নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূর্ভাষী: [email protected]

দূর্ভাষী

আমি ভবঘুরে হবো, এটাই আমার এ্যাম্বিশন .............

দূর্ভাষী › বিস্তারিত পোস্টঃ

মা তোমাকে সালাম

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

(সাত সকালে গ্রাম থেকে মা ফোন করেছেন ঢাকা শহরে থাকা ছেলেকে)



- কি করছিস



- মা, ঘুমাচ্ছি।



- শাহবাগে গিয়েছিলি



- না; সময় করতে পারিনি।



- শুক্রবার, শনিবার ছুটির দিন ছিল; কি করেছিস।



- না, মানে একটু কাজ ছিল



- ছুটির দিনে, অফিস নেই, কি কাজে ছিলি যে একবারের জন্য যেতে পারলি না।



- কি হবে এসব করে!



- কি হবে মানে! তুই কি চাস না, তোর মাকে যে অসম্মান করে তার বিচার হোক, তার ফাঁসি হোক



- চাই



- যদি তাই চাস তাহলে ৭১ এ যারা তোর দুই লক্ষ মা বোন কে অসম্মান করল, তাদের বিচার কেন চাস না, কেন তাদের ফাঁসি দাবী জানাস না!



- মা, আমি এভাবে ভাবিনি।



- আজ সারা দেশের ছেলে মেয়েরা ভাবছে আর তুই কি না ঘুমাচ্ছিস।



- ঠিক আছে মা, আজ অফিসের পরে যাব।



- না, অফিসের পরে নয়, এখনি, এই মুহুর্তে তুই যাবি, আজ তোর অফিস যেতে হবে না। আর এজন্য যদি তোর চাকুরী চলে যায় তবে তাই হোক।



- ঠিক আছ মা, আমি এখনি যাচ্ছি।



- ঠিক আছে, শাহবাগ যেয়ে আমাকে ফোন দিবি।





(ঘটনাটি আমার পাশের রুমের বেসরকারী চাকুরীজীবি সন্তানকে মায়ের নির্দেশ)

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

s r jony বলেছেন: একটাই দাবী,
রাজাকারের ফাঁসী

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

দূর্ভাষী বলেছেন: শহীদদের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: মা'কে জানিয়ে দিও তার কোটি কোটি সন্তান আজ জেগেছে। এবার রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠলো নিউ ইয়র্ক (ফটো ব্লগ), ধন্যবাদ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

দূর্ভাষী বলেছেন: এমন মায়ের লাখ সন্তান আজ শাহবাগে, সারা দেশে

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মা তোমাকে সালাম

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

দূর্ভাষী বলেছেন: মা তোমাকে সালাম

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

কলাবাগান১ বলেছেন: মা তোমাকে সালাম.........

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

দূর্ভাষী বলেছেন: মা তোমাকে সালাম

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

চোখের দেখা বলেছেন: মা তোমাকে সালাম তোমার সন্তানকে আর আবার জেগে উেঠছে ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

দূর্ভাষী বলেছেন: বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

কাফের বলেছেন: তোমাকে সালাম

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

দূর্ভাষী বলেছেন: মা তোমাকে সালাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.