![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজ শেখর বসুর অভিধান চলন্তিকায় (১৩৪০ বাংলা সনে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত) প্রজন্ম শব্দ নেই। সংসদ বাঙ্গালা অভিধানে ‘প্রজন্ম’ শব্দের অর্থ করা হয়েছে ‘সমকালীন ব্যক্তিবৃন্দ’ Generation, পুরুষ পরম্পরায় বিশেষ এসব। এ শব্দটি ‘প্রজন’ (গোবাদি পশুরগর্ভ সঞ্চারণ, Breeding) এবং প্রজনন (সন্তানোৎপাদন, প্রসব, জন্মদান) শব্দ থেকে উদ্ভুত তাতে কোন সন্দেহ নেই। বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত ব্যবহারিক বাংলা অভিধানে ‘প্রজনন’ শব্দের অর্থ এভাবে দেয়া হয়েছে ‘১ বি, সন্তান সৃষ্টি বা উৎপাদন বা প্রসব। ২ বি, জন্মদান’। লক্ষনীয়, জনন মানেই জন্ম। এখন যদি গরু-ছাগল-ভেড়া-ঘোড়ার ‘জননকে বা জন্মকে মানুষের বংশধরদের জন্মের ক্ষেত্রে চালিয়ে দেন আর তা আমাদের গ্রহণ করতে হয়, তাহলে পশু আর মানুষের বংশধরদের মধ্যে তফাৎ থাকল কি? এখন চিন্তা ভাবনা করে আমাদের তরুণদের দেখা উচিৎ, ‘প্রজন্ম’ ব্যবহার ভদ্রজনোচিত ও শালীন কিনা। ‘প্রজন্ম’, ‘প্রজনন’ আর ‘প্রজন’ সহদোর তুল্য। কারণ উৎস এক ও অভিন্ন।
শাহবাগে তরুণদের ডাকে দেশের সব স্তরের মানুষ সম্পৃক্ত হয়েছে রাজাকারদের ফাঁসির দাবিতে। এ আন্দোলনের স্থানকে বলা হচ্ছে প্রজন্ম চত্বর। বাংলাভাষার পণ্ডিতদের ভেবে দেখতে হবে এ স্থানের নাম প্রজন্ম চত্বর না তরুণ্য চত্বর না অন্য কিছু হবে।
©somewhere in net ltd.