নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশপ্তক কালের বুকে বিদ্রোহী আমি, চির বিপ্লবী মহাজাতক!

কবি ইমতিয়াজ হোসেন

কালের কবি

কবি ইমতিয়াজ হোসেন › বিস্তারিত পোস্টঃ

জাগিয়া উঠিছে প্রাণ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৬

বহুদিন পর জাগিয়া উঠিছে প্রাণ

শুনিতেছি কানপেতে বিজয়েরও গান। মায়ার বাধন আজ দিলাম কেটে

জরা মৃত্যু পায়ে ঠেলে

জেগেছি নতুন কবি

সোনালী আলোর নতুন রবি

আমি আজ চির তরুণ প্রেরণার বিপ্লবী।

এসেছি যুগে যুগে ,আসিবো নতুন রুপে

হয়তো আমি নই,অন্য কেহ

সজীব করিবে মৃতপ্রাণ,জাগিবেতোমাদের গেহ!

বিজয়ের পথে দেখেছি কত বাধা

কত বীরের শিরে বসেছে কত যাতনার থাবা

মৃত প্রায় আমি কেঁপেছি কতবার

জেগে জেগে কেঁদেছি অনিবার!

বেঁচে নেই আমি,অসার অথর

তবুও কে যেন গাইলো আজ বিজয়ের গান

মৃতদেহে সঞ্চারিল নতুন প্রাণ।

বিপ্লবের পথে কত বীর মরে

কত সাফল্য বিরহের কথা লিখা থরে থরে

তবুও আমি হব মিত্যুঞ্জয়ী

কালের বুকে অবিনাশী কান্ডারী।

আমি আজ তরুণ,নতুনের কবি

গাই তোমাদের গান

যুগে যুগে ভাঙাই আমি অভিমানীর মান!

কত বীর মারা যায় পথে

কত আহাজারী দেখি বিজয়ের রথে

তবুও ভিতুনই আমি,নাই বিজয়ের দাবি

কঠিন শপথে শুধু লড়াই করিতে জানি!

আমি জেগেছি নতুন বেশে

অনুভূত আজ অসীম শক্তি

ছিলো যা অন্তরালে

এসেছে নতুন হাসি হেসে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.