নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশপ্তক কালের বুকে বিদ্রোহী আমি, চির বিপ্লবী মহাজাতক!

কবি ইমতিয়াজ হোসেন

কালের কবি

কবি ইমতিয়াজ হোসেন › বিস্তারিত পোস্টঃ

বেসরকারি ব্যক্তিবর্গ থেকে অনুদান দাবি প্রসংগে

২৭ শে মার্চ, ২০২০ রাত ১০:৩৯

আপনি বেসরকারি ব্যক্তিবর্গ থেকে জেনারোসিটি দাবি করতে পারেন না।

এরা কি সরকার?

দেশের মাল্টিবিলিয়নিয়াররা, দেশের ক্রাইসিসে ডোনেট করবে কি করবে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার,

ক্ষমতার দাপটে চেয়ারে থেকে যেসব চোর হাজার হাজার কোটি টাকা বিদেশে লোপাট করছে সেই টাকা গুলার দাবিদার তো আমরাই -
প্রায়ই খবর পাই অমুক কেরানির হাজার কোটি টাকা বিদেশে পাঠায়ছে, অমুক ক্যাসিনো ব্যবসা করছে, অমুক কর্মকর্তার বিদেশে কোটি টাকার ফ্লাট, ব্যবসা, বার!

অমুক চোরাচালানকারী!
এসব টাকা জব্দ করা হোক, ইন্টারপোল, এফ বি আই এদের মাধ্যমে।

সেসব পাওনা যদি আদায় হত অন্যের অনুগ্রহে থাকা নিষ্প্রয়োজন ছিলো।
সবাই তার জাকাতের হক আদায় করুক
তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।


আপনি বা আমি মুসা বিন সমসের, ডক্টর ইউনুস,শিকদার গ্রুপ,আকবার সোবহান, কিংবা বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক,
তাদের নিকট থেকে অনুদান দাবি করতে পারিনা।

আমাদের দাবি হতে হবে সরকারের কাছে।
৫ লাখ কোটি টাকার বাজেট! এ বছর

আমাদের প্রধানমন্ত্রী এর সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করতে পারবে বলে আশা করি।

আর যেসব মহৎপ্রাণ ব্যক্তিগত উদ্যোগে সরকারকে সাহায্য করছে তাদেরকে অভিবাদন।

আমরা সব সময় ন্যায়ের পক্ষে।

জয় বাংলা।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১০:৫২

নেওয়াজ আলি বলেছেন: বড় বড় সম্পদশালীরা দেশের বিপদে চুপ কেন। :((

২| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.