নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশপ্তক কালের বুকে বিদ্রোহী আমি, চির বিপ্লবী মহাজাতক!

কবি ইমতিয়াজ হোসেন

কালের কবি

কবি ইমতিয়াজ হোসেন › বিস্তারিত পোস্টঃ

বীরের আহ্বান

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

শত সহস্র বছর কেটে গেছে উদাস মনে

প্রত্যাশার সূর্য ডুবেছে তাই অচেনা ক্ষণে ।

তুমি আশায় থাকো ,আসিবে শান্তি

যুগান্তরের জ্বলোচ্ছ্বাসে ডুবিবেনা তব তরী ,

আসিবেনা পরাজয় ,সন্ধিবন্ধনে ক্লান্তি !

তুমি হাঁটিতেছ পথ ,একা সদূর

কখনো রাখোনি সন্ধান মোর !

একাই চলেছিলে মসজিদ পানে

ডাকোনি কভু ,আমি চলেছি গোর ।

এই তো এখন রক্তাক্ত যুগ

ঢালিতেছি রক্ত ,ভেসে চলে অন্যায়

তবুও তোমার বিলাসিতা বহু ,উচ্চ অট্টলিকায় !

আমি রক্তাক্ত হেতু রণক্লান্ত

হাজার বছরের কাতর ঘুমে শ্রান্ত !

তুমি স্বপনে মগন ,পড়ন্ত বেলায় জড়িয়ে কম্বল !

আমি যোদ্ধা পিছুটান নাই ,হারিয়েছি শেষ সম্বল !

এতটুকু সুখ হেরি , মুক্ত তব আদর্শ

দেখনি কভু জাতির ভালে লেখা চিরকলঙ্ক ,

ঘুমিয়ে আছো তুমি,শোভিত তব পালঙ্ক

তব বিলাসিতা হেরি’

যেন বিধি আজ ক্লান্ত, বড়ই বিমর্ষ !

কাটাইলে সুখে দিন ,মুখে শোনাও ধর্মবাণী

ঠুলি তুলে দেখনি কভু ,আমি তৃষ্ণার্ত ,

হাতে তব হটকারীতার পানি !

করিয়া চক্রান্ত , ঢালিয়া অমৃত বাণী

যে শিখরে উঠিতেছ তুমি

ভাঙিবে সে যে ,নিরজনে বঁধু

খেয়ালী খোদার চরণ চুমি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সাধু ভাষার ব্যবহার বহুদিন পর পড়লাম।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: কিছুতা গুরুচণ্ডালী দোষ আছে । তবে ছন্দের জন্য মেনে নিয়েছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.