![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম,
ভিডিও গেমস পছন্দ করে না এমন মানুষ এখন খুবই কম আছে।আর এখন গেমসের চাহিদা আগের তুলনায় অনেক বেশি,এবং প্রতিনিয়তই নতুন নতুন গেমাররা যুক্ত হচ্ছে।
অনেকেই রয়েছে যাদের দিন শুরু হয় গেমস খেলা দিয়ে আর দিন শেষও হয় গেমস খেলা দিয়ে।
গেমস নিয়ে এমন অনেক তথ্যই রয়েছে যা আমাদের অনেকেরই হয়ত অজানা।
১ম পর্বঃ
• প্রায় ২৯% গেমার ১৮ বছরের নিচে, ৩২% গেমার হল ১৮-৩৫ বছরের মধ্যে এবং প্রায় ৩৯% গেমার হল ৩৬+ বছরের।
• আপনি যদি Fallout 4 খেলে থাকেন, তাহলে আপনি Diamond City সম্পর্কে অবগত রয়েছেন, আসলে সেই শহরটা একটা স্টেডিয়ামে নির্মিত ছিল।
• Pac-Man গেম এর ২৫৬তম লেভেল খেলার অযোগ্য ছিল যার কারন ছিল সফটওয়্যার বাগ।
• Dragon’s Lair এর উদ্ভাবকরা প্লে বয় ম্যাগাজিন ব্যাবহার করেছিল princess এর জন্য।
• ১৯৯৫ সালে, সবচেয়ে বেশি ব্যাবহার করা ইন্সটল সফটওয়্যাররের তালিকায় উইন্ডোস ৯৫ ছিল ২য় , এবং প্রথম ছিল ভিডিওগেম DOOM
• এনভিডিয়ার GTX এর ফুল ফর্ম হল Giga Texels Extreme।
• Nolan Ramsey North উনার ভয়েস জনপ্রিয় অনেক গেমসের ক্যারেক্টারে ছিল,
Desmond Miles in the Assassin’s Creed franchise
Penguin in the Batman: Arkham games
David in The Last Of Us and Cap
Martin Walker from Spec Ops: The Line
• প্রায় ৬৮% স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যাবহারকারীরা গেমস খেলে থাকে (বয়স ১৩+)
• God Of War সিরিজের Kratos
জনপ্রিয় একটি ইউটিউবের বারটেন্ডার চ্যানেল ককটেল বানায় যা তাকে নিবেদিত করে,সেই ড্রিংকে তার সিগনেচার হুবুহু অঙ্কিত থাকে যা Kratos এর বডিতে দেখা যায়।
• প্রায় ৯২% মোবাইল গেমসের আয় আসে in-app purchases থেকে।
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/easines
০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২১
ইয়াসিন_ই বলেছেন: স্বাগতম
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২০
সুমন কর বলেছেন: মজার সব তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।