![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্ত শুন্যতা ও একাকীত্বের মাঝে বেঁচে থাকা পথিক।
হৃদয় নিংড়ানো ভালবাসায়
বাস্তবতা, ভবিষ্যৎ ও স্বপ্নময়তায়,
স্বপ্নেই বেঁধেছিলাম তোমায়
তাইতো যন্ত্রণাময় অসীম আক্ষেপ আমার!
আমার কাছে তোমার অতীত
অতি পবিত্র, যা শুধু শ্রদ্ধার,
অতুলনীয়, তুলনা করেনি কোন বার
ঈর্ষণীয়, ঈর্ষা হয়েছে সবার।
অথচ আজ…………
শুভ্রতা হারাতে করছ ছলা
হারিয়ে গেছে ঈর্ষণীয় লাজ
অসীম হৃৎস্পন্দন, দুঃখ-ভারাক্রান্ত তেজ
চোখ ঝলসানো একটি ক্ষুদ্র মুহূর্তের তরে সতেজ
বলতে না চাইলেও কষ্ট সহ্য না করে
বলে ফেলা…………
তুমি কি সেই আগের শুদ্ধতম অবলা?
হায়! আক্ষেপ! অসীম আক্ষেপ!
এখন আর আগের মত শুদ্ধ নয়ন
দেখে না অবশিষ্ট পড়ে থাকা ভুবন,
রাত্রি পাহারা দিতে দিতে চোখের নিচে কালি
আমার চতুর্দিকে ছড়িয়ে থাকা সবকিছুই বালি,
করছে না কেউ আমায় নিয়ে ভ্রূক্ষেপ
হায়! আক্ষেপ! অসীম আক্ষেপ!
২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৬
এমদাদুল হক তুহিন(ধ্রুব) বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাই।
আপনার ভালোবাসায় আমি ধন্যি।
সতত শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:০১
আমি সাজিদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই।
আপনার শব্দ চয়ন অনেক ভালো।কবিতাও স্বকীয়।