| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাকী বাংলাদেশি
একাকী পথিক চলেছি পথের সন্ধানে, পথের শুরু জানি শেষটা জানিনা। শুধু জানি হাটতে হবে অনেকদুর। দুর্গম আমার পথ বেছে নিয়েছি স্বেচ্ছায় তাই এর দা্যও আমার
খালেদা জিয়া মানিকগঞ্জে বলেছেন -
" এই খুনি - ডাকাত সরকারের কাছে হাইজ্যাক হওয়া কেয়ার টেকার ভোট ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে চাইলে , জাতীয় নির্বাচনে মানুষের ব্যালট ছিনতাই হওয়া আটকাতে চাইলে কঠোর আন্দোলন করতে হবে এই খুনির দল গুলি চালাবে , মানুষ মারবে , তারপরও আন্দোলন করতেই হবে , খুনির সাথে কোন আপোষ নয় "
এইটার রিঅ্যাকশনে জাতির বুবু ওরফে জাতীয় আপা ওরফে মিসেস ওয়াজেদ ওরফে আওলাদে শেখ - হাসিনা বিনতে শেখ মুজিব কহিয়াছেন -
" রক্ত পিপাসুদের মানুষ ক্ষমতায় নেবেনা "
যাইহোক , গুলি মাইরা রক্তটা চুষবে কে সেইটা প্রশ্ন না হয় বাদ ই দিলাম ১ লাশে ১০ লাশ আর লগি বৈঠার শান্তি কন্যার কাছে।
শুধু শুধাইলাম - " আপা , আসেন , আপনারে একটা ভয়ংকর রক্ত পিপাসু লোকের সাথে পরিচয় করায়া দেই।
খালেদা জিয়া তো যা কইসেন সাধাসিধা ভাবে কইসেন।
এই "ভয়ংকর রক্ত পিপাসু" লোকতো আরও ব্যাপকভাবে কইসে।
কি কইসে শুনবেন আপা ? "
জাতির আপা হাসিনা কহেন - "কি কইসেন শুনি ? লোকটা ক্যাডা ? "
আপার চোখ জ্বলজ্বল করতেসিলো জানতে চাওয়ার সময় !
উত্তরে কইলাম - আপা এই ভয়ংকর রক্ত পিপাসু লোকে কইসে
" রক্ত যখন দিয়েছি , তখন রক্ত আরও দেবো , এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ ".........
এই ভয়ংকর রক্ত পিপাসু লোকটার নাম কওয়ার আগেই দেখি জাতির আপা হাসিনার মুখ কচলানো জামের মত কালা হয়ে গেসে
ফ্রম ফেসবুক
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: শাস্ত্রে বলে না- দুই কান কাটা রাস্তার মাঝখান দিয়া চলে!!!

হাসু বু সেইরাম।
৮৬র জাতীয় বেঈমান থেকে শূরু করে ১/১১ তিনার ফসল মায়- শাড়িচূড়ি, ১টার বদলে ১০টা, সহ রেন্টু ভাইয়ের বই কোট করলে পোষ্টের পর পোষ্ট প্রসব হইবে- তিনার কুক্তি বলা শেষ হইবে না!!!!!
তাই- সময় থাকতে মনা হুশিয়ার
পাবলিক সব ডিজিটাল এইবার