নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশপ্তক কালের বুকে বিদ্রোহী আমি, চির বিপ্লবী মহাজাতক!

কবি ইমতিয়াজ হোসেন

কালের কবি

কবি ইমতিয়াজ হোসেন › বিস্তারিত পোস্টঃ

"তবুও সে তো চেনা নয়"

২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬



খুব চেনা মনে হয়

তবুও সে তো চেনা নয়?

দেখেছিলাম তারে শরতের পূর্ণিমা রাতে

হয়তো বা কোন হেমন্তের মোহময় প্রাতে,

দেখেছিলাম তার রুপালী আভা

মলিন হয়েছিল যেন সুধাংশুর প্রভা,

হারমেনেছিল কল্পনার মোনালিছা

ক্লিওপেট্রার রুপ যেন হয়েছিল মিছা!

তুমি কি মানষী

নাকি গ্রীসের আফ্রিদীতি!

তুমি তো এত আপন ছিলে

পর হলে কোন ছলে?

হয়তো তোমার রাজ্য জয় করে নিয়েছিল হীরাক্লেউস

অথবা তুমি ঘুমিয়ে পড়েছিলে সোনার কাঠির পরশে

তারপর তোমার ঘুম ভাঙলো,

তুমি তখন মায়াবী জগতে

তোমার মোহ তখনো কাটেনি!

আমিও জেগে আছি

যেন অতৃপ্ত পিয়াসা এখনো মেটেনি!

যেন এখনো এ চোখ ঘুমুতে পারে না

সে মায়ার ঘোর এখনো কাটেনি যেন

এখনো তারে চেনা মনে হয়....!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.