নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশপ্তক কালের বুকে বিদ্রোহী আমি, চির বিপ্লবী মহাজাতক!

কবি ইমতিয়াজ হোসেন

কালের কবি

কবি ইমতিয়াজ হোসেন › বিস্তারিত পোস্টঃ

....মনে রেখো পদ্মা ...ইমতিয়াজ হোসেন

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৩

তব জলস্রোত ভেসে চলে নিরন্তর



পাড়ে পাড়ে সাজিয়েছো তুমি অবিরাম নগর বন্দর



দেখা হয় তব সাথে মোর নিরবধি



হৃদয়ের বন্ধু করার সুযোগ দিও বিধি !



জীবন আমার বয়ে চলছে



তোমার মতই হে পদ্মা?



মম হৃদয় যেন আজ পবিত্র সফেদ সাদা!



এসেছি তোমার পাড়ে,ক্ষণিকের অতিথি



আবেগে জড়াইলে মোরে দিয়া পুষ্প বিথি



ধীরে ধীরে পথ চলি ,নাহি ফুরায় পথ



যেন বিষম বিজয়ে তুমি চলেছ বিজয়লক্ষীর রথ!



মোরে দিলে সৌন্দর্য ,ভালোবাসা অসীম



দিলে মিষ্টি হাসি মাঝির,দূরের কোলাহল



পেয়েছি দূর দিগন্ত ,ঠান্ডা সমীর কোমল



বেলা বয়ে গেল,মাঝি চলে গেল ,দূর থেকে আরো দূরে



সূর্যের আলো তখন গিয়েছে সরে



বিটপীর সারি গুলো থমথমে



তবুও সজীব প্রকৃতি যেন সেজেছে নতুন বেশে!



পথিক চলিল পথ আমায় পানে হেসে!



ঐ দূরে কে ডেকে চলে



হয়তো কাহারো বিদায়ের কথা বলে।



আমি দেখিলাম তব স্রোত ,নগ্ন জল



শান্ত কোমল,কখনো হয়ে উঠে বিলাসী উন্মত্ত কোলাহল!



আমি দেখেছি তব কোমলতা,ঐ দূরে দিগন্তের খেলা



তোমার উদারতা যেন বিলাসীতার মেলা।



দূরে মুয়াজ্জিন হেঁকে চলে আজান



অনেক পাপীর শেষ হল পুণ্যস্নান



অনেক হল দেখা,বিদায়ের পালা



মনে রেখো পদ্মা,মম স্মৃতি ভেলা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.