নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

STRAIGHT FROM THE HEART

বাস্তবতার দুস্টচক্র

সাদা-কালো

Only because I'm telling you this story, doesn't mean I am alive at the end of it

সাদা-কালো › বিস্তারিত পোস্টঃ

লাশের স্তুপ বানাচ্ছে ৭১ এর হায়নারা - সরকারের পুতুল খেলা বন্ধ না হলে জনগনের আস্থা হারানো অনিবার্য।

১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭

আরো কিছু লাশ উপহার পেল প্রজন্ম চত্ত্বর। নারায়নগঞ্জ এর গনজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির নিরপরাধ ছেলে ত্বকি কে খুন করে ভাসিয়ে দিয়েছে শীতলক্ষ্যায়। আর গোলাম আজমের মামলার সাক্ষী আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই এর লাশ মিলেছে ফ্লাইওভারের নিচে। আর কত নিরীহ লাশ হলে সরকার বন্ধ করবে জামাত শিবিরের রাজনীতি। লাশ হওয়ার চাইতে চতুর এবং সচেস্ট হতে হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। বাংলাদেশের সিকিউরিটি সিস্টেম কলাপ্‌স করেছে, এই বিষয়ে কারো কোন দ্বিমত নাই। পুতুল খেলা বন্ধ করে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে এই সংকট থেকে মুক্তি দিন। অন্যথায় নিরাপত্তা ঝুকির কারনে জনগনের আস্থা হারানো সময়ের ব্যাপার। লাশের স্তুপ বানিয়ে সরকারকে ব্যার্থ করার যে পরিকল্পনা নিয়েছে জামাত-বিএনপি, তাদের সফলতা আলোর মুখ দেখতে বেশি সময় নিবে না, তা এখনি অনুমান করা যায়। মানুষের জীবনের নিরাপত্তা দিতে না পারলে সরকারকে ব্যর্থ বলা যাবে না কেন এই মর্মে নোটিশ দেয়া হোক। জামাত-শিবির এর মদদ পুস্ট বিএনপির মাঝে ৭১ এর চেতনা কখনো আসবে কিনা জানি না, তবে অন্তত তাদের বিবেকে মনুষ্যত্ব শব্দটি স্থান পাক।

জয় বাংলা।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫০

কাউসার আলম বলেছেন: আওয়ামী লীগ ও জামায়াতের অরাজকতা সৃষ্টির জন্য এরা নিজেরাই দায়ী থাকবে। তাই এসকল খুন, হত্যা, ভাংচুর, অগ্নিসংযোগ-এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।নাকি এগুলো সরকারের মদদে হচ্ছে? সরকার কি ফায়দা লুটার চেষ্টা করছে?

১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৬

সাদা-কালো বলেছেন: নিজের বিবেক রাজনৈতিক দলের কাছে বন্দক রেখে বেঁচে থাকতে চাইলে সেই পথ থেকে আপনাকে সরানোর ক্ষমতা আমার নেই। তবে একটা সময়ে গিয়ে বিবেকের কসাঘাত থেকে মুক্তি পাবেন না, এটা হলফ করে বলতে পারি।

২| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৭

সবুজ মেঘ বলেছেন: পোস্টের টাইটেল ঠিকাছে .... লাশের স্তুপ বানাচ্ছে ৭১ এর হায়েনারা, পুলিশ হায়েনাদের সরাসরি গুলীতে শতাধিক মৃত্যু....

১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৭

সাদা-কালো বলেছেন: সহমত। তবে মাথায় রাখতে হবে - পুলিশও মানুষ। তাদেরও সহ্যের সীমা আছে।

৩| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৫

যোগী বলেছেন: এটা খুবই সত্যি কথা

১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৮

সাদা-কালো বলেছেন: জি

৪| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৮

যোগী বলেছেন: শুধু জামাত-শিবিরের সমর্থকদের পক্ষে এত বড় হত্যাকান্ড চালানো সম্ভব না।

দেশে বিভিন্ন যায়গায় ফোন করে জানলাম বিএনপি জামাত জোটবদ্ধ হয়ে এই সব তান্ডব চালাচ্ছে।

১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৯

সাদা-কালো বলেছেন: সহমত। মিডাম যখন নিজে বিভতস রাজনৈতিক পরিকল্পনার ঘোষণা দেন, তখন তার অনুসারীরা সেটাই করবে। আমরা তবুও এদেরকে চিহ্নিত করতে চাই না। কারন আমরা বিবেক বর্জিত।

৫| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩১

দায়িত্ববান নাগরিক বলেছেন: জামাত-শিবির এর মদদ পুস্ট বিএনপির মাঝে ৭১ এর চেতনা কখনো আসবে কিনা জানি না, তবে অন্তত তাদের বিবেকে মনুষ্যত্ব শব্দটি স্থান পাক।

১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪০

সাদা-কালো বলেছেন: আমিন

৬| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

কলাবাগান১ বলেছেন: জামাত-শিবির এর মদদ পুস্ট বিএনপির মাঝে ৭১ এর চেতনা কখনো আসবে কিনা জানি না, তবে অন্তত তাদের বিবেকে মনুষ্যত্ব শব্দটি স্থান পাক।

১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪০

সাদা-কালো বলেছেন: আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.