![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাখো মানুষের কণ্ঠে 'যুদ্ধাপরাধীদের' ফাঁসির দাবি উচ্চারণ কানে গেছে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের। শাহবাগ প্রজন্ম চত্বরসংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন তিনি। গতকাল শুক্রবার দুপুরের পর লাখো কণ্ঠের স্লোগান শুনে পরিচর্যাকারী ওয়ার্ড বয়ের কাছে তিনি জানতে চান, 'কী হচ্ছে ওখানে?' ওয়ার্ড বয় বলেন, 'যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে জনতার গর্জন উঠেছে। এ গর্জন লাখো মানুষের।' শুনেই চুপসে যান গোলাম আযম। কিছুক্ষণ পর জানতে চান, 'কারা করছে?' ওয়ার্ড বয় বলেন, 'স্যার, তরুণ প্রজন্ম।' শুনে দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়েন অভিযুক্ত এ শীর্ষস্থানীয় মানবতাবিরোধী অপরাধী।
প্রিজন সেলে গোলাম আযমের পরিচর্যাকারী ওই ওয়ার্ড বয় নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়ে গতকাল কালের কণ্ঠকে বলেন, 'কিছুক্ষণ পরই স্যারের (গোলাম আযম) রক্তচাপ বেড়ে যায়।' তিনি জানান, পরে সংশ্লিষ্ট চিকিৎসক গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর ঘুমিয়ে যান গোলাম আযম।
ওয়ার্ড বয় আরো বলেন, 'প্রতিবারই ট্রাইব্যুনালে নেওয়ার তারিখে গোলাম আযম স্যার একটু অসুস্থ হয়ে যান। প্রেশার ওঠানামা করে। তবে ট্রাইব্যুনাল থেকে ফিরে আবার সুস্থ বোধ করেন।'
এ প্রসঙ্গে জানতে চাইলে গোলাম আযমের চিকিৎসক বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডা. এম আবদুল্লাহ খানিকটা হেসে বলেন, 'হাসপাতালের তৃতীয় তলায় প্রিজন সেলের প্রথম কক্ষটিতে চিকিৎসাধীন রয়েছেন গোলাম আযম। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে লাখো মানুষের গর্জন তাঁর কানেও পৌঁছে। তবে তাঁর অনুভূতি কী, তা নিয়ে আমার সঙ্গে কথা হয়নি। শুক্রবার হাসপাতাল বন্ধ ছিল, আমি যাইনি। গোলাম আযম গতকাল খানিকটা অসুস্থ হয়ে পড়েন, পরে ঠিক হয়ে যান শুনেছি। এখন তিনি সুস্থ আছেন। মাঝেমধ্যে রক্তচাপ ওঠানামা করে।'
ডা. আবদুল্লাহ আরো বলেন, 'কাল (আজ শনিবার) চেকআপে গেলে এ ব্যাপারে বিস্তারিত বলতে পারব।'
প্রিজন সেলে গোলাম আযমের খাদ্য তালিকা : সূত্র জানায়, প্রিজন সেলে গোলাম আযমকে দেওয়া খাবারের মধ্যে রয়েছে সকাল ৭টায় বিস্কুট, আচার, কলা, ডিম, মধু, চা, দুধ; সকাল ১০টায় দেওয়া হয় স্যুপ, নরম খিচুড়ি ও সবজি। দুপুরে বাসমতি চালের ভাত, ডাল, মাংস ও সবজি দেওয়া হয়। রাতের খাবারে রয়েছে ভাত, মাছ, ডাল ও সবজি।
সূত্র:
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
দূর্ভাষী বলেছেন: পোস্টটি প্রথম পাতা থেকে হাওয়া
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
চৌকশ বলেছেন: গোলাম আজমকে এতো জামাই আদর করে চিকিৎসা দেবার উদ্দেশ্য কি ?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
দূর্ভাষী বলেছেন: আন্দোলনকারীরা না খেয়ে আন্দোলন করে আর এরা আছে জামাই আদরে।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
মুহাম্মদ ফয়সল বলেছেন: যেই দেশের বিরুদ্ধে থেকে সারাজীবন কাটিয়ে দিলো, সেই দেশের খাবার কিভাবে খায় এই বেহায়াটা! অবশ্য বোকার মত হয়ে গেল কথাটা। এরা বিশ্ববেহায়ার চেয়েও বেহায়া না হলে কি এখনো ভি চিহ্ন দেখায়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
দূর্ভাষী বলেছেন: ইচ্ছা হয় ধরে এনে শাহবাগেই ঝুলিয়ে দেই।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
মুহাম্মদ ফয়সল বলেছেন: author wrote: ইচ্ছা হয় ধরে এনে শাহবাগেই ঝুলিয়ে দেই।
- এইটা যদি করা যেতো তাহলেও কিছুটা শান্তি পেতাম!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
দূর্ভাষী বলেছেন: মনের কথা রে ভাই
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
পুংটা বলেছেন: চুে চুে চুে দেব... রাজাকার চুে দেব
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
দূর্ভাষী বলেছেন:
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
হেডস্যার বলেছেন:
শালার পুতের খানা খাদ্যের মেনু তো ভালোই.....
এইসব খাইলে এই বয়সে অসুখ বিসুখ বাড়বে তাই দুই বেলা শুকনা রুটি আর পানি দেয়া হোক।
ডিম আর কলা দেয়া যেতে পারে তবে মুখে নয়, পেছন দিয়ে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
দূর্ভাষী বলেছেন: এত কিছু বুঝি না, লটকাইয়া মারতে চাই
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
প্রত্যাবর্তন@ বলেছেন:
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
দূর্ভাষী বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
ইন্তাজ ভাই বলেছেন: