![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Only because I'm telling you this story, doesn't mean I am alive at the end of it
জীবন আপনাকে মাঝে মাঝে এমন এক চৌরাস্তায় এনে নামিয়ে দিবে যেখানে দাঁড়িয়ে আপনি উত্তর-দক্ষিন-পূর্ব-পশ্চিম কিছুই খুজে পাবেন না। কি করবেন তখন? শুধু চিৎকার করে বলতে ইচ্ছা করবে - আমি কোথায়???? আমি কোথায়??
-ম্ম্ম্ না না, তা কি করে হয়! আপনি সমাজকে পথ দেখানোর কথা ছিল। আর সেই আপনি চিৎকার করে পথ খুজে বেড়াবেন??? এটা অসম্ভব। তাহলে সমাজ যে আপনাকে অথর্ব বলে গালি দিবে !!
হুম। আপনি অথর্ব। এটা মেনে নিয়ে প্রচন্ডরকম গরমের মধ্যেও চুপ-চাপ কাথা মুড়ি দিয়ে শুয়ে থেকে নিজেকে লুকিয়ে রাখতে চাইবেন। হয়ত কিছুদিনের জন্য সফলও হবেন। কিন্তু কি-বোর্ডে আঙ্গুল ঘুরানোর যে বিদ্যা আপনি শিখে বসে আছেন সেটা আপনাকে বেশিদিন চুপচাপ থাকতেও দিবে না। খুব ইচ্ছে হবে চোখ মুখ বন্ধ করে কি-বোর্ডে সমানে আঙ্গুল ঘুরাতে। কিন্তু সেই সৌভাগ্যও আপনার হবে না। আপনি তখন নিজের কাছেই বন্ধি।
আমরা সত্যিই বন্ধি। যতটা না সমাজের কাছে বন্ধি, তার চেয়েও বেশি বন্ধি আত্মসম্মানের কাছে।
--------------------------------------------------------------------
হে খোদা!!! তোমার স্রিস্টির সেরা জীব কথিত জন্তুর চেয়েও ভয়ঙ্কর।
--------------------------------------------------------------------
সম্ভাব্য আগামি পর্বঃ সাডেনলি সোল ইন রিমান্ড
©somewhere in net ltd.