নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভক্তি চাই না

দেখা হবে ব্লগে.....।

চেতনায় তুমি

লেখতে লেখতে বলব.....

চেতনায় তুমি › বিস্তারিত পোস্টঃ

ষরযন্ত্র করে বার বার সফল হচ্ছে এ দেনশীয় রাজাকার/দালালদের কারনে..!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

দেশ স্বাধীনের পর পাট কলগুলোতে অসন্তোষ,



মহামারির মত পাটের গুদামে ও পাটকলগুলোতে আগুন এসবের





পিছনে কারা তখন কারা জড়িত ছিল তা টের পাওয়া যায় নাই ।



কিছুদিনের মধ্যেই যখন বাংলাদেশের পাট রফতানি ও পাটজাত পন্য রফতানি ভারতের দখলে চলে গেল তখন সহজেই অনুমান করা গেল বাংলাদেশের পাটের বাজারের পিছনে কারা ষড়যন্ত্র করেছে, কোন অদৃশ্য শক্তি পাটকলগুলোকে বেহাল অবস্থা করেছে ।

ঠিক তেমনিভাবে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের দিকে ভারতের নজর পড়েছে । এখন গার্মেন্টস শিল্পে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, চলছে অসন্তোষ , চলছে প্রতিবছর গার্মেন্টস কারখানায় অনাহুত আগুনের খেলা ।পুড়ে যাচ্ছে শত শত কারখানা, ছড়িয়ে যাচ্ছে শ্রমিক অসন্তোষ, বর্তমান সরকার গার্মেন্টস শিল্পের দিকে কোন বিশেষ নজর দিচ্ছে না।

ভারতে চলে যাক পাট শিল্পের মত গার্মেন্টস শিল্পটিও তা কোন দলের বা ব্যাক্তি বিশেষের ইচ্ছা থাকতে পারে । কিন্তু বাংলাদেশের মানুষের প্রান কেন্দ্র গরীবের রুটি রুজির একমাত্র ভরসা গার্মেন্টস শিল্পটির বিরুদ্ধে বাংলার মানুষ যে কোন চক্রান্তকে রুখে দিবে ও সারা বিশ্বে এই শিল্পটি ক্রমান্বয়ে উন্নতির শিখরে পা রাখবে এই প্রত্যাশা রইল ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

মাজহারুল হুসাইন বলেছেন: দেশ স্বাধীনের পর পাট কলগুলোতে অসন্তোষ,
মহামারির মত পাটের গুদামে ও পাটকলগুলোতে আগুন এসবের
পিছনে কারা তখন কারা জড়িত ছিল তা টের পাওয়া যায় নাই ।
>>>তখন কারা জানি ক্ষমতায় ছিল ? আর আজকেও কারা জানি ক্ষমতায় ?

২| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩

রাজ্জাক রাজ বলেছেন: ভারতের পাচাটা বণ্ধ করুন আগে।

Typed with Panini Keypad

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.