| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি যেতে পারি ভুলে
কেঁদে-কেটে
এই যে তোমার বিস্তীর্ণ প্রেমে
ছিলাম মজে এতদিন
এতটা রাত এতটা প্রহর
এখনো কি হলোনা ভোর?  
এই যে প্রান্তে দ্যাখা তোমার আমার
গড়েছিলে প্রেম- 
ক্রমে ক্রমে স্বপ্নের বাসর
রাঙালে আমার ঘুমের শহর - 
ভুলে গেলে বেমালুম
অন্য প্রেমে ; অন্য কারো হাতে
অন্য কারো সাথে! 
বেধেছিলে ঘর
করেছিলে পর!
খুব কেঁদেছি, তবু আসেনিক' হায় অভিশাপ
যে মুখে ভালোবাসা ছড়ানো থাকে 
অভিশাপ আনা যে পাপ!  
তুমি থেকো ভালো, বুকে রেখে হাত
দেখো আকাশে স্নিগ্ধ যুগল চাঁদ -
না ঘুমিয়ে কাটিও রাতি
গল্প-কবিতায় নিয়ে নতুন সাথী
নাই বা হলেম তোমার কিছু আর
যতই হোক বিরহের এই পারাবার - 
ভালো থেকো তুমি,
অধরে রেখো গোপন  চুমি
এতকাল গ্যালো কেঁদে কেটে
যেতে পারি ভুলে পুনঃপুন বার
সেই পুরানো প্রেম তোমার-আমার!  
........... ............................   
ভালো থেকো
ইমতিয়াজ অর্ক 
১০.০৪.২০ উত্তরা।। 
২| 
১০ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:৩৮
নেওয়াজ আলি বলেছেন: নিপুণ