নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশপ্তক কালের বুকে বিদ্রোহী আমি, চির বিপ্লবী মহাজাতক!

কবি ইমতিয়াজ হোসেন

কালের কবি

কবি ইমতিয়াজ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আর নাহি দেখি তব আঁখি

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

বেঁচে আছি ,যেন টিকে টিকে থাকা ,চলার পথ আঁকা বাঁকা

বাঁধনের টানে , আবেগের গানে

হৃদয়ের সব দুঃখ ভোলা ,

কারো অনুরাগে মনের প্রকোষ্ঠ গুলো ফাঁকা ফাঁকা !

কাগজের মোড়কে ,প্রশস্ত রাস্তায় সিগারেট টেনে চলা যুবক ,

চেয়ে থাকে যেন প্রতিপায়ে পায়ে নির্লিপ্ত চোখ !

ভালোবাসা মানে , হরমোন গানে

কোন তরুণীর বুক কাঁপে

প্রেম অভিমানে ।

তবু আমি একা সড়কে

খালি মুখে ,খুঁজে ফিরি যেন তারে

সুখের ফোয়ারাতে ভেসেও রাখে অমৃত পেয়ালা ভ'রে !

এইতো সেদিন , পথ ভুল করে আসা

মেকী সভ্যতায় ,লালসায়

পাখি হয়ে হৃদয়টা খাঁচা খাঁচা ।

তবু তুমি চকলেট খামে ,নীরব অভিমানে

হয়তো একা ,হঠাত করে দেখা

রাতে প্রাতে কথা কানে কানে !

পুশু মানুষে এককার প্রতিকোনে

মানবতা যেন পিপীলিকা গৃহকোনে ,

হয়তো আমি ,একটু থামি

গান গেয়ে তুমি চঞ্চল মনে মনে !

দেখেছি আমি চায়ের কাপে ,কাঁপা কাঁপা হাতে

শীতের মোহিত রাতে ,রাগ প্রতিঘাতে

ভেঙ্গে ভেঙ্গে আমি ,ভেসে চলা স্রোতে

আর নাহি দেখি তব আঁখি পাতে ।।



.......চর কমলাপুর ফরিদপুর ,আঠারো জানুয়ারী দুইহাজার চৌদ্দ ।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

বেলা শেষে বলেছেন: দেখেছি আমি চায়ের কাপে ,কাঁপা কাঁপা হাতে
oh, beautiful.

২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: থাঙ্ক ইউ

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

কামরুল হাসান জনি বলেছেন: চমৎকার! ছন্দগুলো অনেক ভালো লাগলো।
এমন সুন্দর একটি কবিতা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।

“আমি মুগ্ধ হই
প্রতিনিয়ত মুগ্ধ হই,
যখন হাতে নেই কবিতার বই
পঙ্তিতে পঙ্তিতে মুগ্ধ হই।”

৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৬

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.