![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্ত শুন্যতা ও একাকীত্বের মাঝে বেঁচে থাকা পথিক।
কাক ডাকা ফজরের ওয়াক্তে তোমার গলার ধ্বনি
আমার পরিত্যক্ত প্রিয় ফোনে তোমার কণ্ঠ শুনি
যে সময়টাকে আমার অভিধানে গভীর রাত্রি জানি
আমার রাত্রি আর তোমার সকালে ঝরছিল বর্ষার পানি
তুমি নগ্ন পায়ে প্রভাতের আলোয় হেঁটে
আর আমি বিছানায় শুয়ে ঘুমন্ত দেহে
অপূর্ব মিষ্টি সুরে শুনছিলাম তোমার গলায়
"আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ"
কি যে সুন্দর আর স্পষ্ট উচ্চারণে শুনাচ্ছিলে আমায়
রবীন্দ্রনাথের এক অপূর্ব সৃষ্টি গানের বাণী
এমন সুন্দর করে খালি গলায়, এ গ্রহের দ্বিতীয়
কোন সুন্দর প্রেয়সী শুনাতে পারে নি এ ধরায়!
ছবি- নেট থেকে
২১ শে জুন, ২০১৩ ভোর ৪:৩৭
এমদাদুল হক তুহিন(ধ্রুব) বলেছেন: ধন্যবাদ, জানান দেয়ার জন্যে।
২| ২১ শে জুন, ২০১৩ সকাল ৮:৫২
লিঙ্কনহুসাইন বলেছেন: ভাল লাগলো ।
২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৫
এমদাদুল হক তুহিন(ধ্রুব) বলেছেন: ধন্যবাদ, লিঙ্কহুসাইন ।
ভালোলাগা ও ভালোবাসা জানবেন।
৩| ২১ শে জুন, ২০১৩ সকাল ১১:২৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে। প্রথম প্লাস।
২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৮
এমদাদুল হক তুহিন(ধ্রুব) বলেছেন: প্রথম প্লাস দেওয়ার জন্যে অসংখ্য ধন্যি।
৪| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:২৭
মুশাসি বলেছেন: আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ
কবতেতে প্লাস++
২১ শে জুন, ২০১৩ রাত ১০:১৮
এমদাদুল হক তুহিন(ধ্রুব) বলেছেন: থেঙ্কু, মুসাসি ভাই।
প্লাস দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যি।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৩ ভোর ৪:৩৫
রক্তাক্ত-আমি বলেছেন: (Y)