![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্ত শুন্যতা ও একাকীত্বের মাঝে বেঁচে থাকা পথিক।
এ দুটি চোখে কী আছে তোমার?
জনসমুদ্রের ভীরে হারিয়ে যাও
খুঁজে পাও না স্বত্বা, সস্তা আবেগে
হাবুডুবু খাচ্ছ, গুণকীর্তনে ভাসছো।
অথচ গুণগ্রাহীকেই খুঁজে পাও না
রাস্তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটার সময়
চোখ থাকতেও আজকাল সবাই অন্ধ
তুমি পাও না সীমাহীন দুঃস্বপ্নের গন্ধ?
পুড়ে পুড়ে ছাই, অগ্নিস্ফুলিঙ্গ কারো চোখে
সুখের আলো ধার করে আর কত চলবে!
ভয় অনেক ভয়, খুব বেশি তোমায় নিয়ে
তুমি বুঝতে চাইছ না এ দুটি চোখের মূল্য
দৃষ্টি শক্তি বহুলাংশে হ্রাস পেয়ে আজ শূন্যে।
চোখের জল আজকাল আর নোনতা নয়
ভয়ঙ্কর রকমের সর্বগ্রাসী এ মুখের হাঁসি
সুশ্রী নয়, ঠোঁটগুলো দূষিত হয়ে বাসি
নিন্মাং ও মধ্যাঙ্গের কথা নাই বলি
তোমার নাসিকায় কি কিছুর গন্ধ পাও না
পচে যাওয়া মাংস পিণ্ডের, ঘেমে ভিজে
পুরুষের ঘর্মাক্ত উৎকট গন্ধ! উহু
সমস্ত সত্ত্বা বিলুপ্তে, নিজেকেই ভুলে তবু
অমানবিক না হয়ে মানবিক হয়ে
বিলিয়ে দিচ্ছ সব, নিশি রজনীতে!
বেশ! ভালো! তোমার চোখে অন্ধ-আলো
তুমি বুঝবে না সীমাহীন অন্ধকারে তুমি
তুমি বুঝবে না তোমার শরীর থেকে...
পচা আর বাসি গন্ধ বের হয় অবিরত
তুমি বুঝবে কেন, তোমায় নিয়ে রাতের
অন্ধকারে কুকুরেরা আনন্দে শিহরিত!
গাঁ বুলিয়ে দেয়, আনন্দ দেয়, স্বপ্ন আঁকে
তোমার গাঁয়ের রক্তকণিকায়!
তুমি উল্লাসিত হও নেচে আর গেঁয়ে
চোখে চোখ রেখে মিথ্যে স্বপ্ন আঁকাও!!
তুমি বুঝবে না কিচ্ছু! তুমি নেমে গেছ
আজকাল অনেক নিচুতে, হয়েছ নিচু!!
তোমার রক্তকণিকায় আজ নেশার বাস
উঁচু মহলে তোমার বেশ ভাব, এই নিয়ে
তোমার বেশ অহমিকা, লাল টুকটুকে
চামড়ায় তোমাকে বেশ মানায়,
কিন্তু তুমি বুঝ নি কেন সবাই
তোমার কানে কানে গান শোনায়!
তুমি বুঝবে না কিছু, বুঝবে না কিছু!!
কবিতা- অন্ধ তুমি!!
রাত-৯:৩০, ৬/৭/১৩
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৬
এমদাদুল হক তুহিন(ধ্রুব) বলেছেন: ধন্যবাদ আপি।
ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুভ কামনা ও ভালোবাসা।
২| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২২
নোমান নমি বলেছেন: বেশ!
০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৪৪
এমদাদুল হক তুহিন(ধ্রুব) বলেছেন: থেঙ্কু নোমান ভাই।
ভালোবাসা ও শুভকামনা
৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৫
মুশাসি বলেছেন: ভালো লাগলো, তোমারে এখনো সেফ না করা অবিচার
১০ ই জুলাই, ২০১৩ রাত ২:১৭
এমদাদুল হক তুহিন(ধ্রুব) বলেছেন: বুজতাছি না আর কয় দিন!! কবে যে প্রথম পাতায় যাবে লেখা। ফিলিং কিউরিয়াস।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রথম ভাললাগা!!! ভালো লেগেছে কবিতা!