নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশপ্তক কালের বুকে বিদ্রোহী আমি, চির বিপ্লবী মহাজাতক!

কবি ইমতিয়াজ হোসেন

কালের কবি

কবি ইমতিয়াজ হোসেন › বিস্তারিত পোস্টঃ

....জোত্স্না স্নান

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

বেলা শেষ হয়ে গেছে গোধূলী লগনে

হিয়ার বিষণ্নতায় হৃদয় কেন উদাস মগনে !

হেঁটেছি আমি বহুপথ ,শুনশান রাস্তা ধ’রে কোন এক মৌনতায় !

হয়তো হেসেছিলাম শিশুর ক্লান্ত খেলায় !

তবুও হৃদয়ের ক্ষত মিলিতে নারি

বিষাদ মননে হেরি মলিনতার বারি !

খেলা শেষে ফিরে আসে পাখি ,উদাস পথিক আমি ,

তবুও সুধাকর তব সৌন্দর্য ভুলিতে নাহি পারি !

কোলাহল ছাড়ি ,কোন আশ্রমের চূড়ায়

জেগে আছি একা

শত নক্ষত্র ,গ্রহ মাঝে তব সাথে দেখা !

হেমন্তের মেঘগুলো ছুটেছিল নিরুদ্দেশ

হিমেল হাওয়া বুঝি পেয়েছিল উদ্দেশ !

এই ভরা সাঁঝে ,প্রকৃতির মৌনতা মাঝে

ঝিঁঝিঁ পোকা ডাকে

কোন এক উদাসী পাখি কোথায় লুকিয়ে থাকে !

মন আজি প্রশান্ত ,বিটপীর সারিগুলো ক্লান্ত ,

রাতের তারাগুলো ক্ষয়ে ক্ষয়ে অবশেষে শ্রান্ত !

ওগো চাঁদ তব সৌন্দর্য হেরি’

ঘরে থাকিতে নারি

কোন অবেলায় যেন মরি ! মরি !

গোপন প্রিয়ার চকিত ব্যথা আধো আধো অস্ফূট স্মরি !

তব পাষাণ সৌন্দর্যে কোন এক বুড়ি এঁকেছিল কলঙ্ক রেখা ?

যেমতি হাজারযুগ ধরে সফেদ হৃদয়ে ললাটের দুঃখ রেখা ।

ওতো কলঙ্ক নয়,নহে অভিমান !

কোন এক বিজয়িনী রাণীর কপট সম্মান !

ক্লান্ত হিয়া জুড়াই আজি ,পিয়ে অমিয় সুধা

তব রুপ যুগ যুগ হেরি’ মিটিবে না মোর অতৃপ্ত ক্ষুধা !

পাষাণ দুনিয়া মাঝে এই ভরা সাঁঝে

উলঙ্গ লাজে

করিতেছি জোত্স্না স্নান !

হাজার বছর দিয়ে কিরণ

ক্লান্ত তারা ,নক্ষত্র ,অংশুমান

ভালোবাসার দেবী তুমি ,নিষ্কলঙ্ক তব সম্মান ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.