নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

STRAIGHT FROM THE HEART

বাস্তবতার দুস্টচক্র

সাদা-কালো

Only because I'm telling you this story, doesn't mean I am alive at the end of it

সাদা-কালো › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী আপনি জবাব দিন X(X(X(

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:০৬

মাননীয় প্রধানমন্ত্রী আপনি জবাব দিন, সারা দেশে যেভাবে জামাত শিবির আর বিএনপি মিলে পুলিশ, বিজিবি এবং র‍্যাব এর উপর হামলা চালাচ্ছে তাতে দেশের নিরাপত্তা ব্যাবস্থা বলে কিছু আছে বলে কি আপনার কাছে মনে হচ্ছে???? আপনি কিভাবে দেশ পরিচালনা করার পরিকল্পনা করছেন আমি জানি না। এই সময় যদি আপনি পুলিশ কে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করার অনুমোদন না দেন, তাহলে আপনি ক্ষমতা থেকে সরে দাডান। দেখুন কেমন করে নিরীহ বাঙ্গালী জীবন দিয়ে সার্বভৌমত্ত রক্ষা করে। হায়নার দল আমার পতাকা পুড়িয়েছে, শহীদ মিনার ভেঙ্গেছে, কি করেছেন আপনি ?? আপনি তাদেরকে কিছুই করতে পারেন নি। আপনি পুলিশের নিরাপত্তা দিতে পারছেন না, তাহলে পুলিশ কি করে জনগনের নিরাপত্তা দিবে?? আজ সারা দেশের মানুষ জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যদি এখনি কঠোর হতে না পারেন, তবে জনতার আস্থা হারাবেন। যুদ্ধাপরাধীদের বিচারের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে না পারলে, আপনার সরকারকে কঠোর পরিনতি বরণ করে নিতে হবে। প্রয়োজনে সেনাবাহিনীকে ব্যাবহার করুন। হায়নার আঘাতে আজ ক্ষত বিক্ষত সারা বাংলা। ভুলে যাবেন না এটি ৭১ এর অসমাপ্ত যুদ্ধের অংশ। এখানে শত্রুর সাথে কোন রকম নমনীয়তা দেখানোর সুযোগ নেই। মাঠ পর্যায়ে প্রতিরোধ এর পাশা পাশি এই হামলার নেপথ্যে যে চক্রটি জড়িত তাদেরকে অতি সত্তর চিহ্নিত করে বিচারের আওতায় না আনতে পারলে এই চোরাগুপ্তা হামলা, বোমা বিস্ফোরন, সংখ্যালঘুদের উপর নির্‍্যাতন থামানো অসম্ভব। আপনি কি জানেন না, জামাতে প্রতিটি কার্যক্রম হাইকমান্ড থেকে পরিচালীত হয়???? কেন সেই হাইকমান্ডকে নিস্ক্রিয় করতে পারছেন না??? আপনি জবাব দিন, আর কত পুলিশ, বিজিবি, র‍্যাব মারা গেলে আপনার চেতনা ফিরে আসবে??? আর কত ভুগতে হবে বাংলার মানুষকে???X(X(X(

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৪৩

rafiq buet বলেছেন: ভুলে যাবেন না এটি ৭১ এর অসমাপ্ত যুদ্ধের অংশ। এখানে শত্রুর সাথে কোন রকম নমনীয়তা দেখানোর সুযোগ নেই।


সহমত।

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৫:৫৭

সাদা-কালো বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী আপনি জবাব দিন - Why terrorists are destroying my country, making it another pakistan, afganistan???? If police get the power, this is just a matter of 2 hours to stop such shit.

২| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৫:০৯

তিতুন বলেছেন: হায়রে কপাল! কঠোর না হতেই লাশের পর লাশ পড়ছে। এর চেয়ে কঠোর হলে আবার দেশে সামরিক শাসন প্রতিষ্ঠিত হবে, দেশ পিছিয়ে পড়বে কয়েক বছর। গণতন্ত্র যেখানে ভুলিন্ঠিত সেখানে এক নায়কতন্ত্রই শ্রেয়। নিয়ে নিক আওয়ামী লীগ বাংলাদেশের একক ক্ষমতা। দেশের জনগন তখন বুঝবে কত ধানে কত চাল।

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৫:৪৯

সাদা-কালো বলেছেন: When terrorists come to destroy the property of the state, burn the flag (symbol of a Nation), destroy the martyr monuments (symbol of respect and also the independence), kill the police(symbol of the national security) - what do you expect ???? Shit is happening inside the country..... X( X( X( X( X( and it needs to be stopped by any chance. My people deserve a very good and peaceful sleep at night, not the fucking nightmare.

