নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ সংস্কার,উদার চিন্তা-ভাবনা,দেশপ্রেমে জাগ্রত ! \nজীবনে অনেক ইতিবাচক কাজ করার স্বপ্ন যার দ্বারা অন্যের স্বপ্ন বাস্তবায়িত হবে

আনামুল হক ইনাম

ধর্মান্ধ নই কিন্ত নিজ ধর্মে প্রতি বিশ্বাস ও অন্য ধর্মকে শ্রদ্ধা করি

আনামুল হক ইনাম › বিস্তারিত পোস্টঃ

ময়দা সুন্দরী

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬

তোমার ঠোঁটের লাল লিপিস্টিকে
সৌন্দর্যহীনতার চিহ্ন ভাসে ।
তোমার চেহারার ময়দা, আটা, সুজি
আকর্ষনের নাইবা কোন পুঁজি ।

বহুরূপী সাজ তোমার
পায়ে হাই হিল ।
তোমায় দেখে আমার মনে
লাগে না কোন ফিল ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০

বার্তা বাহক বলেছেন: অসাধারণ!

২| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৩

আনামুল হক ইনাম বলেছেন: ধন্যযোগ @বার্তা বাহক

৩| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৪

নতুন বলেছেন: কেন নারীরা এই সব মাখে জানেন???

কারন ছেলেরা পছন্দ করে...

নারীরা অবশ্যই চায়না পা`লারে যেতে এবং তাদের টাকা দিতে... কিন্তু মিডিয়া দেখায় কালো মেয়েকে সমাজে পছন্দ করেনা। তাই নারীরা ময়দা মাখে...

এটার পেছনে পুরুষের ভুমিকাই বেশি...

৪| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৪

আনামুল হক ইনাম বলেছেন: জানি,,,,,কিন্তু অতিরিক্ত মেকআপ বিরুক্তির কারণ

৫| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

মো: জাবেদ হোসেন বলেছেন: অসাধারন

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯

আনামুল হক ইনাম বলেছেন: ধন্যযোগ জাবেদ ভাই

৬| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭

নতুন বলেছেন: আনামুল হক ইনাম বলেছেন: জানি,,,,,কিন্তু অতিরিক্ত মেকআপ বিরুক্তির কারণ

তারা ছেলেদের চোখে বেশি সুন্দর হতে চায় তাই অতিরিক্ত মেকআপ করে... :)

ছেলেদের ভাবনা পাল্টাতে হবে... তবে মেয়েরা সাভাবিক ভাবেই থাকবে...

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

আনামুল হক ইনাম বলেছেন: তাদের (মেয়েদের) বুঝা উচিত দুনিয়াতে এখনো এমন কিছু ছেলে বা পুরুষ আছে যারা ন্যাচারাল সুন্দরটাই বেশী পছন্দ করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.