![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন যেখানে দ্রোহের সমার্থ মৃত্যুই সেখানে শেষ কথা নয়
একটি নিউজে চোখ আটকে গেলো, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২৬ বছরের সহজ কিস্তিতে ফ্ল্যাট পাবেন সাংবাদিকরা। প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোপূর্বে বিভিন্ন প্রকল্পে সাংবাদিকদের প্লট প্রদান করা হয়েছে।’ কিন্তু বর্তমানে প্লট দেয়ার চাইতে ফ্ল্যাট দেয়াটাই তিনি শ্রেয় মনে করেন।"
.
সেখানে এক পাঠকের একটি মন্তব্যে চোখ আটকে গেলো। মন্তব্যকারী বানানে কিংবা বাক্য গঠনে অথবা ভাষার ব্যবহারে পারদর্শী নন। উনার প্রোফাইলে গিয়ে দেখে মনে হলো গ্রামে থাকেন এরকম। যাইহোক মন্তব্যটি হলো " শারতো চাড়া কেউ কিচু দেই না, প্রদান মন্ত্বিরির নিশ্চই শারতো আচে সাম্বাদিক দের ফ্লাট দিতেছে তাই, বাকিটা তুমরা বুঝে নেও, আমার মুক বান্দা,"
.
এই স্বল্প শিক্ষিত অথচ সচেতন একজন সাধারণ নাগরিকের এই মন্তব্যের পর আর আসলে কিছু বলবার দরকার হয়না। বাকি শিক্ষিত লোকেদের লজ্জা দিতে যথেষ্ট। একটি সরকারের কখন দরকার হয় সাংবাদিক তথা মিডিয়াকে হাতে রাখবার? বাকিটা আপনারা বুঝে নিন। আমার মুখ বাঁধা।
.
আমাদের মস্তিষ্ক এবং আমাদের দৃষ্টিভঙ্গি সবকিছু আজ নিয়ন্ত্রণ করে মিডিয়া। মিডিয়া যা দেখাবে যা বলবে আমরা তা বিশ্বাস করি। এ ছাড়া উপায় নেই। মিডিয়া যদি প্রচার করতে থাকে একযোগে যে আজ ভোরে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তবে বিএনপি দৌড় দেবে গণভবন দখল করতে। সেখানে গিয়ে যদি দেখা যায় প্রধানমন্ত্রী ঘুমোচ্ছেন তবে বিএনপি বলবে, এইযে, আর কত ঘুমোবেন? আপনারতো পতন হয়েছে, জানেন না? খবর তো কিছু রাখেন না, পত্রিকা দেখেন। মন্ত্রী পরিষদ দ্রুত বাক্স প্যাটরা গুছিয়ে ইন্ডিয়ান এম্বেসিতে লাইন লাগাবে লুঙ্গি পরে।
.
মিডিয়ার ক্ষমতাকে অস্বীকার করবার উপায় নেই। পৃথিবীর প্রায় সব দেশে মিডিয়া হলো সরকারের সবচেয়ে বড় শত্রু। মিডিয়ার চোখকে ফাঁকি দিয়ে অন্যায় ও দুর্নীতি করা টাফ হয় তাদের জন্য। মিডিয়া বসেই থাকে সরকারের খুঁত ধরবার জন্য। নেপোলিয়ন বলেছিলেন, আমি একটি সংবাদপত্রকে তিনলক্ষ বেয়নেট অপেক্ষা বেশি ভয় করি। সে যুগেও কতটা স্বাধীন ছিলো মিডিয়া। সংবাদপত্র সমাজের দর্পণ। চব্বিশ ঘন্টায় পতন ঘটিয়ে দিতে পারে সরকারের। আর আমাদের দেশে পুরো উলটো চিত্র দেখি। এখানে মিডিয়া আর আওয়ামী সরকার গলায় গলায় খাতির। বেয়াই বেয়ান ঠাট্টা মশকরা সম্পর্ক।
.
আর চতুর স্বৈরাচার চাইবেই মিডিয়াকে দালাল পা চাটা বানিয়ে রাখতে। এইযে চারপাশে এতসব দালাল সাংবাদিক যারা নির্লজ্জের মত সরকারের নোংরা জুতার তলা নিয়মিত চেটে যাচ্ছেন, এর কারণ কি? কারণ ঐ লোকটির মন্তব্যের মাঝে আছে। স্বার্থ। সরকারের স্বার্থে সরকার সাংবাদিকদের ইচ্ছেমত পূর্তি করে রাখছে সবদিক দিয়ে আর বিনিময়ে কে কত লেহন করবে সরকারের এই প্রতিযোগিতা চলছে। লেহনে লেহনে টাকা, বাড়ি, সুবিধা, ফ্ল্যাট, প্লট।
.
কিন্তু এসব নিচ্ছে আপনার আমার কষ্টের টাকায় দেয়া ট্যাক্স এবং ভ্যাট থেকে। আমাদের টাকায় সরকারের পদলেহীরা ফ্ল্যাট পেতে থাকুক। আমরা মিথ্যে সংবাদ পেতে থাকি। চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়নের মাকাল ফল মার্কা চিত্র দেখবো আর তালিয়া বাজাবো, এদিকে পেটেতে ছুঁচোর ডন চলবে।
.
কিন্তু তবুও সাধারণ আপনি আমি মাস শুরুতে বাড়ি ভাড়া গুনতে গিয়ে প্রতিনিয়ত বেঁচে থাকার মানে খুঁজে পাবোনা, শালার লাইফ অথবা লাইফ সাক্স বলে বিছানায় এলিয়ে পড়বো। স্ত্রী সন্তান কিংবা পিতা মাতাকে একটু সুখ দেবার জন্য আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে থাকি প্রতি মাসে। আর মধ্যবিত্ত নিম্নবিত্ত আমাদের জীবনে সে আগামী মাস আর ফিরে আসেনা।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৫৮
চাঁদগাজী বলেছেন:
তিনি গরু ছাগল ক্রয় করছেন