নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূর্ভাষী: [email protected]

দূর্ভাষী

আমি ভবঘুরে হবো, এটাই আমার এ্যাম্বিশন .............

দূর্ভাষী › বিস্তারিত পোস্টঃ

ট্রাইব্যুনাল আইনের সংশোধনী মন্ত্রিসভায় উঠছে কাল - কপি পেস্ট

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হচ্ছে। আগামীকাল মন্ত্রিসভায় সংশোধিত আইনের প্রস্তাব উত্থাপন করা হবে। সংশোধিত আইনে বাদী, বিবাদী ও সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন।

আইনমন্ত্রী শফিক আহমেদ আজ রোববার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন।

মন্ত্রী আরও জানান, সংশোধনীটি মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পেলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষে প্রস্তাবটি সংসদে উপস্থাপন করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘এই সংশোধনীর মাধ্যমে সরকারের পাশাপাশি যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তি রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।’

মন্ত্রী জানান, নতুন সংশোধনী অনুযায়ী আগের মতোই ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষ ও সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন। আপিল করার পর পরবর্তী ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। তবে কোনো গ্রহণযোগ্য কারণে যদি ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি না করা যায়, তা হলে এ ক্ষেত্রে আরও ৩০ দিন সময় পাবেন আপিল বিভাগ। অর্থাত্ সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে।

আইনমন্ত্রী বলেন, জনগণের মতামত বা প্রত্যাশা অনুযায়ী আইন প্রণয়ন ও আইন সংশোধন করা হয়। এ আইনটিও জনগণের অভিপ্রায় অনুযায়ী সংশোধন করা হচ্ছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে বিশিষ্ট আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারপতিসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শাহ আলম, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সমন্বয়ক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



সূত্র:

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.