![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মান্ধ নই কিন্ত নিজ ধর্মে প্রতি বিশ্বাস ও অন্য ধর্মকে শ্রদ্ধা করি
আপনার মুখে দাঁড়ি থাকলেই আপনি জঙ্গি ? আপনার মুখে দাঁড়ি থাকলেই আপনি জামাতী বা হেফাজতী ?
দাড়িঁ রাখা একজন মানুষের গনতান্ত্রীক ও ধর্মীয় অধিকার তবে কেন একজন মুসলিম দাঁড়ি রাখার জন্য হেনস্হার শিকার হবেন । সমাজে বলা হয়ে থাকে ,,,, ''মোল্লার পাদে গন্ধ বেশী ''। তবে কি আধুনিকযুগেও আমরা বা আন্তর্জাতিক সম্প্রদায় একজন মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে পারব না ?
হোক তার মুখে দাঁড়ি কিংবা পড়নে ধুতি । সম্প্রতি দাঁড়ি রাখার জন্য হেনস্হার শিকার হতে হয়েছে ইংল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার মঈন আলীকে । খবরে প্রকাশ,,,,,,,,,,,, বার্মিংহাম এয়ারপোর্টে শনিবার মঈন আলীকে অকস্মাৎ আটকে দেয়া হলো। দু’এক মিনিট নয়, পুরো ৪০ মিনিট আটকে রাখা হলো। এতে ভীষণ স্তম্ভিত, বিস্মিত তিনি। ইংল্যান্ড জাতীয় দলের স্কোয়াডের সঙ্গে যখন তিনি এ বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন তখন এর আগে কখনো ২৮ বছর বয়সী এই ক্রিকেটারকে এভাবে থামানো হয় নি।
কিন্তু শনিবার তার সঙ্গে এমন আচরণে তিনি ক্ষুব্ধও। টুইটারে সেই ক্ষোভ শেয়ার করেছেন তিনি। কি কারণে তাকে ওভাবে আটকে রাখা হয়েছিল তা জানানো হয় নি। সাবেক এক ক্রিকেটার বলেছেন, তার মুখে দাড়ি থাকার কারণেই এমনটা ঘটে থাকবে। আটকে রাখার সময় মঈনের সমর্থনে এগিয়ে যান ইংল্যান্ড টিমের আরেক সহযোদ্ধা আদিল রশিদ। তিনি মঈন আলীর সঙ্গে এমন ব্যবহারের কারণে কর্তৃপক্ষকে ‘ক্লাউন’ বা সঙ হিসেবে আখ্যায়িত করেছেন। তবে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ওয়েইস শাহ বলেছেন, দুঃখজনক এই ঘটনা ঘটতে পারে মঈনের মুখে দাড়ি থাকার কারণে। তার মুখে দাড়ি থাকার জন্য বিমানবন্দর কর্মকর্তারা অন্য কিছু মনে করে তাকে আটকে দিয়ে থাকতে পারেন। এ বিষয়ে মঈন আলীর প্রতি সমর্থন প্রকাশ করছেন বিপুল সংখ্যক মানুষ।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১১
আনামুল হক ইনাম বলেছেন: আর কত আফসোস করব ভাই
২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫০
রাজু বলেছেন: বড় দুঃখের কথা...
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২
আনামুল হক ইনাম বলেছেন: দুঃখ না ভাই,,,,অপমানের কথাও বটে
৩| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭
শাহজালাল হাওলাদার বলেছেন: দাড়ি কেন শত্রু হল তাদের কাছে?
আহাদ যাদের মুখে আছে।
নবী প্রেমের দাবিদাররা দয়া করে দাবির জথারততা প্রমান করুন।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৪
আনামুল হক ইনাম বলেছেন: দাঁড়ি তে কতিপয় নামদারি মুসলিমরা কু'কর্ম করে থাকে । সেই দোষ পড়ে প্রকৃত মুসলিমদের উপর
৪| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬
যোগী বলেছেন:
এখানে কর্তৃপক্ষের কি বা দোষ। তারা আসলে কোন রকম রিস্ক নিতে চাইছে না।
অনেক নবী প্রেমী দাড়ি ওয়ালা আছে যারা আত্বঘাতি হামলা চালায় ইহূদি-নাসারা মারার জন্য বছরের পর বছর লাইন দিয়ে আছে আফগানিস্থান বা সিরিয়ায়।
এখানে দেখেন https://www.youtube.com/watch?v=6DsG9yQrdD4
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮
আনামুল হক ইনাম বলেছেন: কোন প্রকৃত মুসলমান , প্রকৃত নবী প্রেমী দাঁড়ি থাকুক আর না থাকুক ,,,সে কখনোই অন্যকে অন্যায়ভাবে হত্যা তো দূরের কথা ক্ষতিও করবে না । আফগানিস্থান বা সিরিয়ায় সে মুসলিম দাবিধাররা জিহাদ করছে তাদের মগজ ধোলাই করছে ভ্রান্ত আকিদার মুসলিম নামধারিরা ।
৫| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১
যোগী বলেছেন:
প্রকৃত মুসলমান , প্রকৃত নবী প্রেমী পরীক্ষা করার টাইম কী বৃটেনের এয়ারপোর্ট অথরিটির আছে? নাকি তারা হাদিস কোরআন সাথে নিয়ে সেখানে বসে আছে?
তারা দেখেছে আইএস তালেবানরা দাড়ি রাখে, নামাজ পড়ে, হজ্জ করে, জুম্মার নামাজে ইহুদী নাসারাদের ধংস কামনা করে জিকির তুলে আবার আত্বঘাতি বোমাও মারে, সো মুসলিমরাই জংগী। এটাই তাদের কাছে একমাত্র হিসাব।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৭
আনামুল হক ইনাম বলেছেন: একমত
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০
মোঃ আমানউল্লাহ বলেছেন: আফসোস আমাদের জন্য....