![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্ত শুন্যতা ও একাকীত্বের মাঝে বেঁচে থাকা পথিক।
দীপ তোর জন্যে আজ কাঁদছে আমার মা
কাঁদে না শুধুই তারা, যারা করে এ পথে যেতে মানা
তারাই হায়েনা, তারাই একাত্তরেও ধরেছিল ধর্মের নামে বায়না
তেরতে এসে কেড়ে নিচ্ছে তোমার আমার প্রাণ, এদের নেই কোন মান!
হিংস্র কুকুরের মত পিছন থেকে দাঁত বসাচ্ছে আমার গাঁয়ে
শেয়াল শকুনের মত দৌড়চ্ছে চেতনা ধারণকৃত তোমার পিছে
খেয়ে নেবে তোমার শরীরের সবটুকু রক্তমাংস, চুষে আর চিবিয়ে
তীক্ষ্ণ ক্ষুরের আঘাতে, নব্য কেনা যন্ত্র দিয়ে কেটে দেবে তোমার পায়ের রগ
হে চেতনা তোরা কি আজো জেগে জগে ঘুমাবি, ঘুম ভেঙে জেগে উঠ!
আজ দীপের জন্যে তুই কাঁদছিস, আগামীকাল হয়ত আমার জন্যে
পরশু তোর জন্যে কাঁদবে আবারও বাংলা মা, কালো ব্যাচে পড়বে সকালে
প্রতিশোধ না নিয়েই ভুলে যাবে সব, মেতে উঠবে আনন্দ উল্লাসে বিকালে
মিছিলে মিছিলে উত্তাল তাল মাটাল, ঠুকরে ঠুকরে কেঁদে উঠছে সকলে
চোখের কোণে জল বিন্দু, মুখ বিমর্ষ, আজ দেশমাতা বড়ই অন্ধকারে
আমারে রক্তে গাঁ রক্তাক্ত করে ভাবছে সে জান্নাত পাবে পরকালে
আমার শরীরে রক্তের জুস পান করে ভাবছে এটাই জান্নাতের সরবত
কিন্তু এবারো কি চেয়ে দেখো না কি করে কেঁদে উঠছে আজ প্রকৃতি আর পর্বত!!
দীপ, ভাই তুই সুখে থাকিস পরকালে, ক্ষমা করিস না আমাকে
কেন বাঁচাতে যেয়েও বাঁচিয়ে তুলতে পারলাম না তোমাকে...
হে বিবেক, হে সমাজ, তুমি কতটা এগিয়ে এসেছিলে আমার পিছু
যখন আমি হাসপাতালের বেডে শুয়ে শুয়েও হায়েনার কাছে করিনি মাথা নিচু!
জানিয়ে এসেছি প্রতিবাদ, আওয়াজ তুলেছি জেগে আছি শাহবাগে
ভুলে যাও আমাকে, ভুলে যাও চেতনাকে, মুখে নিয়ো না আমার নাম
তোমারা আর এখন নেই সেই আগের মত, মেতে উঠেছে বাড়াতে তোমার দাম
সামনে থেকে স্লোগান দিয়ে মিছিলে আর গানে মেতে উঠছ উপভোগে!!
মিছিল-গান, আনন্দে-উল্লাসে আর কতকাল এ শোক!
ছি! ছি! তোমাদের জন্যে আমি দীপের মুখে থেকে একটি শব্দই শুধুই তা ছি!
ছবি- আমার ভাই দীপ( নেট থেকে)
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩২
এমদাদুল হক তুহিন(ধ্রুব) বলেছেন: ধন্যবাদ আপিটা।
অনেক অনেক শুভকামনা।
২| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩২
মুশাসি বলেছেন: খুব দুঃখজনক ঘটনা
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯
এমদাদুল হক তুহিন(ধ্রুব) বলেছেন: আর কতকাল!!!
ধন্যবাদ, ভাইয়া।
৩| ০২ রা জুলাই, ২০১৪ রাত ২:০৮
অনিমেষ রহমান বলেছেন: এক বছর হয়ে গেলো।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লাগলো খুব! শেয়ার্ড!