May Allah bless Bangladesh....

৩| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:৩০

রাফা বলেছেন: মৌচাকে ঢিল ছুড়লে হবেনা।এখন সময় এসেছে শেকড় ধরে টান দেওয়ার।মারতে না চাইলে মরার জন্য প্রস্তুত থাকতে হবে।ওরা কিন্তু ওদের ৭১-এর রুপে ফিরে গিয়েছে।ওদের সাথে ওদের ভাষায় কথা বলতে হবে।

জয় বাংলা।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:১১

সাদা-কালো বলেছেন: ওরা ওদের ৭১-এর রুপে ফিরে গিয়েছে।ওদের সাথে ওদের ভাষায় কথা বলতে হবে।
সহমত

৪| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:০৩

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: আপনি কি জানেন না, জামাতে প্রতিটি কার্যক্রম হাইকমান্ড থেকে পরিচালীত হয়???? কেন সেই হাইকমান্ডকে নিস্ক্রিয় করতে পারছেন না??? :(
সহমত
সকল জীবিত রাজাকারের অতি সত্ত্বর ফাঁসি চাই।।
জয় বাংলা

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:১২

সাদা-কালো বলেছেন: ওরা ওদের ৭১-এর রুপে ফিরে গিয়েছে।ওদের সাথে ওদের ভাষায় কথা বলতে হবে।

৫| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০৫

সাউন্ডবক্স বলেছেন: আমি দেশে ২য় মুক্তি যুদ্ধ চাই না। আমি চাই শান্তিতে থাকতে। আমি চাই না এই কথিত মুক্তিযুদ্ধের নামে মানুষ মরুক হানাহানি হোক।

৭১ আর মুক্তি যুদ্ধের সাথে জারা এই রাজনেইতিক জাগরনের তুলনা করেন তাদের মত গাধাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেয়া উচিত।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬

সাদা-কালো বলেছেন: "সাউন্ডবক্স বলেছেন: আমি দেশে ২য় মুক্তি যুদ্ধ চাই না। আমি চাই শান্তিতে থাকতে। আমি চাই না এই কথিত মুক্তিযুদ্ধের নামে মানুষ মরুক হানাহানি হোক।" - কথাগুলো আপনার নেত্রী "খা- জি-মিডাম" কে বলে আসুন। দেখেন উনি আপনাকে কি করে?? আপনার সাউন্ডবক্স আপনার গলায় ঝুলিয়ে ফুল ভলিউমে হার্ড রক বাজাবে, আর আপনি নেচে নেচে ফাকিস্তানী ভেড়াদের মনরোঞ্জন করবেন !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

আমিও চাইনা কোন মানুষ মরুক। কিন্তু যারা ধর্মের নামে সঙ্খ্যালঘু হিন্দুদের উপর আক্রমন করে, প্রিয় ধর্ম ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে, তারা আমার কাছে অমানুষ। X( X( X(

৬| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:২৪

সন্ধ্যা প্রদীপ বলেছেন: সহমত

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭

সাদা-কালো বলেছেন: ধন্যবাদ

৭| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮

আব্দুর রহ্‌মান বলেছেন: সাউন্ড বক্স ছাগুকে ঘার ধাক্কা দিয়ে ফাকিস্তান পাঠানো হোক।

লেখার সাথে চরম ভাবে সহমত।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

সাদা-কালো বলেছেন: সাউন্ড বক্স- কে তার সাউন্ডবক্স গলায় ঝুলিয়ে ফুল ভলিউমে হার্ড রক বাজিয়ে নেচে নেচে ফাকিস্তানী ভেড়াদের মনরোঞ্জন করানোর জন্য পাঠানো হয়েছে !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

