নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমদাদুল হক তুহিন

অনন্ত শুন্যতা ও একাকীত্বের মাঝে বেঁচে থাকা পথিক।

এমদাদুল হক তুহিন(ধ্রুব)

অনন্ত শুন্যতা ও একাকীত্বের মাঝে বেঁচে থাকা পথিক।

এমদাদুল হক তুহিন(ধ্রুব) › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা‬ নয় কোন প্রলোভন!

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:০০

ভালবাসা সে-তো নয় কোন প্রলোভন

হয়েছিল আমার মনে কেন আলোড়ন;

চেয়েছিলাম কি তোমার দেহের সু-বাতায়ন

তাহলে আমায় নিয়ে তুমি কেন এতটা অবচেতন?



হারিয়ে ফেলেছি আমার পূজারী মন

জীবনটা হয়ে গেছে এখন সবুজ-হীন বন;

চোখের অশ্রুর টপ টপ শব্দটা যেন গান

জীবনের গতির এখন আর নেই সেরকম টান ।



কতটা স্বপ্ন নিয়ে সাজিয়েছিলাম ভালবাসার ঘর

বাস্তবতায় নয় স্বপ্নেও কি হবে না আমাদের বাসর;

মনটা চিন্তাযুক্ত গ্লানি থেকে নিতে চাই আজ অবসর

পাবে তার অনুকূলে কোন ক্ষণে শুভ খবর ?



কতভাবে না বুঝাতে চেয়েছি-

তোমার চোখের ইশারাতে আছে কত ভালবাসা

সবই কি ছিল আমার একার প্রণয়স্বরূপ আশা;

ঘটনা প্রবাহের অনুঘটক তোমার দেহের ভাষা

মনের মণিকোঠায় লালিত ভালবাসা হতে পারে কি হতাশা ?



তোমার দোল খাওয়া চুলের গন্ধে-

মাতলামো নয় ভালবাসায় অন্ধ

থাকতে পারি না আর কোন ঘরে বন্ধ;

জীবন নয় তা প্রতিটি ক্ষণ যন্ত্রণা-কাতর যুদ্ধ

কাছে পেলে করে রাখব বুকের পাঁজরে আবদ্ধ ।



গভীর রাতে শুনতে পারি না আর প্রিয় কোন গান

চক্ষু-পটে যুক্ত হয় সমুদ্রভরা নোনা পানির বান;

ভালবাসা ছিল না কোন বন্যার্তদের ত্রাণ

পেয়েছিলাম মনের ভালবাসার ফলস্বরূপ দান ।

তাহলে বেলা শেষে আজ কেন এতটা অভিমান?



কবিতা- ‪ভালবাসা‬ নয় কোন প্রলোভন!



মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ!! ২য় ভালো লাগা ভাইয়া! :)

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৬

এমদাদুল হক তুহিন(ধ্রুব) বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.