নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশপ্তক কালের বুকে বিদ্রোহী আমি, চির বিপ্লবী মহাজাতক!

কবি ইমতিয়াজ হোসেন

কালের কবি

কবি ইমতিয়াজ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর মিছিল

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৩:০২

এখানে মৃত্যুর মিছিল তোমাকে ডেকে ফেরে
না কোন যুদ্ধ না কোন রক্তক্ষয়ী সংঘর্ষ -
বেড়ে চলছে তবু মৃত্যুর মিছিল

এখনো মহামারী, ঝরে পড়ে হায় পৃথিবীর পরে
এ যেন এক অপরিশোধিত দেনা -
শত বছরের
বেড়ে গ্যাছে ক্রমে ক্রমে!

যারা চাপিয়ে দিয়েছিলো অযাচিত যুদ্ধ
খুনে রাঙিয়েছিল প্রান্তর, মরু, উর্বর এভিনিউ

তাদেরো খুনে একই কাতারে একাকার হবে জালিম-মজলুম

বুঝেগেছে তারা জীবনের কিমত!
একি তবে খোদার অবধারিত কিসমত ?

একি শুধুই অলৌকিকতা
নাকি ইনসাফ- উদারতা!

যারা পৃথিবীর বুকে হেনেছে ক্ষুধা-দুর্ভিক্ষ
এনেছে অসাম্য, অস্ত্র, পারমানবিক ক্ষুধা

দ্রুতই তারা পেয়ে যাবে তাদের অতীত পাপের সুধা!

আর মজলুম!
মৃত্যুর নেই পরোয়া,
হারদিন মরে এরা ভুলে গেছে জীবন-মৃত্যু খেলা!

এ এক প্রবল মহামারী,অনাবৃষ্টি-শিলা, করোনা, পঙ্গপাল, বন্যা কিংবা ভূমিকম্পে

সীমানা পেরিয়ে কন্টিনেন্টাল দেয়াল
ভেঙে গ্যাছে রুক্ষ ভাইরাসে -

এ যুদ্ধ অমানবিকতার, সীমালঙ্ঘনের
যারা এনেছিলো অপরাধ, পাপ-তাপ ,আর
খোদার ধরাবুকে ধর্মহীনতা

যারা হেনেছিলো আঘাত বিবেক বুকে
হীন স্বাধীনতা ;

তারই প্রতিদান এই মাহামারী, এই ভাইরাস

ফিরে এসো তোমরা ইনসাফের পথে
অস্ত্র অবরোধ তুলে নাও
দাও স্বাধীনতা, খুলে দাও রক্তাক্ত জিঞ্জির
জেলের কপাট -

মুক্ত করে দাও গ্রেফতারি পরোয়ানা

সেই পৃথিবী হতে পারে এক চূড়ান্ত সত্য।

সেখানে নেই হিংসা, ক্রোধ, অসাম্য
সবাই একসাথে, একই তারকা একই আকাশের নিচে
সেই পৃথিবীতে যদি বাঁচি একদিন

তা হতে পারে চূড়ান্ত সাফল্য;

আহত মানব হয়ে, আত্মিক মৃত্যুতে যদি বেঁচে যাই সহস্র যুগ
মিথ্যা সে বেঁচে থাকা,
অবরোধে কোয়ারান্টিন আইসোলেশনে
তোমরা বুঝে গেছো

শতবছরের অবরুদ্ধ সাম্রাজ্য, প্যালেস্টাইন, কাশ্মীর
মিন্দানাও কিংবা উইঘুর!

এ এক নীরব প্রতিদান -

হে অবোধ সম্প্রদায়! তোমরা যারা নীরবে মেনে নাও সবি-

এই জুলুম, এই জালিমদের মসনদ
সেই অপরাধে তোমরাও সমান পাপী

তৈরি হও মৃত্যুর মিছিলে
দেনা শোধ দিতে হবে আপন খুন মাপি।।


২৭ মার্চ, ২০২০ ঢাকা।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫৪

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন।

২| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৩

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৪| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:০৪

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.