হীরা ৪৪ বলেছেন: ৪২ বছর , ৪২ বছর এ কি দাম দিয়েছি ৯ মাষের রক্ত বন্যার ? সব শালা টক শো তে বহুত লাফাইতাছে? দেশে একটা একটা দিন যাইতেছে অবস্থা আরও খারাপ হচ্ছে।
দেশে ৩ বছরে দুর্নীতি হয় নাই ? এইটা আপনি বিশ্বাস করতে বলেন আমাকে? এর এই দুর্নীতি প্রশ্রয় দেয়া হয় নি ? ১৯৭১ শুধু কিছু জুদ্ধ অপরাধীর ইস্যু বানানোর জন্য ছিলো না , ৭১ এর লক্ষ ছিল স্বাধীনতা, আইনের শাসন , সচ্ছলতা , অধিকার আদায়ে নো টাল বাহানা, দুর্নীতির বেপারে নো হাঙ্কি পাঙ্কি।

জুদ্ধঅপরাধী দের বিচার আরও অনেক আগেই করা উচিত ছিল যেটা করা হয় নি, বাশি পান্তা এখন বাঙলা মাল হয়ে গেছে , তাই যেই খায় টাল হয়ে পরে থাকে। ৪২ বছর পর আমরা দায় টানতেছি, জীবন বিপন্ন করতেছি সেটাও আপনাদের ভুলে। বিচার এর মুলা টা এইবার শেষ করেন দয়া করে।

৪২ বছরে শহিদের অভিশাপে পুরে জাচ্ছে জাতিও স্বপ্ন ভুমি। আমারা শুধু দর্শক ই থেকে গেলাম।
বিম্পি/ আওয়ামীলীগ/ বাসদ/ জামাত/গামছা/আরো যতো মার্কা আছে বর্জন করুন।

উত্তর দেন কে দুর্নীতি করে নাই ?
উত্তর দেন কে দুর্নীতি করে স্বীকার করেছে ?

আন্দলনের দরকার নাই, আন্দলন করেতে বলি না কাউকে, কথা গুলো সব মানুষ কেই বুঝতে হবে, মিথ্যাচার কত দিন আমাদের গ্রাস করবে? পারবে না। আমরা সহ্য করতেছি , আমাদের পরের তার পরের বা তারও পরের প্রজন্ম মিথ্যার দেয়াল ভাংবে, ভাংবেই, সেদিন আমাদের স্থান কাপুরুষের বা তেলাপোকার দলে।

এক এক টা কুত্তার বাচ্চা, এরা তেল বাজি করতে করতে দেশ তেল শুন্য করল , গলা বাজি করতে করতে গলা ফাটাইয়া ফেললো, দেশের টাকা বিদেশে কোন দল নেয় নাই ? হাহ ? মিয়া রা পক পক করেন খালি ? সামনে ভোট আইতাছে ঠিক ই তো লাইনে দারায়া নিজের পু*** আগায়া দিবেন।
শালা বাঙালি চরম মানের দর্শক, ইভেন নিজের পু*** মারাও নিজে দেখে। আর সাইবার ক্রাইম অ্যাক্ট মানি না, আমার গলা দিয়া যা বের হয় আমি কমু।

জুদ্ধ যখন এক দেশ থেকে আরেক দেশ লাগে তখন শত্রু পক্ষ মিত্র পক্ষ লাগে এখন কিন্তু ভাই এর গলা ভাই কাটছে আর আব্বারা বসে বসে হুক্কা টানতাছে

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪

সাদা-কালো বলেছেন: ডঃ ইউনুস যখন চিঠি দিল তখন আপনাদের মত বড় বড় পণ্ডিতরাই তাকে রাজনিতীতে আসতে দেন নাই। এখন গোটা জাতী পাছা থাবড়াও। তার পা ধরে ক্ষমা চেয়ে দেখেন যদি তার ঘাড়ে এই ধংসস্তুপ তুলে দেয়া যায় কিনা??? এছাড়া আর কোথায় পাবেন যোগ্য নেতা?? সবতো ক্ষমতালোভী, হিংস্র। কাল বিএনপি নেতাদেরকে দেখেই মনে হল চোরের মায়ের বড় গলা।

৯| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভীমরুলের চাকে কামড় দিলে এই রকম টা হবেই । ধৈর্য ধরুন , রক্ত ছাড়া স্বাধীনতা আসে না ।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬

সাদা-কালো বলেছেন: আর কত???

