![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব যুদ্ধাপরাধীর ফাঁসিসহ ছয় দফা দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শুরু হয়েছে জাগরণ মহাসমাবেশ। মহাসমাবেশে নেমেছে মানুষের ঢল। স্লোগানে স্লোগানে মিরপুর এখন মুখরিত।
আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে জাতীয় সংগীতের মধ্য দিয়ে মিরপুরে মহাসমাবেশ শুরু হয়। এরপর শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। সেখানে উপস্থিত রয়েছেন শাহবাগের গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দ।
এর আগে দুপুর গড়িয়ে বিকেলে হতেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলে মানুষ আসতে শুরু করে মহাসমাবেশস্থলে। মহাসমাবেশে এসেছেন নানা শ্রেণী-পেশার মানুষ। এসেছে মিরপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে প্রতিবাদীরা জানিয়ে দিচ্ছেন তাঁদের সব দাবি।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেলে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। এরপর সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আর বাংলাদেশের কণ্ঠস্বরে পরিণত হয় শাহবাগ।
আজ সোমবার সেই আন্দোলনের ২১তম দিন। শাহবাগের বাইরে আজ গণজাগরণ মঞ্চের দ্বিতীয় মহাসমাবেশ। এর আগে গত শনিবার রায়েরবাজার বধ্যভূমিতে গণজাগরণ মঞ্চের প্রথম মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই মহাসমাবেশেও মানুষের ঢল নামে। মহাসমাবেশে সবাই হাত তুলে মানবতাবিরোধী অপরাধীদের প্রতিহত করার শপথ নেন। এর আগে জাতীয় পতাকা হাতে দলে দলে মানুষ জড়ো হন রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে।
এদিকে, আন্দোলনকারীদের ছয় দফা দাবির সমর্থনে আজও সকাল ১০টা থেকে শাহবাগে গণস্বাক্ষর সংগ্রহ চলছে।
সূত্র :প্রথম আলো
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
নন্দনপুরী বলেছেন: সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি হবেই হবে........হনসাআল্লাহ
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
শায়মা বলেছেন: আজি পরীক্ষা জাতির স্ক্রন্ধে, তাই তরুণেরা হুঁশিয়ার,
ছাড়িবেনা কোনো মতেই এবারে পাইবেনা ওরা পার।।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
দূর্ভাষী বলেছেন: সব সাথীরে খবর দে, রাজাকারদের কবর দে।
একটাই দাবী, ফাঁসি----ফাঁসি।।।।।।।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: সকল মানবতা বিরুধি অপতৎপরতার আওয়াজ হোক
এ গণজাগরণ
বন্ধ হোক হিংস্রতা /
আবার মুক্ত চাই বাংলা / বাঙালীর স্বাধীনতা