নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশপ্তক কালের বুকে বিদ্রোহী আমি, চির বিপ্লবী মহাজাতক!

কবি ইমতিয়াজ হোসেন

কালের কবি

কবি ইমতিয়াজ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মায়ের হাসি

৩০ শে মে, ২০১৪ সকাল ১১:৫৩

মা ,ওগো মা ,

তব চরণ ধূলি

রাখি মম মরমে !

তব অপমানে আমি মরে যাই লাজে শরমে !

দিগ্বিজয়ী আমি ,ধ্বংসের রথে সর্বগ্রাসমান

মম উতশৃঙ্খল পদঘাতে ধূলিত যত শৃঙ্খলিত রাজ্য ,বিজয়ী আমি ,অভিমন্যু ত্রাসমান !

তবুও আমি ব্যর্থ হতে ভালোবাসি ,

যদি দেখি যোজন যোজন মায়ের শুভ্র হাসি !

আমি তাহার অপলক চোখের চাহুনি হেরিতে

শতবার পরিব ফাঁসি !

ভালোবাসি মাগো ?

ওগো তোমার মুখের হাসি !

আমি হাজার বছর ধরে ঘুরিয়া ফিরিয়া

কেঁদেছি দিবানিশি

কেঁদেছি আঁধারে ,খুঁজেছি আশ্রয়

তব আঁচলের নীড়ে প্রশান্তির ছায়ায়

তুমি যেন মোর পূজনীয় ঋষি !

ওগো মা ?

তিল তিল ক'রে গ'ড়েছিলে মোরে

তব গর্ভের 'পরে,

তব দুগ্ধ স্রোতে বেড়েছিনু হায়

শোধিবে কি সে দান ?

ঐ দানে তুমি মহিয়সী নারী ,অমলিন সম্মান !

কতটুকু ছিনু ,এই ক্ষুদ্র প্রাণ

তব দানে , হাসি গানে

আমি উন্নত , উল্লাসিত সংগ্রাম !

তবু ভুলে যাই , কারো গান গাই

আলেয়ার খেলায়, এই আছে এই নাই !

কারো গান গাই !

কত তরঙ্গ বিধৌত স্রোতে ভেসে চলা হাইড্রা সম ঘুরে ফিরে

ক্লান্ত আমি

দেখিনাই তব মুখ

যাহার হাসিতে শতবার মরেও বাঁচিতে জানি

মাগো? পৃথিবী ছলনাময়ী নারী !

শ্রান্ত পৃথিবীর বুকে কত লাঞ্ছনা শুনি

কখনো শুধাইনি মাগো ? কেমন আছো তুমি ?

এমনি অমৃত দুরে ঠেলে হায়

জীবন কেন বিষাক্ত পেয়ালায়

নিশিথে খুঁজে ফিরি মাগো ?তুমি কোথায় ?

কত কেঁদেছি আমি

দিবারাতি নাহি থামি

কেউ শুধায়নি আজো হৃদয়ের কথা

মম ললাটে লেখা গুমরে উঠে ব্যথা

তুমি ছাড়া মাগো কে বুঝিবে সেসবে

কে দেবে মোরে সান্ত্বনা

তাই তো তুমি মা !

অতটুকু নুয়ে পড়া তনু

যবে ছোট ছিনু

রোগে শোকে মর্মর প্রাণ

কেমন করে সেবিছো তুমি

শুনেছিলেম ঘুমপাড়ানির গান !

কাতর কণ্ঠে যবে জ্বরে ভুগে

শয্যায়

ঘুম ছিলোনা মাগো ঐ চকিত চক্ষে

জেগে জেগে কত বিলাপ

আজো লেখা আছে মোর মজ্জায় !

আর ঐ ছিন্ন শয্যায় !

কত প্রদীপ নিভে যায় কত ঘরে

নিভেনি তবু তব প্রদীপ শিখা

আমি আছি তব প্রদীপ হয়ে

চক্ষে চক্ষে প্রতিক্ষণ অনুখনে !

মাগো কত রাতি কেটেছিলো অনাহারে

কেউ শুধায় না ওমন করে

খেয়েছিস খোকা ?

পৃথিবী বদলে গেছে ,আজো আমি আছি এতদূরে

তবু শুনে ফিরি ?তুই এত বোকা !

আমি আজো ফিরে চলি রুধিরাক্ত খেলায়

অবেলায় মনে পড়ে তোমায় মাগো

প্রতিক্ষণে

কত হাসিমুখ দেখি ,কত প্রাণ

কী হতে পারে অত পবিত্র মাগো তোমার কণ্ঠের গান !

যে গান শুনে তৃষিত চাতক

ঘরে ফিরে আসে ,ভাঙে অভিমান !

মাগো , এ পৃথিবীর বুকে কত বীরের রাজ্য

ঐ নেপোলিয়ন ,অটোমানের সাম্রাজ্য

পায়ে ঠেলে দিতে জানি

শুধু তোমার হাসির জন্য মাগো !

তোমার সন্তান আজ কত বড়

কত জ্ঞানীগুনি ,

তবু তব ধৈর্য্যের কাছে পরাজিত আমি

জ্ঞানের সঞ্চারিণী ,

ওগো মা সে'যে তুমি ;

তাইতো তব চরণ চুমি !

ও ধূলায় লুকানো মোর বেহেশতের চাবি

মাগো তোমার ঐ তৃপ্ত মুখেই খুঁজে পাই ফেরদাউসের দাবি !

মাগো কত ব্যথা দিয়েছি ঐ বুকে

ঘাত প্রতিঘাতে অমানুষ আমি

কত ব্যথায় ঝ'রেছিল চোখের বারি

তুমি বলেছিলে ,ওরে বোকা সে অপরাধ ভুলেছি খোকা

তোরে অভিশাপ দিতে নারি !

ওগো মা ,মানুষ নও ?দেবী তুমি স্নেহের সঞ্চারিণী !

এ জীবন যুদ্ধের ঘাত প্রতিঘাতে

আহত আমি , ঘুরে ফিরি

তব আঙিনার প্রান্তে

সে জরামৃত্যুর ক্ষুধা

মুছে যায় পেয়ে

তব স্নেহসুধা !

মাগো এত ঐশ্বর্য ? পেয়েছো কোথায় ?

কোমল ছায়ায়

তিল তিল করে গ'ড়েছো মোরে

কি এক বলিদান ?

যুগে যুগে আমি ,দাসত্ব করি ,গেয়ে তব গান

শোধিবে না সে ঋণ !

কত প্রাচীন

তুমি তবুও অর্বাচীন !

আজি আমি সমৃদ্ধির প্রান্তে দাঁড়িয়ে

তবু ব্যর্থ হতে ভালোবাসি

যদি হেরি তব যোজন যোজন হাসি ?

তব চোখের অপলক চাহুনি দেখিতে মা'গো

শতবার পরিবো ফাঁসি !





মায়ের হাসি, ত্রিশে মে দুইহাজার চৌদ্দ ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:০০

পরিবেশ বন্ধু বলেছেন: যদি দেখি যোজন যোজন মায়ের শুভ্র হাসি !
আমি তাহার অপলক চোখের চাহুনি হেরিতে
শতবার পরিব ফাঁসি !

সুন্দর লেখনী , কবিতায় ভাললাগা +

২| ০১ লা জুন, ২০১৪ রাত ৩:২৯

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.