নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মোমবাতির মত নিজেকে জ্বেলে জ্বেলে নিঃশেষ করে অন্যকে আলোকিত করতে চাই\"

বেরসিক কথক

জীবন যেখানে দ্রোহের সমার্থ মৃত্যুই সেখানে শেষ কথা নয়

বেরসিক কথক › বিস্তারিত পোস্টঃ

আজ শহীদ নুর হোসেন দিবস; কেমন আছে আমাদের গণতন্ত্র?

১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২


আজ ১০ নভেম্বর, শহীদ নুর হোসেন দিবস। আজ থেকে ২৭ বছর আগে ১৯৮৭ সালের আজকের এই দিনে নুর হোসেন বুকে ও পিঠে ";স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক" এই স্লোগান লিখে তৎকালীন ক্ষমতাসীন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে স্বৈরাচারের পতন ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজপথে মিছিলে নেমে পুলিশের গুলিতে নিহত হন। তার আত্মত্যাগের প্রেক্ষিতে একসময় জনগণের জোড়ালো আন্দোলনের কাছে বাধ্য হয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ পদত্যাগ করে। জনগণ মুক্তি পায় স্বৈরাচার এরশাদ থেকে। নতুন করে স্বাধীনতার স্বাদ পায় দেশের মানুষ। প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। যে গণতান্ত্রিক শাসনের জন্য নুর হোসেন সহ দেশের অনেক মানুষের প্রাণ যায়। কিন্তু আমাদের দূর্ভাগ্য সে গণতন্ত্র টিকে ছিলো মাত্র দুই দশক।

শহীদ নুর হোসেন ছিলো আওয়ামী যুবলীগ কর্মী। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে তার অবদান ইতিহাসে চিরকালই অম্লাণ থাকবে। শহীদ নুর হোসেন আজ আর পৃথিবীতে নেই। তার আত্মাও আজ নিশ্চয়ই শান্তিতে নেই। কারণ নুর হোসেন যে দলের কর্মী ছিলো তারই সেই আওয়ামি লীগ আজ স্বৈরাচার শাসকরূপে ক্ষমতার কেন্দ্রে আসীন। যে স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নুর হোসেনরা প্রাণ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো এখন সেই পতিত স্বৈরাচার এরশাদ আজকে শেক হাচিনার জোট মিত্র অবৈধ সরকারের সাংসদ এবং তার বিশেষ দূতের দায়িত্ব পালন করছে। আজকে আওয়ামি লীগ এরশাদের সংগে মিতালী করে শহীদ নুর হোসেনদের সংগে প্রতারণা করছে, আজকে আওয়ামি লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে নুর হোসেনের রক্তের সাথে বেইমানী করছে।
আজকে আর দেশে গণতন্ত্র নেই। আজকে দেশের মানুষের উপর গণতন্ত্রের মোড়কে অবৈধ শাসনকে চাপিয়ে দেয়া হয়েছে। চারদিকে প্রকাশ্য লুটপাট, দুর্নীতি, ধর্ষণ, গুম, খুন, আইনশৃঙ্খলা বাহিনী কতৃক বিচার বহির্ভূত হত্যাকান্ড সহ অরও অসংখ্য রোগে জর্জরিত আমাদের এই অবৈধ শাসনের সময়ের বাংলাদেশে।
এমনি এক দুঃসময়ে বাংলাদেশকে রক্ষা করতে নুর হোসেনদের আজ বড় বেশি প্রয়োজন। আমরা দুঃখিত নুর হোসেন আমরা জাতি হিসেবে এতোটাই গাদ্দার আমরা তোমার রক্তের অবমূল্যায়ন করছি। আমরা তোমার জীবনের বিনিময়ে পাওয়া গণতন্ত্রকে ধরে রাখতে পারিনি। এক অবৈধ স্বৈরাচার এসে জাতির ঘাড়ের উপর জগদ্দল পাথর হয়ে সিন্দাবাদের ভূতের মত চেপে বসে আছে। ভালো নেই আমাদের গণতন্ত্র।
তাই নুর হোসেন আজকে তোমার বড় প্রয়োজন। তুমি আরেকবার বুকে-পিঠে স্লোগান লিখে আমাদের গণতন্ত্রকে পুনরূদ্ধার করে দাও। আরেকবার বলো "স্বৈরাচার নিপাত যাক ; গণতন্ত্র মুক্তি পাক"

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


নুর হোসেন তখনকার রাজনীতি বুঝার মত বুদ্ধিমান ছিলেন না, উনার সাথীরা ও এরশাদের প্রশাসন উনার মৃত্যুর জন্য দায়ী; উনার পরিবার কস্ট পেয়েছেন, জাতি উপকৃত হয়নি উনার মৃত্যুতে।

১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

বেরসিক কথক বলেছেন: জাতি উপকৃত হয়েছে, কিন্তু সুফল ছিলো খুব সীমিত সময়ের জন্য।

ধন্যবাদ!

২| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: একনায়কতান্ত্রিক গণতন্ত্র বিদ্যমান এখন আমাদের দেশে। তার অবশ্য রিজন আছে। যোগ্য বিরোধী দল নাই। বি এন পি নামে যা আছে তারা শিশুসুলভ আচরণ করে পিছিয়ে গেছে। আওয়ামি লীগের মতো রাজনৈতিক মাথা বিরোধী দলে নাই বলে আমার ধারণা।

আমার কমেন্ট তর্ক হিসেবে নিয়েন না।

ভালো থাকেন

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

বেরসিক কথক বলেছেন: ধন্যবাদ ভাই।
আমি সবসময় গঠনমূলক সমালোচনা আশাকরি। সুতরাং আপনার সমালোচনাকেআমি ইতিবাচকরুপে দেখি।
আর আওয়ামি লীগের যে রাজনৈতিক মাথার কথার বলছেন সেটা আসলে কোন রাজনীতি নয় একধরনের রাজনৈতিক নোংরামি। এরা ভন্ডামি আর জোচ্চুরি করে ক্ষমতায় বসে আছে। যার ফলশ্রুতিতে বাংলাদেশেরর এ প্রাচীন দলটির রাজনৈতিক মৃত্যু ঘটেছে। যার ফলে ওদের আর বৈধ কোন উপায়ে ক্ষমতায় যাওয়ার পথ নাই।

৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

মেশকাত মাহমুদ বলেছেন: গাঁজী সাহেবের দালালী দেখলে শরীরটা মনে হয় এসিডে ঝলসে যায়। জয়হো চাঁদ্গাঁজী ভাড়।।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

বেরসিক কথক বলেছেন: চাঁদগাজির মন্তব্যকে এতো গুরুত্বসহ দেখার কিছু দেখার নেই। কারণ মন্তব্য কখনো শিক্ষণীয় কিছু দেয়না। তার কর্মকান্ড দেখে আমাকে তার সাইকো মনে হয়।

৪| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তার আত্মাও আজ নিশ্চয়ই শান্তিতে নেই। কারণ নুর হোসেন যে দলের কর্মী ছিলো তারই সেই আওয়ামি লীগ আজ স্বৈরাচার শাসকরূপে ক্ষমতার কেন্দ্রে আসীন। যে স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নুর হোসেনরা প্রাণ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো এখন সেই পতিত স্বৈরাচার এরশাদ আজকে শেক হাচিনার জোট মিত্র অবৈধ সরকারের সাংসদ এবং তার বিশেষ দূতের দায়িত্ব পালন করছে। আজকে আওয়ামি লীগ এরশাদের সংগে মিতালী করে শহীদ নুর হোসেনদের সংগে প্রতারণা করছে, আজকে আওয়ামি লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে নুর হোসেনের রক্তের সাথে বেইমানী করছে।
আজকে আর দেশে গণতন্ত্র নেই। আজকে দেশের মানুষের উপর গণতন্ত্রের মোড়কে অবৈধ শাসনকে চাপিয়ে দেয়া হয়েছে। চারদিকে প্রকাশ্য লুটপাট, দুর্নীতি, ধর্ষণ, গুম, খুন, আইনশৃঙ্খলা বাহিনী কতৃক বিচার বহির্ভূত হত্যাকান্ড সহ অরও অসংখ্য রোগে জর্জরিত আমাদের এই অবৈধ শাসনের সময়ের বাংলাদেশে।

++++++++++++++++++++++

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩১

বেরসিক কথক বলেছেন: ধন্যবাদ ব্রাদার!

৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

হাবিবুর রাহমান বাদল বলেছেন: নুর হোসেনের আত্মা মরে গিয়েও শান্তিতে নেই, কষ্টে আছন। যখন তার আত্মা দেখতে পায় যেই গনতন্ত্রের জন্য তিনি শহীদ হয়েছেন তার দল ও তার নেত্রী সেই গনতন্ত্রকে ঝেটিয়ে বিদায় করে নব্ বাকশাল কায়হেম করেছেন যেখানে জনগণের ভোটের অধিকার হরন করা হয়েছে, যেথায় বাক স্বাধীনতা নেই, যেখানে যখন-তখন বিরোধী মতের মানুষ গুম-খুন হচ্ছে তখন নুর হোসেনদের আত্নারা চিৎকার করে, আর্তনাদ করে বলে এই বাকশালের জন্য আমরা জীবন দেই না। এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল না।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩০

বেরসিক কথক বলেছেন: ধন্যবাদ,
নুর হোসেনের আত্মত্যাগ থেকে আমরা গণতন্ত্রকে রক্ষা করতে পারি নাই। জাতী হিসেবে এটা আমাদেরই দৈন্যতা। কারণ দেশের শাসন ক্ষমতায় যারা বসে তাদের আমরাই নির্বাচিত করি। তারাই পরবর্তিতে অামাদের উপর প্রতারণা করে। তারাই স্বৈরাচার হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.