১০| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

দখিনা বাতাস বলেছেন: rafiq buet বলেছেন: ভুলে যাবেন না এটি ৭১ এর অসমাপ্ত যুদ্ধের অংশ। এখানে শত্রুর সাথে কোন রকম নমনীয়তা দেখানোর সুযোগ নেই।

সহমত

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭

সাদা-কালো বলেছেন: ধন্যবাদ । সজাগ এবং সতর্ক থাকুন।

১১| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

মঈনউদ্দিন বলেছেন: ভুলে যাবেন না এটি ৭১ এর অসমাপ্ত যুদ্ধের অংশ। এখানে শত্রুর সাথে কোন রকম নমনীয়তা দেখানোর সুযোগ নেই।


সহমত।


++++++++++++++++++

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮

সাদা-কালো বলেছেন: ধন্যবাদ। সজাগ এবং সতর্ক থাকুন।

১২| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০

জীবন্‌ বলেছেন: জামাতে প্রতিটি কার্যক্রম হাইকমান্ড থেকে পরিচালীত হয় তেব কেন সেই হাইকমান্ডকে নিস্ক্রিয় করা যােচ্ছ না???
জামাতী কয়জন নেতার নামে মামলা হয়েছে???

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫১

সাদা-কালো বলেছেন: যে কোন মুল্যে জামাত শিবিরের হাইকমান্ডকে নিষ্ক্রিয় করতে হবে। তা না হলে চোরাগুপ্তা হামলা, সংখ্যালঘু নির্জাতন কিছুই থামানো যাবে না।

১৩| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮

েমা: মাহাবুব আলম বলেছেন: আপনাদের মত বামপন্থিদের হাতের আঙ্গুলে গনা যাবে। বাংলা আপনাদের নয়, যে যখন ইচ্ছা যা করবেন আর বাঙ্গালী বসে বসে দেখবে। ৭১ এর কসম ইনশা আল্লাহ বাঙ্গালী মুক্ত হবেই সকল অপশক্তি ও বামপন্থি সাময়িক শক্তি থেকে। গ্রাম্য রাজনীতির মত নিজেরাই করে বুড়োর গাড়ে দোষ ছাপানো বন্ধ করুন। সকলেই এখন সব বুঝে, স্বইচ্ছা যদি জনগণের অংশগ্রহন না হতো তাহলে এরকম পরিস্থিতি হত না।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

সাদা-কালো বলেছেন: হা হা আপনার ডানপন্থী ভেড়াদেরকে দেখলাম কাল বক্তৃতা দেয়ার সময় ক্ষমতার লোভে তাদের জিহ্বা কত বড় হয়েছে, এখন জিহবাকে কন্ট্রোল করতে পারছে না। শাহবাগের ছেলেদেরকে থ্রেট করতেছে। কারন শাহবাগের ছেলেরা নাকি ওনাদের এতদিনের ক্ষমতায় যাওয়ার সাজানো বাগান ধংস করে দিচ্ছে। গত বারের চুরি করা টাকাগুলো তো সব সেনা বাহীনির ভয়ে রাস্তায় ফেলে দিছিল। তাই এবার ক্ষমতায় না গেলে যে না খেয়ে মারা যাবে :P :P :P :P

১৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩১

মুসাব্বির৬৬৬ বলেছেন: আহ......... আমাদের এখানে যোগ্য নেতা খুব কম।

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৮

সাদা-কালো বলেছেন: প্রতিটি বিবেকবান মানুষই তার চেতনায় যোগ্য নেতা।

১৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:২৯

রানার ব্লগ বলেছেন: লেখক সাহেব ডঃ ইউনুস যে নির্লোভ এই কথা কে আপনার কানে কানে এসে বলে গেলো, আপনি কি তার গ্রামিন ব্যাংক প্রজেক্ট দেখেছেন, বাংলা হত দরিদ্র মানুষ গুল আর দরিদ্র হচ্ছে ঋণ এঁর চাপে।

জামাত শিবির নিপাত যাক বাংলাদেশ মুক্তি পাক, ফাঁশি ফাঁশি ফাঁশি চাই, রাজাকার এঁর ফাঁশি চাই।

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০১

সাদা-কালো বলেছেন: আমার যদি কিছু নাও থাকে তাও আমি চাইনা আপনি আমাকে মাগনা কিছু দিয়ে যান। মাগনা খাওয়ার অভ্যাস সবারই ত্যাগ করা উচিৎ।

রাজাকার নিপাত যাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.