই জানতাম সে মুলা লিগের এজেন্ট।

শাহবাগের আন্দোলন হতে হবে শুধুই ব্লগারসদের।সেখানে মুলা লিগের নেতারা এসে আগামি ইলেকশনের কেম্পেইন করবে তা হভে না।
গতবার তারা সেক্টর কমান্ডার ফোরাম করে ইলেকশন জিতেছে। এবার ব্লগারদের ঘড়ে চরেছে।এই শরৎ মিয়াও ডেসটিনির মতো কিছু ভাগাতে তৎপর,সাধু সাবধান।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

দূর্ভাষী বলেছেন: আপনি কোন লীগের সেটা বলে গেলে ভালো হয়।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

জলপতনের নিরবতা বলেছেন: সারাদেশ থেকে জনস্রোত মিলিত হোক শাহবাগে
Click This Link

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

দূর্ভাষী বলেছেন: যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, রাজাকার মুক্ত দেশ চাই

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

অন্তরন্তর বলেছেন:
বিদেশে থাকায় আপনাদের মহতী কাজে শামিল
থাকতে পারছি না কিন্তু মনটা আপনাদের ওখানে
আছে। সকল আন্দোলনকারী এবং এই আন্দোলনের সমর্থনকারীদের
আমার সংগ্রামী সালাম।
কোন কথা নাই, রাজাকারের ফাঁসি চাই।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

হাবিব০৪২০০২ বলেছেন: আগামীকালের মহাসমাবেশএ রাজনৈতিক ব্যানার-বক্তব্য নিষিদ্ধ ।

সাবাস আন্দোলনরত ভাই বোনেরা! এগিয়ে যাও, জনতার জয় হবেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.