নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারায়ে যাবে দিনগুলি রাখবেনা কেউ মনে তোমায়

আমার পরিচিত অনেকেই বলে আমার সাথে নাকি মানুষের চেয়ে জানোয়ারের মিল বেশী। তাই দয়া করে কেউ আমার কাছ থেকে মানুষের ব্যাবহার আশা করবেননা।

একাকী বাংলাদেশি

একাকী পথিক চলেছি পথের সন্ধানে, পথের শুরু জানি শেষটা জানিনা। শুধু জানি হাটতে হবে অনেকদুর। দুর্গম আমার পথ বেছে নিয়েছি স্বেচ্ছায় তাই এর দা্যও আমার

একাকী বাংলাদেশি › বিস্তারিত পোস্টঃ

ব্লগে নিজের মূল্যবান নিক'টা কেমনে বাচায় রাখবো ঝড়-ঝাপ্টা থেকে?

০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৫:৩০

আবহাওয়া যে ভয়াবহ খারাপ সেটা বুঝার জন্য এখন আর ওয়েদার ফোরকাস্ট দেখার প্রয়োজন নাই। ফোরকাস্ট দেখার টাইম বহুত আগেই পার হয়ে গেছে। মাসাধিক কাল ব্যাপি আকাশের ঘন কালো মেঘ আর অবিরাম গুড়ি গুড়ি বৃষ্টি স্পষ্টই জানান দিচ্ছে দৃষ্টির আড়ালের ভয়াবহ দুর্যোগের কথা।



সমস্যা হলো আমরা আমা ব্লগার'রাও কখন যে দুর্যোগে পড়ে যাই সে ভয়ে থাকি। বাতাসে অনেক কথাই ভাসে কিন্তু ঐ যে প্রমান কই প্রমান কই বলার যে এক রোগ সৃষ্টি হয়েছে তাতে এখানেও শুধাই প্রমান প্রমান কই? কেউ তো আর প্রমান দিতে পারেনা। প্রমানের অভাবে ঘটনার সত্যতা নিশ্চিত না হলেও দুরু দুরু বুকের কম্পনও দুরীভুত হয় না।



প্রমান নাই বা পেলাম। কিন্তু নিজের দিব্য দৃষ্টিতে যে অসংগতি দেখি তাতেই তো আবার আতংক ঘিরে ধরে সেই পুরান প্রবাদ থেকে ' যা রটে তার কিছুটা বটে। যাই হোক যদি কিছু হয়েই বা থাকে আমাদের করার কিইবা আছে?



তারপরেও উপযুক্ত কতৃপক্ষের কাছে আকুল আবেদন দীর্ঘ ২ বৎসরের সময়ে অতি কষ্টে লালিত ব্লগ নিকটি'কে কোনমতে ১০ হাজার হিট অতিক্রম করাইয়া নিজেকে ব্লগার জগতের একজন বোলগার প্রমানিত করিতে পারিয়াছি যা আমি কোনক্রমেই হারাইতে চাহিনা। আমার কোন পোষ্ট বা মন্তব্য যদি 'উপযুক্ত কতৃপক্ষের' মধুচন্দ্রিমার ব্যাঘাত ঘটাইয়া থাকে তবে আমাকে যেন সর্তক বার্তা প্রদান করা হয় তাহাতে নিজেকে সংশোধিত করিয়া অতি বাধ্য একজন ব্লগার হিসেবে বলগাইতে থাকিবো। তার পরেও কোনভাবেই যেন আমার এই নিকের কোরবানি না হয় তার প্রতি মহাশয়দের দৃষ্টি আকর্ষন করিলাম।







ইহা কোনক্রমেই একটি ফান পোষ্ট নহে।

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৫:৩৫

বাংলার হাসান বলেছেন: আমার কোন পোষ্ট বা মন্তব্য যদি 'উপযুক্ত কতৃপক্ষের' মধুচন্দ্রিমার ব্যাঘাত ঘটাইয়া থাকে তবে আমাকে যেন সর্তক বার্তা প্রদান করা হয় তাহাতে নিজেকে সংশোধিত করিয়া অতি বাধ্য একজন ব্লগার হিসেবে বলগাইতে থাকিবো। :P :P :P :P

০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৫:৪৫

একাকী বাংলাদেশি বলেছেন: হাসান ভাই আপনি'তো দেখি খুব খারাপ মানুষ। মাইনষের দুর্দশা দেইখা মজা লন। ওয়েট করেন আপনার দুর্দশা আইলে আমিও হাসুম।

৫ বার পঠিত এর মধ্যেই একটা লাইক। আর কে আমার মত আবেদন করিতে চায়?

২| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৬:৩২

কাজী মামুনহোসেন বলেছেন: সেইরাম হইছে।

দ্বিতীয় লাইক আমি দিয়া গেলাম....

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:১১

একাকী বাংলাদেশি বলেছেন: হমম বুঝতে পারছি আরো অনেকেই আমার মত আবেদন করিতে চায় উপযুক্ত কতৃপক্ষ বরবার।

৩| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৫৩

কালোপরী বলেছেন: শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.