নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মোমবাতির মত নিজেকে জ্বেলে জ্বেলে নিঃশেষ করে অন্যকে আলোকিত করতে চাই\"

বেরসিক কথক

জীবন যেখানে দ্রোহের সমার্থ মৃত্যুই সেখানে শেষ কথা নয়

বেরসিক কথক › বিস্তারিত পোস্টঃ

একজন বৈধ(!) প্রধানমন্ত্রীর বচন "এগিয়ে যাচ্ছে বাংলাদেশ!"

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩১



ফুটপাতের এই দৃশ্যটি দেখে মুহূর্তের জন্য হলেও চোখ আটকে গেলো । কি সুন্দর ছবি! একজন মমতাময়ী প্রধানমন্ত্রী(!)র কোলে
মাতৃস্নেহে একটি পথশিশু! ভাবতে ভালোই লাগে, তাইনা.....
আপনিও কি তাই ভাবছেন→
*
আমাদের প্রধানমন্ত্রীর(!) চিরকালই
মিথ্যা বলার অভ্যেস । সুতরাং উনি যখন রোজ রোজ বলেন 'এগিয়ে যাচ্ছে দেশ', 'ডিজিটাল বাংলাদেশ', ' মধ্যম আয়ের বাংলাদেশ' তখন এই দৃশ্য নিষ্ঠুর প্রতীকী চিত্র হয়ে আরেকবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো দেশ আসলে কোন পর্যায়ে।
-
প্রধানমন্ত্রী' শব্দটির শেষে বারবার বিস্ময়
চিহ্ন (!) ব্যাবহার করেছি কেন জানেন?
উনি আসলে প্রধানমন্ত্রী কিনা সেটা
নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। আসলে
অবৈধভাবে ক্ষমতা দখলকারিকে কেবা প্রধানমন্ত্রী বলে
গ্রহণ করতে চায়!
তাই ছবির এই
পথশিশুটির পা কোথায় সেটা
আরেকবার লক্ষ করুন!

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮

গেম চেঞ্জার বলেছেন: ছোট্ট কয়েক লাইনে যে চাবুক দিয়ে শাসনযন্ত্রের গায়ে সপাং সপাং করে ঘা লাগালেন!! :(

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

বেরসিক কথক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেন্জার!
ভাই আপনি কি এ দেশটাকে 'একজনের' মিথ্যাচারের হাত থেকে চেন্জ করে পারেন?

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫

আমি মিন্টু বলেছেন: গেম চেঞ্জার ভাই যা বলেছে আমিও তাই বললাম । :)

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

বেরসিক কথক বলেছেন: ধন্যবাদ ব্রাদার!

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৫:২১

কিরমানী লিটন বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: ছোট্ট কয়েক লাইনে যে চাবুক দিয়ে শাসনযন্ত্রের গায়ে সপাং সপাং করে ঘা লাগালেন!! :(

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

বেরসিক কথক বলেছেন: ওটাতো 'গেম চেন্জারের মত'
আপনার কি মত?

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩৫

কলাবাগান১ বলেছেন:
আমেরিকার হোমলেস বাচ্চাদের এই ছবিতে ওবামা শাসনযন্ত্রের গায়ে সপাং সপাং করে ঘা লাগল

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

বেরসিক কথক বলেছেন: কলার খোসা আর কতকাল করবেন আম্লিগের দালালি।
মনে হচ্ছে দালালি আপনাদের পূর্ব পুরুষের পেশা!

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৮

গেম চেঞ্জার বলেছেন: হায়রে কলার খোসার বাগান!! তোদের চোখ পাথরের মুর্তির চোখের এবং কখনোই খুলবে না।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৫

কলাবাগান১ বলেছেন: উগ্রবাদী/মৌলবাদীদের এখানে ই সমস্যা। কথা কে কথা দিয়ে খন্ডন না করে গালাগালি অথবা চাপাতি/নাংগা তলোয়ার নিয়ে আক্রমন

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৬

গেম চেঞ্জার বলেছেন: আমি উগ্র/মৌল বাদী??? মৌলবাদীর ডেফিনেশন জানেন?? @কলা

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৭

গেম চেঞ্জার বলেছেন: উগ্রবাদীরাই অন্যকে সহজে উগ্রবাদী ভাবে। আর সহজেই ট্যাগ দিতে আরাম বোধ করে। বাস্তব উদাহরণ উপরের কমেন্ট।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

আমি আবুলের বাপ বলেছেন: চাপাতিওয়ালার চেতনার চাপাতিতে শান দিচ্ছে।

চাপাতিওয়ালার চেতনার চাপাতিতে শান দিচ্ছে।




রামদায় শাণ দেওয়া দুজন চিহ্নিত

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০২

বেরসিক কথক বলেছেন: ধন্যবাদ ভাই আবুলের বাপ!
এই দৃশ্যটা কলাবাগানদের বাপের স্বপ্ন ছিলো!

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: শাস্ত্রই বলে- সত্য কথায় আতে ঘা!

আরে আতে ঘা লাগলে কি হুশ থাকে!

@গেম চেঞ্জার ভাই এরা এমনই সেই নার্সারী থেকে শুরু!!! বদলাল আজো ! আর পারিনা গুরু ;)

+++

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

বেরসিক কথক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভিগু!

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

অতৃপ্ত আত্মা ঁ বলেছেন:

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

অতৃপ্ত আত্মা ঁ বলেছেন: হ্যাঁ ভাই এ দেখুন এগিয়ে যাচ্ছে দেশ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.