নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১২৩৪

লীনাস

মিউজিসিয়ান

লীনাস › বিস্তারিত পোস্টঃ

মীরাবাই

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৪

মীরা বাই কে লাস্ট দেখে ছিলাম রেডিও কলোনীতে এরপর সাবু রোড কিংবা কলোনীর বাজারের ডিপোতে আর দেখা যায় নি তাকে হুম্ম তখন অপারেশন ক্লিনহাট চলছিল দেশে তখন আমি মডেল স্কুলে পড়ি।কিছু একটা হয়ে ছিল ।কলোনীর ছেলেদের তাকে ফলো করার এক্স ট্রিম ট্রেন্ড ছিল।সম্পূণ অরাজনৈতিক ছিল সে।সব সময় রুদ্রের কথা বলত।চেঞ্জ পরত ,সাবু রোডের গোপালের লাইব্রেরি তে মাঝে মাঝে আসত।আমার তার সাথে দেখা লাইব্রেরি তেই।বাবরি চুলের মাঝে চেঞ্জ পড়া লোকটা কে প্রথম দেখে সাম্যবাদ,সাম্রাজ বাদ এই শব্দ গুলো মাথায় আস্তে শুরু করল বাট আমার তখন চে তত্ত জানার বয়স হয় নি।লাইব্রেরি থেকে বের হয়ে মীরা বাই এর পিছু নিলাম একদিন দেখলাম পোলাপান দের রাস্তাঘাটেই গীটার শিখায় হুম্ম এইটা এ মাইনর এইটা জি মেজর সেই সাথে স্ট্রিমিং প্যাটান এর লেসন ।তাকে ঘিরে রাখত কলোনী নন কলোনী সবাই । রেডিও কলোনী সহ আরো আশে পাশের কলোনীতে মেজর প্রবলেম ছিল সিনিয়র জিনিয়র সমস্যা বাই এর সাম্রাজবাদ তত্তে কিভাবে পো্লাপান গাড়াতে হয় দেখে ছিলাম। মে বি ক্লিনহাটের পরই হাওয়া।পোলা্পান মিলে খোজ নিয়ে ছিলাম তার কমলাপুরের চার তলা ছাদের বাসায় জি ওই টূকূ সাহস আমাদের হয়ে ছিল।এটা মেমর এবল কারণ ছাদ তার স্পট ছিল। দেখলাম চারদিকে বই এর ছেড়া অংশ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ,ইংরেজী গানের ডায়েরী,পুরান নাইলন তারের অ্যকুস্টিক,সিগারেটের পেকেট,অনেক ইংরেজি লেখকের বই ,একজন এসে আমাদের চলে যেতে বলল কারন জানাল বেশি ক্ষণ থাকলে জামেলা হতে পারে,এরপর থেকে বোঝার বাকি ছিল না মীরা বাই কতটা টেলেন্ট,কারণ সেভেন ক্লাসে পড়া আমি তার ইংরেজী কাভার গুলো বুঝতে পারতাম এমিনেম,জিম মরিসন হতে জজ মাইকেল গাইতেন অঞ্জনদার গান।তার অনেক ঘনিস্ট জন কে চিন্তাম।তাদের পড়া শোনার ব্যাক গ্রাউন্ড হাই অনেক।কখনও মীরা বাই এর পড়া শুনা উদ্ধার করা যায় নি।আজিজ আমার ফেভারিট মাকেট এখানের পাঠক সমাবেশ এ মীরা ভাইয়ের ঘনিস্ট জনদের আগমন দেখি মাঝে মাঝে তাদের কেউ এখন মুক্তমনার লেখক,কেউ সাম্যবাদী কমিনিউস্ট, ব্লগার তাদের কাছে ও মীরা বাই গুম। আমি জানি রাজনৈতিক পট পরিবতন খুব খারাপ জিনিস এই উপমহাদেশীয় কালচারে।কত মীরা বাই লাপাত্তা এই রাজনৈতিক জেনারে ।শাহাবাগে অনেক মীরা ভাই দেখি মুক্ত মনা ও মুক্ত বুদ্ধির প্র্যাকসিস করে তারা নাকি আমার কাছে ফেইক মনে হয় সব ।আমি জানি লাইম লাইটে আসার জন্য তারা এই সব করে।ইদানিং নানা কারনে বিভিন্ন স্পটে ঘুরা ঘুরি করি। দেখি পোলাপাইন অ্যকস্টিকে ডেফির গান গায় মীরা ভাই কে নিয়ে তাই মনে পড়ে গেলো বাই কে। গাজার নৌকা পাহাড় তলী যায় ও মীরা বাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.