![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম
টেকনোলজি আমরা এখন সবাই সাথে পরিচিত, টেকনোলজির যেমন ভাল দিক আছে ঠিক তেমনি কিছু খারাপ দিকও রয়েছে। দিন দিন এর ব্যাবহারকারীর সংখ্যাও বেড়েই চলছে। আর এখন আমরা প্রায় অনেকটাই কোনো না কনোভাবে টেকনোলজির উপর নির্ভরশীল। দিন যতই যাবে টেকনোলজির ততই উন্নতি হবে, আর এর সুফল ভোগ করবো আমরা। আমাদের জীবনও আগের থেকে অনেক সহজ হয়ে যাচ্ছে। তবে টেকনোলজির অনেক অজানা বিষয় রয়েছে যা আমাদের অনেকেরই হয়ত অজানা।
তারই কিছু তথ্যের ধারাবাহিকতায় আজ ২য় পর্ব শেয়ার করা হল:
সবার প্রথম এ্যাপলের লোগোর যে ফিচার করা হয়েছিল তা ছিল নিউটন স্যার আপেল গাছের নিচে বসে আছেন এবং তার মাথায় আপেল পরছে।
সাগা ড্রিমকাস্ট ছিল ১২৮ বিট এর প্রথম কনসোল।
উবুন্টু হল লিনাক্সের একটি জনপ্রিয় ড্রিস্টিবিউশন, উবুন্টু নামটা এসেছে আফ্রিকা থেকে Ubuntu ইংরেজি অর্থ হল “I am because of you”
একজন এভারেজ কম্পিউটার ইউজার প্রতি মিনিটে সাতবার চোখের পলক ফেলে, যদিও এর নরমাল রেট হল প্রতি মিনিটে বিশবার।
বিল গেটসের বাড়ির ডিজাইন করা হয়েছিল এ্যাপলের মেকন্টিস কম্পিউটার দিয়ে।
আপনি যদি পৃথিবীর প্রথম ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান, তবে আপনাকে ৮ঘন্টা স্থিরভাবে বসে থাকতে হবে।
১ এপ্রিল ২০০৫ নাসা সবাইকে বোকা বানিয়েছিল এটা বলে যে, তারা মঙ্গল গ্রহে পানি পেয়েছে।
Robot শব্দটি এসেছে চেক শব্দ "robota" হতে। যা ট্রান্সলেট করলে হয় শ্রমিক।
টেলিভিশনের ৫০মিলিয়ন গ্রাহক হতে সময় লেগেছিল ১৩ বছর।
এ্যাপল ২ যখন লঞ্ছ হয়েছিল তখন এর হার্ডড্রাইভ ছিল মাত্র ৫ মেগাবাইট।
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/easin.es
যারা প্রথম পর্ব মিস করেছেন তাদের জন্য
http://www.somewhereinblog.net/blog/EASIN_ES/30139803
©somewhere in net ltd.