নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশপ্তক কালের বুকে বিদ্রোহী আমি, চির বিপ্লবী মহাজাতক!

কবি ইমতিয়াজ হোসেন

কালের কবি

কবি ইমতিয়াজ হোসেন › বিস্তারিত পোস্টঃ

কবিতা তোমাকে পড়ে মনে ভীষণ

২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৪

নিঝুম রাত্রিতে যখন মধ্য জোছনা আকাশে
তোমার দেয়া স্মৃতি গুলো হৃদয়কে করে আহত -
তোমাকে পড়ে মনে ভীষণ,
বসন্তের সেই প্রিয় গল্পগুলো,
অতীতের মোহনীয় স্মৃতি
হৃদয়কে ক'রে তোলে ব্যথাতুর
যখন তারা বর্ণনা করে,বলে যায় অব্যক্ত
আমার চোখ জলে ভিজে যায় -
তোমাকে পড়ে মনে ভীষণ।

এই বসন্তের গল্পগুলো
হয়ে গেছে গত, সবিই অনিন্দ্য সুন্দর
ফিরে এসে শুনিয়ে যায় তার প্রবল পালাক্রম
আমার চোখ জলে ভিজে যায়
তোমাকে পড়ে মনে ভীষণ।

শুধু এতটুকু বলে দিও
হে! অতীতের প্রিয়
যখন এই জোছনারাত তার স্বপ্নের জাল বুনে যায়
অনুরণন করে অবিরত
তোমাকে পড়ে মনে ভীষণ!

যখন এই বসন্তের প্রিয় স্মৃতিগুচ্ছ
ফিরে এসে তোমাকে ছুঁয়ে যায়
সেই ফেলে আসা দিনগুলো
ঘুম কেড়ে নেয় ,
জেগে থাকি একা সারারাতি
তোমাকে পড়ে মনে ভীষণ!

যখন তোমার দেয়া প্রিয় স্মৃতিগুচ্ছ
প্রতিটি দিনই কাঁদিয়ে যায় আমায়
দম যেন বন্ধ হয়ে আসে-
সব ভুলে ফিরে এসো
ফিরে এসো তুমি এই রুপালি রাতে
সব ভেঙেচূরে আমায়
স্বপ্নের ডালা সাজিয়ে-
জেগে থাকবো শেষ প্রভাতে
যেওনা হারিয়ে আর বহুদূরে।


(Tribute to Adnan Sami's Teri Yaad)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৫

বিকাশ দাস বলেছেন: ভালো লাগলো।

২| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৮

নেওয়াজ আলি বলেছেন: ভালো +

৩| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৪| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.