নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশপ্তক কালের বুকে বিদ্রোহী আমি, চির বিপ্লবী মহাজাতক!

কবি ইমতিয়াজ হোসেন

কালের কবি

কবি ইমতিয়াজ হোসেন › বিস্তারিত পোস্টঃ

একটি বাস্তবতা

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২১

কাল গাইনি ওয়ার্ডে প্রথম স্বাভাবিক সন্তান প্রসব দেখলাম ।

অস্বাভাবিক রকমের কষ্ট হচ্ছিল মেয়েটার । কিছু অংশ কেটে দিল এক ইন্টার্ণ ডাক্তার ।

অনেকক্ষণ পর একটা বাচ্চা হল ,সেটি তার কান্না দিয়ে জানিয়ে দিল আগমনী !

বাস্তব অভিজ্ঞতা পেলাম সন্তান জন্মদানের ,অনেক কষ্টের ছিল ওটা । এজন্যই মনে হয় একটা মায়ের কাছে তার সন্তানের দাম এত বেশি ,কিন্তু এর পরেও খারাপ লাগবে তখনি যখন এই সন্তান অন্য কোন রমণীর কোলে শুয়ে তার মাকে ভুলে যাবে বা একমুঠো খাবার দিবে না ,বা বিরক্ত হয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে !!

ওদের কি কখনো ক্ষমা করা যাবে ??

ওরা কি তখনো মানুষ থাকবে !!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৫

নানাভাই বলেছেন: ঠিক কইছেন, দুনিয়াতে এই রকম বহু হারামী আছে; যারা বউ পাইয়া মায়রে ভূলে। এইখানে দেখুন

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৯

ভিটামিন সি বলেছেন: হুম। চিন্তার বিষয়। তয় আপনি দেখলেন। আপনি কি ওই মহিলার স্বামী?? না হলে তো আপনি দেখতে পারেন না, তাই না??

৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

স্বপনচারিণী বলেছেন: মা তো মা-ই। তাঁর কি আর তুলনা হয়!

৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: একদম ঠিক নানাভাই

৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: আমি আসলে মেডিকেল কলেজে পড়ছি #ভিটামিন সি

৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: ঠিক স্বপ্নচারিণী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.