![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্ত শুন্যতা ও একাকীত্বের মাঝে বেঁচে থাকা পথিক।
নির্জন শহরে মধ্য রাতের অপরিচিত গলির মত একাকী
ঠাই দাঁড়িয়ে থাকা, কোথাও কারো পদধূলি নেই
গলির বাঁকে বাঁকে ল্যাম্পপোস্টের মত আলো জ্বালিয়ে বসে
আলোতে আলোকিত হওয়ার মত কেউ নেই
সদ্য চলে যাওয়া ট্রেন, একাকী রক্ত-খেকো রেললাইনের
মত কোথাও কোন আগুন্তুক নেই
ব্রিটিশ আমলের সেই জরাজীর্ণ স্টেশন, স্টপেজের আশায়
রাতের শেষ ট্রেনও গন্তব্য করে নি তাকে!
একাকী দাঁড়িয়ে আশা নিরাশায় আলোক জ্বালায়, সিগন্যালের
পর সিগন্যাল, বিরতি করে নি কেউ এ তল্লাটে!
রাতের আকাশে অসংখ্য তারা জেগে, ঘুমন্ত সকলে
জাগে নেই কেউ, ভোরের হাতছানিতে তলিয়ে যায় অতলে
জেগে উঠে না কেউ, জাগাতে আসে না একাকী একটি তারা
একাকীত্বের গান শুনিয়ে চলে যাই একাকী একা...
তুমি একা হও, বড় একা হও, আরও বেশি
নিজেকে নিজে একাকী কর আরও বেশি একা
একাকীত্বের চেয়েও একা!
পাহাড়ের মত শ্যামল সবুজে একাকী একা
সুনসান নীরবতার মত একাকী একা
দৃষ্টিশক্তির মত একা, মস্তিষ্কের একাকী অনুভূতির মত একা!
রাত- ২:০০, ২২/৭/১৩
২২ শে জুলাই, ২০১৩ রাত ৩:২২
এমদাদুল হক তুহিন(ধ্রুব) বলেছেন: হুম চারদিক একাকী।
ধন্যবাদ প্রথম মন্তব্যের জন্য।
২| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২
আমি সাজিদ বলেছেন: আপনি অনেক সাবলীল লিখেন ভাইয়া।
অনেক ভালো লেগেছে কবিতাটা, মনে হল যেন আমার মনের কথা গুলোই আপনার লেখায় উঠে এসেছে।
জলদি সেফ হয়ে যান এই শুভকামনা করি।সামু নিঃসন্দেহে আরেকজন শক্তিমান কবি পেটে যাচ্ছে।
২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১
এমদাদুল হক তুহিন(ধ্রুব) বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা জানবেন।
জেনে ভালো লাগছে আপনার পদচারনা পেল আমার ভুবন।
সতত শুভ কামনা।
৩| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪২
আরজু পনি বলেছেন:
মনে হচ্ছে আপনার ব্লগ অনুসরনে নিয়ে ঠকবো না।
অনেক ভালো লাগা রইল।।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৫
এমদাদুল হক তুহিন(ধ্রুব) বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা।
আশা করি অনুসৃত হবে।
৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ! বেশী ভালো লাগলো ভাইয়া!! প্লাস!
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪২
এমদাদুল হক তুহিন(ধ্রুব) বলেছেন: প্লাস দেওয়ার জন্যে ধন্যি।
ভালোবাসা জানবে আপুনি।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৪
রক্তাক্ত-আমি বলেছেন: একাকীত্বের পোড়া গন্ধ...