নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশপ্তক কালের বুকে বিদ্রোহী আমি, চির বিপ্লবী মহাজাতক!

কবি ইমতিয়াজ হোসেন

কালের কবি

কবি ইমতিয়াজ হোসেন › বিস্তারিত পোস্টঃ

এতদিন পর অবশেষে

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৮

এতদিন পর অবশেষে

লোহিত আবেশে

তব সাথে দেখা !

এতদিনে আমি ভেঙে ভেঙে

ভেসে গেছি দূরে

তুমি শুনেছিলে গহীন বনে

মেতেছিলে মূর্ছাতুর মগ্ন সুরে !

বনের আড়ে হেরেছিলে ,মিলেছিলে

হেসেছিলে কারো সাথে

এতদিন পর আমি দেখিনি তব আঁখি পাতে !

কত রজনী কেটেছিল ,

ছিলেনা তুমি ,একাকার দিবারাতি!

এমন কেন হয় !

অবেলায়

চাইনা যারে , তারে কাছে পাই

হারানোর ভয় নাই !

দেখিনা সেই হাসিমুখ ,হারানো সুখ

এখন কাঁদো কাঁদো তব মুখ

হয়তো হারিয়ে গেছে তব প্রিয়জন

তাই এই আয়োজন !

তুমি ছিলে কারো আপন

কারো একান্ত ,বেঁচে থাকায় প্রয়োজন !

হারিয়ে গেছে হারানো জন

তাইতো বিষাদ মনন !

আমি উদাস ,ভালোবাসি ,হাসি

নীরবে কাঁদি দিবারাতি!

দেখনি তুমি , বেদনার বেলাভূমি !

এখনো দেখি তব হাসিমাখা মুখ

একটু হেসে ,ভালোবেসে হয়তো হারিয়ে যাবে ,

তোমার ভালোবাসা অন্য কেহ পাবে ।

হয়তো আমি থাকবো ,যেমন ছিলাম

হয়তো বহুযুগ পর-

একটু হেসে ,

এতদিনে তোমায় পেলাম অবশেষে ।।

Faridpur-চরকমলাপুর বয়েজ হোস্টেল 21.1.14.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.