![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেক সরকারই বলে "বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রিক রাষ্ট্র । দেশের মালিক জনগণ । আমরা জনগনের জন্য কাজ করছি ।"
একবার ভেবে দেখুন তো ৩হাজার টাকায় ঢাকা শহরের মত একটি
ব্যয়বহুল শহরে একজন গার্মেন্টস কর্মী কিভাবে খেয়ে পরে বেঁচে থেকেও মাস শেষে বাড়িতে টাকা পাঠায় ! আপনি/আমি হলে পারতাম ?
শ্রমিকরা যখন মাসের পর মাস বেতন পায়না তখন কেউ জিজ্ঞেসও করে না, কেন শ্রমিকরা বেতন পাচ্ছেনা ! যেখানে ৩হাজার টাকায় চলাই দায় সেখানে আবার বেতন আটকে থাকছে মাসের পর মাস !
কিন্তু শ্রমিকরা যখন বেতনের
দাবিতে রাস্তায় নামে তখন
পেটোয়া পুলিশ বাহিনী তাদের উপর নির্মম ভাবে ঝাপিয়ে পড়ে ।
হেফাজতের ১৩ দফা বাস্তবায়ন হলে নাকি নারীরা বাইরে কাজ করতে পারবে না, নারী স্বাধীনতা ভূলন্ঠিত হবে । আর তাই প্রগতিশীল নারী সমাজ, মান-বধি-কার ও নারী মঞ্চ থেকে শুরু করে তাদের কে দিয়ে আন্দোলন পর্যন্ত করায় শুধু তাদের স্বার্থে । অথচ আজ যখন বেতনের দাবীতে নারী শ্রমিকরা মার খায় পেটুয়া বাহিনীর হাতে তখন এইসব ভন্ড প্রগতিশীল নারী সমাজ, মান-বধি-কার কাছে তখন নারী সমাজের অবমাননা হয় না !!
আবার কারখানায় আগুন লাগলে মালিক গেটে তালা মেরে শ্রমিকদের পুড়িয়ে মারে । নিম্মমানের উপকরণ দিয়ে ভবন তৈরি করা হয় । সেই ভবনে ঝুঁকির মধ্যে শ্রমিকদের কাজ করতে বাধ্য করে মালিকরা । যার ফলে প্রতিদিন লম্বা হচ্ছে শ্রমিকের লাশের সারি। আজ পর্যন্ত কোন সরকারী হিসাবের সাথে মেলেনি প্রকৃত লাশের হিসাব । অপরাধী মালিকের বিচার করেনি এই রাষ্ট্র । তাজরিনের খুনি মালিককে আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি । রানা প্লাজার ভবন ধ্বসে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কোন কার্যকর পদক্ষেপ নেয়নি সরকার । কিন্তু শ্রমিকরা যখনই এই খুনি মালিকদের বিচারের দাবিতে মাঠে নেমেছে পুলিশ তাদের লাঠিপেটা ও গুলি করেছে ।
আপাতদৃষ্টিতে দেশটা জনগণের বলা হলেও আসলে দেশটা মালিকদেরই । এই মালিকদের কোন অন্যায় সরকারের চোখে পড়ে না ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২১
চেতনায় তুমি বলেছেন: আমি ভাবতে ও পারি না !!!কিভাবে এত অল্প টাকা দিয়ে তারা জীবন যাপন করে......!!!!
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০১
ঢাকাবাসী বলেছেন: এদেশের রাজনৈতিক নেতারা মুলত ব্যাবসায়ী আর এরা তাদের গোষ্ঠির স্বার্থই দেখে যার জন্য সরকার সব সময়ই মালিকদের পক্ষেই কথা বলছে। আর এদেশের গার্মেন্টস মালিকরা দুনিয়াতে সবচাইতে নীচু স্তরের জা..জ হা..মীর বাচ্চা ব্যাবসায়ী।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০২
চলতি নিয়ম বলেছেন: বৌয়ের পকেট খরচ মানে কি?
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৩
ঢাকাবাসী বলেছেন: আমি দিল্লীর ১৬ ডিসেম্বরের গ্যাং রেপের আসামীদের চাইতে বেশী ঘৃনা করি এদেশের গার্মেন্টস মালিকদের।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু শ্রমিকরা যখনই এই খুনি মালিকদের বিচারের দাবিতে মাঠে নেমেছে পুলিশ তাদের লাঠিপেটা ও গুলি করেছে ।
আপাতদৃষ্টিতে দেশটা জনগণের বলা হলেও আসলে দেশটা মালিকদেরই । এই মালিকদের কোন অন্যায় সরকারের চোখে পড়ে না ।
......
শুধূ নাম বদল হয়েছে স্বাধীনতায়-, জনতার ভাগ্যের কোন পরিবর্তন হয়নি!!!!!!!!! শোষনে কোন পরিবর্তন নেই!!!
তখন করত পাকিরা এখন করে দেশীরা!!!!
জনতা সেই শোষিতই রয়ে গেছে !!!!!!!!
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
সিটিজি৪বিডি বলেছেন: বাংলার নারীরা এখনো অসহায়। বিয়ের আগে বাপের বাড়ীতে /বিয়ের পরে স্বামীর বাড়ীতে অনেক মেয়েকে নির্যাতন সহ্য করে থাকতে হয়।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৯
হৃদয় রিয়াজ বলেছেন: অসহনীয় এক পরিস্থিতি। যেখানে দাঁতে দাঁত খিচে সবকিছু মেনে নেয়া ছাড়া আর কিছুই করার থাকে না আমাদের মত ছাপোষা মানুষগুলোর।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৪
মোমেরমানুষ৭১ বলেছেন: ঢাকার এক পাশ্বে আমাদের ভাড়া বাড়ীতে কিছু গার্মেন্ট কর্মী ভাড়া থাকেন। ভাড়া ৩০০০টাকা। বেতন পান ৪০০০টাকা। একটু চিন্তা করে দেখুন তো তাদের অবস্থা গুলো..... মাঝে মধ্যে ভাড়া নেওয়ার সময় হলে তারা জানায় এ মাসে বেতন আটকিয়ে দিয়েছে, আগামী মাসে দিবে, পরে দিবে.. তাদের দেখে তখন নিজেকে খুব অসহায় লাগে........।